Get complete Sonnet 73 Questions Answers 4th Semester Class 12 for WBCHSE, 4th Semester New Syllabus students. Prepare effectively with detailed solutions and understand Shakespeare’s themes of aging, mortality, and love. Ideal for Class 12 exam preparation.
Short Answer Type Questions: Sonnet 73 (LXXII)
Sonnet 73 by William Shakespeare – Short Answer Type Questions (2 Marks). All questions carry 2 marks. Students are expected to write concise answers of 20–30 words for each question.
Short Answer Type Questions Set 1
1. Who wrote Sonnet 73 and when was it first published?(সনেট ৭৩ কে লিখেছেন এবং এটি কখন প্রথম প্রকাশিত হয়?)
Ans: Sonnet 73 was written by William Shakespeare. It is part of his 154 sonnets, first published in 1609 in London. This sonnet reflects on ageing, mortality, and love, showing Shakespeare’s poetic skill. It does not have a special title; instead, it is identified by its number. The first line, “That time of year thou mayst in me behold,” is sometimes used to refer to it.
(সনেট ৭৩ লিখেছেন উইলিয়াম শেক্সপিয়র। এটি তার ১৫৪টি সনেটের একটি অংশ, যা প্রথম প্রকাশিত হয় ১৬০৯ সালে লন্ডনে। এই সনেট বার্ধক্য, মৃত্যু এবং প্রেম নিয়ে লেখা, শেক্সপিয়রের কাব্যিক দক্ষতা প্রদর্শন করে। এতে বিশেষ কোনো শিরোনাম নেই; বরং এটি তার সংখ্যার মাধ্যমে পরিচিত। প্রথম লাইন “That time of year thou mayst in me behold” কখনও কখনও এর পরিচয় বোঝাতে ব্যবহৃত হয়।)
2. To whom has Sonnet 73 been addressed? (সনেট ৭৩ কার উদ্দেশ্যে লেখা হয়েছে?)
OR, Who is ‘thou’ referred to in the poem? What does the repetition of ‘thou’ emphasise? (কবিতায় ‘thou’ কোন ব্যক্তিকে বোঝায়? ‘thou’ বারবার ব্যবহারের গুরুত্ব কী?
OR, Who is addressed to in Sonnet 73? ( সনেট ৭৩ কার উদ্দেশ্যে বলা হয়েছে?)
OR, “That time of year thou mayst in me behold” – Who says this and to whom? (“That time of year thou mayst in me behold” – এটি কে বলেছে এবং কার উদ্দেশ্যে?)
Ans: Sonnet 73 is addressed to a beloved friend or young man. The word ‘thou’ refers to this person. The repetition of ‘thou’ emphasizes the personal and direct connection between the poet and the beloved. Shakespeare wants to make the reader feel that the reflection on ageing and death is shared intimately. It shows that the poem is both personal and universal.
(সনেট ৭৩ লেখা হয়েছে একটি প্রিয় বন্ধু বা যুবকের উদ্দেশ্যে। এখানে ‘thou’ সেই ব্যক্তিকে বোঝায়। ‘thou’ বারবার ব্যবহারের মাধ্যমে কবি এবং প্রিয়জনের মধ্যে ব্যক্তিগত ও সরাসরি সংযোগ দেখায়। শেক্সপিয়র পাঠককে অনুভব করাতে চান যে বার্ধক্য ও মৃত্যুর ভাবনা ঘনিষ্ঠভাবে ভাগ করা হচ্ছে। এটি দেখায় যে কবিতা ব্যক্তিগত এবং সার্বজনীন উভয়ই।)
3. What is the structure, rhyme scheme and metre of Sonnet 73? (সনেট ৭৩-এর গঠন, ছন্দ এবং মাপ কী?)
OR, Can Sonnet 73 be called a Shakespearean sonnet? (সনেট ৭৩ কি শেক্সপিয়রের সনেট বলা যেতে পারে?)
Ans: Sonnet 73 is a Shakespearean or English sonnet. It has 14 lines, divided into three quatrains and a concluding couplet. The rhyme scheme is ABAB CDCD EFEF GG, and the metre is iambic pentameter, with ten syllables in each line. This structure allows Shakespeare to develop his ideas gradually and end with a strong, memorable couplet about love and mortality.
(সনেট ৭৩ একটি শেক্সপিয়রিয়ান বা ইংরেজি সনেট। এতে ১৪টি লাইন রয়েছে, যা তিনটি চতুর্ভুজ এবং একটি সমাপ্তি জোড়ছন্দে বিভক্ত। ছন্দরীতি হলো ABAB CDCD EFEF GG, এবং মিটার হলো আইয়াম্বিক পেন্টামিটার, যেখানে প্রতিটি লাইনে দশটি শব্দ থাকে। এই কাঠামো শেক্সপিয়রকে ধীরে ধীরে ভাবনা প্রকাশ করতে এবং প্রেম ও মৃত্যুর ওপর শক্তিশালী জোড়ছন্দে সমাপ্তি দিতে সাহায্য করে।)
Short Answer Type Questions Set 2
4. Discuss the main theme of Sonnet 73. (সনেট ৭৩-এর প্রধান থিম আলোচনা করো।)
OR, What is the main argument of the poem? (কবিতার প্রধান যুক্তি কী?)
OR, What is the central theme of Sonnet 73? (সনেট ৭৩-এর মূল বিষয় কী?)
Ans: The main theme of Sonnet 73 is ageing, mortality, and the passage of time, and how awareness of these truths deepens love. Shakespeare uses autumn, twilight, and a dying fire to show stages of life and approaching death. The poem teaches readers to cherish love and relationships, knowing that life is temporary and youth and energy will fade. It is both personal and universal.
(সনেট ৭৩-এর প্রধান ভাবনা হলো বার্ধক্য, মৃত্যু এবং সময়ের প্রবাহ, এবং কিভাবে এই সত্যগুলোর সচেতনতা প্রেমকে গভীর করে। শেক্সপিয়র শরৎ, গোধূলি এবং ম্লান আগুন ব্যবহার করেছেন জীবনের ধাপ এবং মৃত্যুর আগমন দেখানোর জন্য। কবিতা পাঠককে শেখায় প্রেম এবং সম্পর্ককে মূল্য দিতে, কারণ জীবন ক্ষণস্থায়ী এবং যৌবন ও শক্তি ম্লান হয়ে যাবে। এটি ব্যক্তিগত এবং সার্বজনীন উভয়ই।)
5. Discuss the tone of Sonnet 73. (সনেট ৭৩-এর সুর বা ভঙ্গি আলোচনা করো।)
OR, What emotions are conveyed through the poem? (কবিতায় কী অনুভূতি প্রকাশ পেয়েছে?)
OR, What is the mood of Sonnet 73? (সনেট ৭৩-এর মেজাজ কী?)
Ans: The tone of Sonnet 73 is reflective, melancholic, tender, and meditative. Shakespeare thinks about ageing, death, and the passing of time. The images of autumn, twilight, and dying fire create sadness and awareness of life’s fragility. At the same time, the tone is affectionate, showing that love grows stronger when we understand life is brief. It is calm, thoughtful, and emotionally rich.
(সনেট ৭৩-এর স্বর হলো চিন্তাশীল, বিষণ্ণ, কোমল এবং ধ্যানমূলক। শেক্সপিয়র বার্ধক্য, মৃত্যু এবং সময়ের প্রবাহ নিয়ে ভাবছেন। শরৎ, গোধূলি এবং ম্লান আগুন চিত্রগুলো দুঃখ এবং জীবনের ভঙ্গুরতা প্রকাশ করে। একই সঙ্গে স্বরটি স্নেহপূর্ণ, দেখায় যে জীবন ক্ষণস্থায়ী বোঝার মাধ্যমে প্রেম আরও দৃঢ় হয়। এটি শান্ত, চিন্তাশীল এবং আবেগময়।)
6. What does Sonnet 73 teach its readers? (সনেট ৭৩ পাঠককে কী শেখায়?)
OR, What message does the poem convey about love and ageing? (কবিতা প্রেম এবং বার্ধক্য সম্পর্কে কী বার্তা দেয়?)
OR, What universal message does Sonnet 73 give to its readers about love and the passage of time? (সময়ের প্রবাহ এবং প্রেম সম্পর্কে সনেট ৭৩-এর সার্বজনীন বার্তা কী?)
Ans: Sonnet 73 teaches that life is short and temporary, and we must value love and relationships while we can. The awareness of ageing and mortality makes love deeper and stronger. Shakespeare shows that everyone faces old age and death, so the poem carries a universal message: appreciate life’s fleeting moments and the people we care about before it’s too late.
(উত্তরঃ সনেট ৭৩ শেখায় যে জীবন ক্ষণস্থায়ী, তাই আমাদের প্রেম এবং সম্পর্কের মূল্য দিতে হবে। বার্ধক্য এবং মৃত্যুর সচেতনতা প্রেমকে গভীর এবং শক্তিশালী করে। শেক্সপিয়র দেখান যে সবাই বার্ধক্য এবং মৃত্যুর মুখোমুখি হয়, তাই কবিতার সার্বজনীন বার্তা হলো জীবনের ক্ষণস্থায়ী মুহূর্ত এবং আমাদের প্রিয় মানুষদের মূল্য দিতে হবে আগে যে দেরি হয়ে যায়।)
Short Answer Type Questions Set 3
7. What is a metaphor? Which three metaphors are used by Shakespeare for old age? (রূপক কী? শেক্সপিয়র বার্ধক্যের জন্য কোন তিনটি রূপক ব্যবহার করেছেন?)
OR, What are the symbols employed in Sonnet 73? (সনেট ৭৩-এ কোন প্রতীকগুলো ব্যবহৃত হয়েছে?)
OR, Explain the significance of the three metaphors of autumn, twilight, and fire in the sonnet. (কবিতায় শরৎ, গোধূলি এবং আগুনের তিনটি রূপকের গুরুত্ব ব্যাখ্যা করো।)
Ans: A metaphor is a figure of speech where one thing is compared to another without using “like” or “as.” In Sonnet 73, Shakespeare uses three metaphors for ageing: autumn (decline of life), twilight (closing stage of life), and a dying fire (fading energy and vitality). These metaphors show the progress of life and the approach of death, making the poem vivid and meaningful.
(একটি রূপক হলো এমন একটি বাক্যপ্রয়োগ যেখানে একটি বিষয়কে অন্যটির সাথে তুলনা করা হয় “like” বা “as” ব্যবহার না করে। সনেট ৭৩-এ শেক্সপিয়র বার্ধক্যের জন্য তিনটি রূপক ব্যবহার করেছেন: শরৎ (জীবনের হ্রাস), গোধূলি (জীবনের শেষ পর্যায়), এবং ম্লান আগুন (শক্তি ও প্রাণের হ্রাস)। এই রূপকগুলো জীবনের অগ্রগতি এবং মৃত্যুর আগমন দেখায়, কবিতাকে জীবন্ত ও অর্থপূর্ণ করে তোলে।)
8. “When yellow leaves, or none, or few, do hang” — What do the ‘yellow leaves’ symbolise in this line? (“When yellow leaves, or none, or few, do hang” — এখানে ‘হলুদ পাতা’ কী প্রতীক?)
OR, How is old age compared to the autumn season? (বার্ধক্যকে কীভাবে শরৎ ঋতুর সাথে তুলনা করা হয়েছে?)
OR, Why is autumn chosen as the season for comparison? (তুলনার জন্য শরৎ কেন বেছে নেওয়া হয়েছে?)
Ans: The yellow leaves symbolize the later stage of life when youth and energy fade. Old age is compared to autumn, a season of decline and fading beauty, showing that life moves from growth to gradual decay. Shakespeare chose autumn because it visually represents loss and change, making readers feel the fragility of life and the inevitability of ageing and death.
(হলুদ পাতা জীবনের শেষ ধাপ প্রতীক, যখন যৌবন ও শক্তি কমে যায়। বার্ধক্যকে শরৎ সঙ্গে তুলনা করা হয়েছে, যা ক্ষয় ও সৌন্দর্যের ম্লানতা দেখায়, দেখায় জীবনের বৃদ্ধি থেকে ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া। শেক্সপিয়র শরৎ বেছে নিয়েছেন কারণ এটি ক্ষয় এবং পরিবর্তনের দৃশ্যমান প্রতীক, পাঠককে জীবনের ভঙ্গুরতা এবং বার্ধক্য ও মৃত্যুর অনিবার্যতা বোঝায়।)
9. What does the poet mean by “bare ruin’d choirs”? (কবি “bare ruin’d choirs” বলতে কী বোঝান?)
OR, How did the choirs become ‘ruin’d’? Who are compared to ‘sweet birds’? (কোরগুলি কীভাবে ‘ধ্বংসপ্রাপ্ত’ হলো? কে ‘মিষ্টি পাখি’র সাথে তুলনা করা হয়েছে?)
OR, The metaphor “Bare ruined choirs where late the sweet birds sang” suggests what? (“Bare ruined choirs where late the sweet birds sang” রূপক কী বোঝায়?)
OR, What does the image of “bare ruined choirs” signify in the poem? (কবিতায় “bare ruined choirs” চিত্রের অর্থ কী?)
OR, “Bare ruined choirs where late the sweet birds sang” – What is the implication of the word sang? (“where late the sweet birds sang” – sang শব্দের কী অর্থ?)
OR, What does the expression “where late the sweet birds sang” refer to? What does it mean when applied to the poet himself? (“where late the sweet birds sang” অভিব্যক্তিটি কী বোঝায় এবং কবির জীবনের সাথে এটি কীভাবে প্রযোজ্য?)
Ans: “Bare ruin’d choirs” means empty, leafless trees where life once flourished. The ‘sweet birds’ represent youth, joy, and vitality that have now gone. This metaphor shows that the poet’s life and energy are fading, like a choir that once sang but is now silent. It emphasizes ageing and mortality, reminding readers that youth and beauty are temporary.
(“Bare ruin’d choirs” অর্থ হলো ফাঁকা, পাতা হারানো গাছ, যেখানে একসময় জীবন ছিল। ‘মিষ্টি পাখি’ প্রতীক হলো যৌবন, আনন্দ ও প্রাণশক্তি, যা এখন চলে গেছে। এই রূপক দেখায় যে কবির জীবন ও শক্তি হ্রাস পাচ্ছে, যেমন একটি কোর যা একসময় গান করত কিন্তু এখন নীরব। এটি বার্ধক্য এবং মৃত্যু তুলে ধরে, পাঠককে স্মরণ করায় যে যৌবন এবং সৌন্দর্য ক্ষণস্থায়ী।)
Short Answer Type Questions Set 4
10. What analogy does the poet use in the first quatrain? (কবি প্রথম চারটি স্তবকে কী তুলনা ব্যবহার করেছেন?)
OR, To what time of the day does the poet compare himself in the second quatrain and why? (দ্বিতীয় চারটি স্তবকে কবি নিজেকে দিনের কোন সময়ের সঙ্গে তুলনা করেছেন এবং কেন?)
OR, “In me thou seest the twilight of such day” – What does twilight suggest here? (“In me thou seest the twilight of such day” – এখানে গোধূলি কী বোঝায়?)
OR, What does twilight symbolise? ( গোধূলি কী প্রতীক?)
OR, “As after sunset fadeth in the west” – What does sunset indicate here? ( “As after sunset fadeth in the west” – সূর্যাস্ত কী বোঝায়?)
OR, “As after sunset fadeth in the west” – What does the word fadeth suggest? (“As after sunset fadeth in the west” – fadeth শব্দের অর্থ কী?)
Ans: In the first quatrain, the poet compares himself to autumn, a time of decline. In the second quatrain, he compares himself to twilight, the end of the day, suggesting that life is nearing its close. “Sunset” and “fadeth” symbolize **the fading energy and approaching death. Twilight symbolizes the final stage of life, and sunset shows the inevitable ending. “Fadeth” means that life’s brightness and vitality are slowly disappearing. These images emphasize the natural process of ageing and make readers reflect on the passage of time, showing that death is a part of life. Shakespeare’s metaphors make the poem both personal and universal.
(প্রথম চতুর্ভুজে কবি নিজেকে শরতের সাথে তুলনা করেছেন, যা হ্রাসের সময়। দ্বিতীয় চতুর্ভুজে তিনি নিজেকে গোধূলির সাথে, অর্থাৎ দিবসের শেষের সময়, তুলনা করেছেন, দেখাতে যে জীবন শেষের দিকে যাচ্ছে। “সূর্যাস্ত” এবং “fadeth” প্রতীকীভাবে জীবনের আলো এবং প্রাণশক্তির ধীরে ধীরে নিঃশেষ বোঝায়। এই চিত্রগুলো বার্ধক্যের প্রাকৃতিক প্রক্রিয়া তুলে ধরে এবং পাঠককে সময়ের প্রবাহ নিয়ে ভাবায়। শেক্সপিয়রের রূপক কবিতাকে ব্যক্তিগত ও সার্বজনীন উভয়ই করে তোলে।)
11. “Which by and by black night doth take away”—What does ‘black night’ refer to in this poem? (“Which by and by black night doth take away” — এখানে ‘black night’ কী বোঝায়?)
OR, What does ‘which’ refer to? What does ‘black night’ symbolise? (‘which’ কী নির্দেশ করে? ‘black night’ কী প্রতীক?)
Ans: In the poem, ‘black night’ refers to death, the inevitable end of life. The word ‘which’ points to the twilight of life, or the poet’s remaining time. Black night symbolizes the final darkness and silence that follows the day, representing the end of life. Shakespeare uses this image to show that death comes naturally and is unavoidable.
(উত্তরঃ কবিতায় ‘black night’ অর্থ হলো মৃত্যু, জীবনের অনিবার্য শেষ। ‘which’ নির্দেশ করে জীবনের গোধূলি, বা কবির অবশিষ্ট সময়। কালো রাত প্রতীকী অর্থে শেষের অন্ধকার ও নীরবতা দেখায়, যা জীবনের সমাপ্তি বোঝায়। শেক্সপিয়র এই চিত্র ব্যবহার করেছেন দেখানোর জন্য যে মৃত্যু প্রাকৃতিক এবং অনিবার্য।)
12. What is meant by “Death’s second self”? (“Death’s second self” দ্বারা কী বোঝানো হয়েছে?)
OR, What does the expression “that seals up all in rest” mean? ( “that seals up all in rest” অভিব্যক্তির অর্থ কী?)
OR, “Death’s second self, that seals up all in rest” – What does rest suggest here? (“Death’s second self, that seals up all in rest” – এখানে rest কী বোঝায়?)
OR, What is called “Death’s second self” in Sonnet 73? (সনেট ৭৩-এ “Death’s second self” কীকে বলা হয়েছে?)
Ans: “Death’s second self” in Sonnet 73 refers to sleep, which is a symbol of temporary rest and an image of death. The phrase “that seals up all in rest” means that sleep, like death, pauses activity and closes life’s day. It shows that rest is the final peace before the end. Shakespeare uses this metaphor to connect life, sleep, and mortality.
(সনেট ৭৩-এ “Death’s second self” অর্থ হলো ঘুম, যা অস্থায়ী বিশ্রাম এবং মৃত্যুর চিত্র। “that seals up all in rest” অর্থ হলো ঘুম, যেমন মৃত্যু, কার্যকলাপ বন্ধ করে জীবন দিনের শেষ চিহ্নিত করে। এটি দেখায় যে বিশ্রাম হলো শেষ শান্তি। শেক্সপিয়র এই রূপক ব্যবহার করেছেন জীবন, ঘুম এবং মৃত্যুর সংযোগ দেখাতে।)
Short Answer Type Questions Set 5
13. Whose “ashes of his youth” is referred to in the expression? What does it suggest? (“ashes of his youth” দ্বারা কার জীবন বোঝানো হয়েছে? এটি কী নির্দেশ করে?)
Ans: The “ashes of his youth” refers to the poet’s own past vitality and energy. It suggests that the energy, strength, and joys of youth have now faded, leaving only remnants like ashes. Shakespeare compares life to a fire that once burned brightly but now slowly diminishes. This image emphasizes aging, mortality, and the passing of time in human life.
(“ashes of his youth” কবির নিজের অতীত প্রাণশক্তি ও শক্তি বোঝায়। এটি নির্দেশ করে যে যৌবনের শক্তি, আনন্দ এবং প্রাণশক্তি এখন কমে গেছে, শুধু ছাইয়ের মতো অবশিষ্ট আছে। শেক্সপিয়র জীবনকে তুলনা করেছেন একটি আগুনের সাথে যা এক সময় জ্বলে উঠেছিল কিন্তু এখন ধীরে ধীরে নিভে যাচ্ছে। এই চিত্রটি বার্ধক্য, মৃত্যু এবং সময়ের প্রবাহ তুলে ধরে।)
14. “Consum’d with that which it was nourish’d by”—What does this line suggest? (“Consum’d with that which it was nourish’d by” লাইনটি কী বোঝায়?)
OR, What consumes the fire and what nourishes it? ( আগুনকে কী নষ্ট করে এবং কী তাকে পুষ্ট করে?)
OR, What consumes the flame of life according to the poem? (কবিতা অনুযায়ী জীবনের আগুন কী দ্বারা ক্ষয় হয়?)
Ans: This line suggests that the fire of life is consumed by the very experiences and passions that once gave it energy. Youth, love, and joy nourished life, but over time, these same elements fade and consume vitality. Shakespeare shows that life is self-consuming; the things that make us live fully also bring us closer to old age and death.
(উত্তরঃ এই লাইনটি নির্দেশ করে যে জীবনের আগুন সেই অভিজ্ঞতা ও অনুভূতি দ্বারা ক্ষয় হয়, যা একসময় শক্তি দিত। যৌবন, প্রেম এবং আনন্দ জীবনকে পুষ্ট করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে এই উপাদানগুলোই শক্তি কমায়। শেক্সপিয়র দেখান যে জীবন নিজেই ক্ষয়কারী, যা আমাদের পূর্ণভাবে বাঁচায় সেই একই উপাদান আমাদের বার্ধক্য ও মৃত্যুর দিকে নিয়ে যায়।)
15. What according to the poet will make his friend’s love for him grow ‘more strong’? (কবির মতে কী কারণে তার বন্ধুর প্রেম আরও শক্তিশালী হবে?)
OR, What will happen as a result of the beloved’s realisation? (প্রিয়জনের উপলব্ধির ফলস্বরূপ কী হবে?)
Ans: According to the poet, his friend’s love will grow stronger because he realizes the poet’s age and the fleeting nature of life. Understanding that life is short and temporary, and that the poet will not last forever, makes love more precious and intense. Shakespeare shows that awareness of mortality deepens human relationships and strengthens emotional bonds.
(কবির মতে তার বন্ধুর প্রেম আরও শক্তিশালী হবে কারণ সে কবির বার্ধক্য এবং জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি উপলব্ধি করে। বোঝা যায় যে জীবন সংক্ষিপ্ত এবং অস্থায়ী, এবং কবি চিরকাল থাকবে না, তাই প্রেম আরও মূল্যবান এবং তীব্র হয়। শেক্সপিয়র দেখান যে মৃত্যুর সচেতনতা মানুষের সম্পর্ককে গভীর করে এবং আবেগের বন্ধনকে শক্তিশালী করে।)
Short Answer Type Questions Set 6
16. How many sonnets were composed by Shakespeare? To whom were they addressed? (শেক্সপিয়র কতটি সনেট রচনা করেছিলেন? এগুলো কার উদ্দেশ্যে লেখা হয়েছিল?)
Ans: Shakespeare composed 154 sonnets in total. Most of these sonnets were addressed to a young man, often called the “Fair Youth”, and some were written for a “Dark Lady”, while a few were directed toward a rival poet. The sonnets explore love, beauty, time, and mortality, showing personal emotions and universal truths. They remain one of the most important collections in English literature.
(শেক্সপিয়র মোট ১৫৪টি সনেট রচনা করেছিলেন। এগুলোর বেশির ভাগ একটি যুবক এর উদ্দেশ্যে লেখা হয়েছে, যাকে সাধারণত “ফেয়ার ইউথ” বলা হয়। কিছু সনেট “ডার্ক লেডি” এর জন্য লেখা হয়েছে, এবং কয়েকটি প্রতিদ্বন্দ্বী কবি এর উদ্দেশ্যে। এই সনেটগুলো ভালোবাসা, সৌন্দর্য, সময় এবং মৃত্যুবোধ প্রকাশ করে, ব্যক্তিগত আবেগ এবং সার্বজনীন সত্য দেখায়। এগুলো ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ সংকলন।)
17. What does the speaker compare himself to in the sonnet? (কবি নিজেকে সনেটে কী সাথে তুলনা করেছেন?)
OR, What symbolic element represents the speaker’s lost youth and beauty in the poem? (কবির হারানো যৌবন এবং সৌন্দর্যকে কোন প্রতীকী উপাদান দেখানো হয়েছে?)
OR, To what is death compared in the third quatrain? (তৃতীয় চতুর্ভুজে মৃত্যু কী সাথে তুলনা করা হয়েছে?)
OR, What does the poet compare himself to in the last quatrain of the sonnet? What does it mean? (সনেটের শেষ চতুর্ভুজে কবি নিজেকে কী সাথে তুলনা করেছেন? এটি কী বোঝায়?)
Ans: In Sonnet 73, the speaker compares himself to autumn, twilight, and a dying fire. Autumn represents old age and fading life, twilight shows the final stage of life, and the dying fire symbolizes lost youth and dwindling vitality. In the last quatrain, he compares himself to the fire that consumes itself, showing how life is slowly consumed by the very things that once nourished it.
(সনেট ৭৩-এ কবি নিজেকে শরৎ, গোধূলি এবং নিভন্ত আগুন এর সাথে তুলনা করেছেন। শরৎ প্রতীকী অর্থে বার্ধক্য এবং জীবনের ক্ষয় বোঝায়, গোধূলি দেখায় জীবনের শেষ পর্যায়, এবং নিভন্ত আগুন হারানো যৌবন ও কমতে থাকা প্রাণশক্তি বোঝায়। শেষ চতুর্ভুজে তিনি নিজেকে নিজেকে খরচ করা আগুনের মতো তুলনা করেছেন, যা দেখায় জীবনের শক্তি ধীরে ধীরে সেই উপাদানগুলোর দ্বারা ক্ষয় হয় যা এক সময় তাকে পুষ্ট করেছিল।)
18. What time of the year has been referred to in the poem? (কবিতায় কোন বছরের সময় উল্লেখ করা হয়েছে?)
OR, What are the traits of ‘that time of the year’? (‘সেই বছরের সময়ের’ বৈশিষ্ট্য কী?)
OR, What does Shakespeare mean by “That time of year”? What does it stand for? (শেক্সপিয়র “That time of year” দ্বারা কী বোঝাতে চেয়েছেন?)
OR, What does the expression “That time of year” stand for? (“That time of year” অভিব্যক্তি দ্বারা কী বোঝায়?)
Ans: Shakespeare refers to late autumn in the poem. This time of year is marked by falling leaves, cold weather, and fading life, symbolizing ageing and approaching death. “That time of year” stands for the poet’s own old age and the final stage of life. Autumn imagery shows that life, like the season, moves toward decline and eventual end, reminding readers of mortality.
(কবিতায় শেক্সপিয়র শরতের শেষ পর্যায় উল্লেখ করেছেন। এই সময়ে থাকে পাতা ঝরা, শীতল আবহাওয়া, এবং ক্ষয়মান জীবন, যা বার্ধক্য এবং মৃত্যুর আগমন বোঝায়। “That time of year” দ্বারা বোঝানো হয়েছে কবির নিজস্ব বার্ধক্য এবং জীবনের শেষ পর্যায়। শরতের চিত্র দেখায় যে জীবনও ঋতুর মতো অবনতির দিকে এগোতে থাকে এবং শেষের দিকে যায়, যা পাঠককে মৃত্যুর প্রতি সচেতন করে।)
Short Answer Type Questions Set 7
19. “Upon those boughs which shake against the cold”—What does this mean? (“Upon those boughs which shake against the cold” – এর অর্থ কী?)
Ans: This line means that the poet’s remaining life is like bare tree branches in late autumn. The branches shake in the cold wind, showing vulnerability and weakness. It symbolizes the poet’s ageing body and fading strength. The image reflects how life becomes fragile with age, emphasizing that death and decline are natural and unavoidable.
(এই লাইনটির অর্থ হলো কবির অবশিষ্ট জীবন শীতকালে নাগা গাছের ডাল এর মতো। ডালগুলো ঠাণ্ডা হাওয়ায় কাঁপে, যা দুর্বলতা এবং নিঃস্বত্বতা বোঝায়। এটি কবির বয়স এবং ক্ষয়মান শক্তি প্রতিফলিত করে। চিত্রটি দেখায় যে বয়সের সাথে জীবন দুর্বল হয়ে যায়, যা জোর দেয় যে মৃত্যু এবং অবনতি প্রাকৃতিক এবং অনিবার্য।)
20. “As after sunset fadeth in the west”—What does the line signify? (“As after sunset fadeth in the west” – এই লাইন কী বোঝায়?)
OR, How is twilight similar to the fire on the ashes? (গোধূলি কীভাবে ছাইয়ের আগুনের সাথে মিল আছে?)
Ans: The line signifies the final stage of life, like the sun fading in the west after sunset. Twilight represents ageing and approaching death. The dying fire on the ashes is similar because it shows the end of vitality. Shakespeare compares life to day ending and fire fading, emphasizing that all things pass, and awareness of this makes love and life more precious.
(এই লাইনটি নির্দেশ করে জীবনের শেষ পর্যায়, যেমন সূর্যাস্তের পরে পশ্চিমে সূর্য ধীরে ধীরে নিভে যায়। গোধূলি বার্ধক্য এবং মৃত্যুর আগমন দেখায়। ছাইয়ের আগুনের নিভন্ত আগুনের সাথে মিল আছে কারণ এটি জীবনের শক্তি শেষ হওয়া দেখায়। শেক্সপিয়র জীবনকে তুলনা করেছেন দিন শেষ হওয়া এবং আগুন নিভে যাওয়া এর সাথে, যা জোর দেয় যে সবকিছুই অস্থায়ী, এবং এর সচেতনতা প্রেম ও জীবনকে আরও মূল্যবান করে তোলে।)
21. What does “the glowing of such fire” mean? (“the glowing of such fire” এর অর্থ কী?)
OR, How is twilight similar to the fire on the ashes? (গোধূলি কীভাবে ছাইয়ের আগুনের সাথে মিল আছে?)
Ans: “The glowing of such fire” represents the poet’s life and energy in old age. Like twilight, it shows the final stage of life, where the flame burns on the ashes of youth. Both images suggest fragility, fading strength, and inevitable death. Shakespeare uses this to remind readers that life is temporary, and the awareness of time passing makes love and relationships more meaningful.
(“The glowing of such fire” কবির জীবন ও শক্তি বার্ধক্যে দেখায়। গোধূলির মতো এটি জীবনের শেষ পর্যায় দেখায়, যেখানে আগুন যৌবনের ছাইয়ের ওপর জ্বলছে। উভয় চিত্র নাজুকতা, ক্ষয়মান শক্তি, এবং অনিবার্য মৃত্যু বোঝায়। শেক্সপিয়র পাঠককে স্মরণ করান যে জীবন ক্ষণস্থায়ী, এবং সময়ের সচেতনতা প্রেম ও সম্পর্ককে আরও মূল্যবান করে।)
Short Answer Type Questions Set 8
22. What does the “death-bed” signify in the poem? (কবিতায় “death-bed” কী বোঝায়?)
OR, “As the death-bed, whereon it must expire” – What does “it” refer to? What does the line suggest? (“As the death-bed, whereon it must expire” – “it” কী বোঝায়? লাইনটি কী নির্দেশ করে?)
Ans: The “death-bed” signifies the end of life. “It” refers to the glowing fire of life that will be consumed by time and death. Shakespeare uses this image to show that life slowly fades, and everything we cherish will eventually end. The line emphasizes the natural process of mortality, reminding the reader to value love and time before life expires.
(“Death-bed” বোঝায় জীবনের শেষ। “It” হলো জীবনের জ্বলন্ত আগুন, যা সময় এবং মৃত্যুর দ্বারা নিভে যাবে। শেক্সপিয়র এই চিত্র ব্যবহার করে দেখান যে জীবন ধীরে ধীরে নিভে যায়, এবং আমরা যা মূল্যবান তা শেষ পর্যন্ত শেষ হয়ে যায়। এই লাইন মৃত্যুর প্রাকৃতিক প্রক্রিয়া জোর দেয়, এবং পাঠককে প্রেম এবং সময়কে মূল্য দিতে মনে করায়।)
23. “This thou perceiv’st…”—What does ‘this’ refer to? What does the expression mean? (“This thou perceiv’st…” – ‘this’ কী বোঝায়? এই অভিব্যক্তির অর্থ কী?)
Ans: ‘This’ refers to the poet’s ageing, fading life, and approaching death. The expression means that the beloved can see the poet’s mortality. By noticing these signs, the reader understands that life is short and that love should be cherished deeply. Shakespeare shows that awareness of death strengthens emotional bonds and makes love more sincere and valuable.
(‘This’ বোঝায় কবির বার্ধক্য, ক্ষয়মান জীবন, এবং মৃত্যুর আগমন। এই অভিব্যক্তির অর্থ হলো প্রিয়জন কবির মৃত্যুবোধ দেখতে পারে। এই চিহ্নগুলো লক্ষ্য করে পাঠক বোঝে যে জীবন ক্ষণস্থায়ী, এবং প্রেম গভীরভাবে মূল্যবান হতে হবে। শেক্সপিয়র দেখান যে মৃত্যুর সচেতনতা আবেগীয় সম্পর্ককে শক্তিশালী করে এবং প্রেমকে আরও আন্তরিক ও মূল্যবান করে তোলে।)
24. “To love that well, which thou must leave ere long”—What does this expression signify? (“To love that well, which thou must leave ere long” – এই অভিব্যক্তি কী বোঝায়?)
Ans: This expression signifies that knowing life is temporary and death is near, we should love deeply and sincerely. The poet tells the beloved that awareness of mortality makes love stronger. By realizing that moments and people are finite, one appreciates relationships more. Shakespeare shows that love becomes more meaningful when we understand that it cannot last forever.
(এই অভিব্যক্তি বোঝায় যে জীবন ক্ষণস্থায়ী এবং মৃত্যু কাছাকাছি, আমরা গভীর এবং আন্তরিকভাবে প্রেম করতে হবে। কবি প্রিয়জনকে বলেন যে মৃত্যুর সচেতনতা প্রেমকে আরও শক্তিশালী করে। যখন মানুষ বুঝে যে মুহূর্ত এবং মানুষ সীমিত, তখন সম্পর্কের মূল্য বোঝা যায়। শেক্সপিয়র দেখান যে মৃত্যুর সচেতনতা প্রেমকে আরও অর্থপূর্ণ করে তোলে।)
Short Answer Type Questions Set 9
25. What is the significance of the final couplet in Sonnet 73? (সনেট ৭৩-এর শেষ যুগলের গুরুত্ব কী?)
Ans: The final couplet says: “This thou perceiv’st, which makes thy love more strong…”. It emphasizes that awareness of ageing and mortality strengthens love. By showing the beloved his fading life, Shakespeare suggests that love is more sincere when we know it will not last forever. The couplet gives the poem a conclusion of reflection and emotional depth, reminding readers to value love and time.
(শেষ যুগলটি বলে: “This thou perceiv’st, which makes thy love more strong…”। এটি জোর দেয় যে বার্ধক্য এবং মৃত্যুর সচেতনতা প্রেমকে আরও শক্তিশালী করে। প্রিয়জনকে তার ক্ষয়মান জীবন দেখিয়ে, শেক্সপিয়র বোঝান যে প্রেম আরও আন্তরিক হয় যখন আমরা জানি এটি চিরস্থায়ী নয়। যুগলটি কবিতাটিকে চিন্তাশীল এবং আবেগপূর্ণ সমাপ্তি দেয়, পাঠককে প্রেম এবং সময়কে মূল্য দিতে মনে করায়।)
26. What is the relation between nature and ageing in Sonnet 73? (সনেট ৭৩-এ প্রকৃতি এবং বার্ধক্যের সম্পর্ক কী?)
OR, How does the imagery of seasons in Sonnet 73 reinforce the theme of ageing? (সনেট ৭৩-এ ঋতুর চিত্রকরণ কিভাবে বার্ধক্যের থিমকে জোর দেয়?)
Ans: In Sonnet 73, Shakespeare compares ageing to late autumn, showing decline, falling leaves, and cold. Nature reflects the poet’s life cycle, emphasizing mortality. By using seasonal imagery, Shakespeare shows that just as seasons pass, life also moves toward decline and death. The connection between nature and ageing makes the theme of time, change, and human fragility clearer to the reader.
(সনেট ৭৩-এ শেক্সপিয়র বার্ধক্যকে শরতের শেষ পর্যায়ের সাথে তুলনা করেছেন, যা ক্ষয়, পাতার ঝরা, এবং শীত দেখায়। প্রকৃতি কবির জীবনচক্র প্রতিফলিত করে, যা মৃত্যুর সচেতনতা জোর দেয়। ঋতুর চিত্র ব্যবহার করে, শেক্সপিয়র দেখান যে যেমন ঋতু যায়, জীবনও অবনতির দিকে এগোয় এবং মৃত্যুর দিকে চলে যায়। প্রকৃতি ও বার্ধক্যের সম্পর্ক থিমকে সময়, পরিবর্তন এবং মানুষের নাজুকতা বোঝাতে সাহায্য করে।)
27. Which literary devices are used in Sonnet 73? (সনেট ৭৩-এ কোন সাহিত্যিক কৌশল ব্যবহৃত হয়েছে?)
OR, Identify and explain one instance of alliteration in the sonnet. (সনেটে একটি অ্যালিটারেশনের উদাহরণ চিহ্নিত করে ব্যাখ্যা করুন।)
Ans: Shakespeare uses metaphor, simile, alliteration, and imagery in Sonnet 73. For example, “bare ruined choirs” is alliteration, repeating the ‘b’ and ‘r’ sounds. Metaphors like autumn, twilight, and dying fire represent ageing and mortality. Imagery helps readers see the poet’s fading life. These devices make the poem vivid, emotional, and reflective, enhancing the theme of time, love, and death.
(সনেট ৭৩-এ শেক্সপিয়র রূপক, উপমা, অ্যালিটারেশন এবং চিত্রকল্প ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ, “bare ruined choirs” এ অ্যালিটারেশন আছে, যেখানে ‘b’ এবং ‘r’ ধ্বনিগুলো পুনরায় ব্যবহার হয়েছে। শরৎ, গোধূলি, নিভন্ত আগুন মতো রূপক বার্ধক্য এবং মৃত্যুকে বোঝায়। চিত্রকল্প পাঠককে কবির ক্ষয়মান জীবন দেখায়। এই সাহিত্যিক কৌশলগুলি কবিতাকে চিত্রময়, আবেগময় এবং চিন্তাশীল করে তোলে, যা সময়, প্রেম এবং মৃত্যুর থিমকে জোর দেয়।)
Short Answer Type Questions Set 10
28. How does Shakespeare represent the theme of transience of life in Sonnet 73? শেক্সপিয়র কিভাবে সনেট ৭৩-এ জীবনের অস্থায়ীত্বের থিম প্রকাশ করেছেন?)
Ans: Shakespeare shows life as temporary and fragile in Sonnet 73. Autumn, twilight, and dying fire symbolize ageing, decline, and mortality. The poem emphasizes that youth, beauty, and strength will not last forever. By highlighting the passing of seasons and the fading of fire, Shakespeare reminds readers to value time, cherish love, and understand the inevitability of death, presenting life’s fleeting nature clearly.
(শেক্সপিয়র সনেট ৭৩-এ জীবনকে অস্থায়ী এবং নাজুক হিসেবে দেখিয়েছেন। শরৎ, গোধূলি, এবং নিভন্ত আগুন বার্ধক্য, ক্ষয় এবং মৃত্যু প্রতীকী করে। কবিতা জোর দেয় যে যৌবন, সৌন্দর্য এবং শক্তি চিরকাল স্থায়ী নয়। ঋতুর ক্ষয় এবং আগুনের নিভন্ত চিত্র ব্যবহার করে, শেক্সপিয়র পাঠককে স্মরণ করান যে সময় মূল্যবান, প্রেমকে গভীরভাবে চিহ্নিত করতে হবে এবং মৃত্যুর অনিবার্যতা বোঝা জরুরি, যা জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি স্পষ্ট করে।)
29. How does the use of iambic pentameter contribute to the poem’s tone? (কবিতায় আইয়াম্বিক পেন্টামিটার ব্যবহারের ফলে কবিতার ধ্বনি বা টোন কীভাবে গঠিত হয়েছে?)
Ans: Sonnet 73 is written in iambic pentameter, which creates a smooth, rhythmic flow. This regular rhythm reflects the steady passage of time and the inevitability of ageing and death. The metre gives the poem a calm, reflective, and solemn tone, helping readers focus on life’s fragility and the deep emotions of love and mortality. It strengthens the emotional and meditative effect of the poem.
(সনেট ৭৩ লেখা হয়েছে আইয়াম্বিক পেন্টামিটার-এ, যা একটি সুন্দর এবং ছন্দময় প্রবাহ তৈরি করে। নিয়মিত ছন্দ সময়ের ধারাবাহিকতা এবং বার্ধক্য ও মৃত্যুর অনিবার্যতা প্রকাশ করে। এই মাপ কবিতাকে একটি শান্ত, চিন্তাশীল এবং গম্ভীর ধ্বনি দেয়, যা পাঠককে জীবনের নাজুকতা এবং প্রেম ও মৃত্যুর গভীর অনুভূতিতে মনোনিবেশ করতে সাহায্য করে। এটি কবিতার আবেগপূর্ণ এবং ধ্যানাত্মক প্রভাবকে শক্তিশালী করে।)
30. How does Shakespeare’s Sonnet 73 reflect the Renaissance attitude towards love and death? (শেক্সপিয়রের সনেট ৭৩ কিভাবে প্রেম ও মৃত্যুর প্রতি রেনেসাঁ যুগের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে?)
Ans: Sonnet 73 reflects Renaissance ideas by valuing love while acknowledging mortality. The poet shows that life is short, and ageing is inevitable, but love becomes more intense and meaningful when one is aware of death. Like Renaissance thinkers, Shakespeare emphasizes human emotions, reflection on time, and the beauty of fleeting life, presenting love as a response to life’s transience and the certainty of death.
(সনেট ৭৩ রেনেসাঁ যুগের ধারণা প্রতিফলিত করে, যেখানে প্রেমকে মূল্য দেওয়া হয় এবং মৃত্যুকে স্বীকার করা হয়। কবি দেখান যে জীবন ক্ষণস্থায়ী, এবং বার্ধক্য অনিবার্য, তবে মৃত্যু সচেতনতার সাথে প্রেম আরও শক্তিশালী এবং অর্থপূর্ণ হয়। রেনেসাঁ চিন্তাবিদদের মতো, শেক্সপিয়র মানবীয় অনুভূতি, সময়ের প্রতি চিন্তা এবং ক্ষণস্থায়ী জীবনের সৌন্দর্য জোর দেন, এবং প্রেমকে উপস্থাপন করেন জীবনের অস্থায়ীতা এবং মৃত্যুর অনিবার্যতার প্রতি প্রতিক্রিয়া হিসেবে।)
Short Answer Type Questions Set 11
31. What does the sonnet reveal about Shakespeare’s outlook on mortality? (সনেটটি শেক্সপিয়রের মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গি কী প্রকাশ করে?)
Ans: Sonnet 73 shows that Shakespeare views mortality as natural and inevitable. He accepts ageing, decline, and death as part of life’s cycle. The poem’s imagery of autumn, twilight, and dying fire reflects this reality. Shakespeare believes that awareness of death deepens human emotions and love, making life more meaningful. He sees mortality as a universal truth, not something to fear, but something that gives life purpose.
(সনেট ৭৩ দেখায় যে শেক্সপিয়র মৃত্যুকে স্বাভাবিক এবং অনিবার্য হিসেবে দেখেন। তিনি বার্ধক্য, অবনতি এবং মৃত্যুকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করেন। শরৎ, গোধূলি এবং নিভন্ত আগুন চিত্র এই বাস্তবতা প্রতিফলিত করে। শেক্সপিয়র মনে করেন যে মৃত্যুর সচেতনতা মানবীয় আবেগ এবং প্রেমকে গভীর করে, যা জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে। তিনি মৃত্যুকে একটি সার্বজনীন সত্য হিসেবে দেখেন, যা ভয় করার নয়, বরং জীবনের উদ্দেশ্য বোঝার জন্য গুরুত্বপূর্ণ।)
32. How does the speaker describe his physical appearance? (বক্তা তার শারীরিক চেহারা কিভাবে বর্ণনা করেছেন?)
Ans: The speaker describes himself as aged and weakened, using images like bare branches and fading fire. His body shows decline and loss of youth, reflecting the passage of time. The comparison with autumn and twilight conveys that his physical strength and beauty are diminishing. This honest description emphasizes human vulnerability and highlights the inevitability of ageing, making readers reflect on their own lives.
(বক্তা নিজেকে বৃদ্ধ এবং দুর্বল হিসেবে বর্ণনা করেছেন, নগ্ন ডালপালা এবং নিভন্ত আগুন চিত্র ব্যবহার করে। তার দেহে যৌবনের ক্ষয় এবং অবনতি প্রকাশ পায়, যা সময়ের প্রবাহকে দেখায়। শরৎ এবং গোধূলি এর সাথে তুলনা তার শারীরিক শক্তি এবং সৌন্দর্যের হ্রাস প্রকাশ করে। এই সত্ বর্ণনা মানবীয় দুর্বলতাকে জোর দেয় এবং বার্ধক্যের অনিবার্যতা দেখায়, যা পাঠককে তাদের জীবনের কথা ভাবতে বাধ্য করে।)
33. To what is the speaker’s voice compared in the sonnet? (সনেটে বক্তার কণ্ঠকে কিসের সাথে তুলনা করা হয়েছে?)
Ans: In Sonnet 73, the speaker’s voice is symbolically compared to a dying fire. Just as the fire fades slowly, his voice and life energy are waning. This comparison shows decline, vulnerability, and the approach of death. The metaphor also adds poetic beauty and emotional depth, emphasizing that even as life diminishes, the intensity of love and human feeling can grow stronger.
(সনেট ৭৩-এ বক্তার কণ্ঠকে নিভন্ত আগুনের সাথে প্রতীকীভাবে তুলনা করা হয়েছে। যেমন আগুন ধীরে ধীরে নিভে যায়, তেমন তার কণ্ঠ এবং জীবনের শক্তি ক্ষয়মান। এই তুলনা ক্ষয়, দুর্বলতা এবং মৃত্যুর আগমনের প্রতিফলন। রূপকটি কবিতাকে সৌন্দর্য এবং আবেগপূর্ণ গভীরতা দেয়, যা দেখায় যে জীবনের শক্তি হ্রাস পাচ্ছে সত্ত্বেও, প্রেম এবং মানবীয় অনুভূতির তীব্রতা আরও শক্তিশালী হতে পারে।)
Short Answer Type Questions Set 12
34. What universal message does Sonnet 73 give about love and the passage of time? (সনেট ৭৩ প্রেম এবং সময়ের প্রক্রিয়া সম্পর্কে কী সার্বজনীন বার্তা দেয়?)
Ans: Sonnet 73 teaches that love grows stronger when we realise life is short. Ageing and death make humans value time, relationships, and emotional connections more. Shakespeare suggests that awareness of mortality deepens love, urging readers to cherish those they care for. The poem gives a universal message: time is fleeting, life is fragile, and love becomes more meaningful when we understand life’s impermanence.
(সনেট ৭৩ শেখায় যে যখন আমরা বুঝি জীবন ক্ষণস্থায়ী, প্রেম আরও শক্তিশালী হয়। বার্ধক্য এবং মৃত্যু মানুষকে সময়, সম্পর্ক এবং আবেগপূর্ণ সংযোগকে মূল্য দিতে শেখায়। শেক্সপিয়র প্রস্তাব করেন যে মৃত্যুর সচেতনতা প্রেমকে গভীর করে, পাঠককে তাদের প্রিয়জনকে মূল্য দিতে উদ্বুদ্ধ করে। কবিতাটি একটি সার্বজনীন বার্তা দেয়: সময় ক্ষণস্থায়ী, জীবন নাজুক, এবং জীবন অস্থায়ীতা বোঝার মাধ্যমে প্রেম আরও অর্থপূর্ণ হয়।)
35. Explain the significance of the three metaphors of autumn, twilight, and fire in the sonnet. (সনেটে শরৎ, গোধূলি এবং আগুনের তিনটি রূপকের তাৎপর্য ব্যাখ্যা করুন।)
Ans: Shakespeare uses autumn, twilight, and fire to symbolize ageing, the approach of death, and fading life energy. Autumn represents decline and the end of youth, twilight shows the final stage before darkness, and the fire reflects life burning out while feeding on past experiences. These metaphors create vivid imagery, emphasizing mortality, the passage of time, and how awareness of death intensifies love and human emotion.
(শেক্সপিয়র শরৎ, গোধূলি এবং আগুন ব্যবহার করেছেন যা বার্ধক্য, মৃত্যুর আগমন এবং ক্ষয়মান জীবনের শক্তি প্রতীকী করে। শরৎ যৌবনের অবনতি এবং সমাপ্তি দেখায়, গোধূলি অন্ধকারের আগে শেষ পর্যায় নির্দেশ করে, এবং আগুন জীবনের শেষ হওয়া যাত্রা, যা অতীত অভিজ্ঞতা দ্বারা পুষ্ট হয়। এই রূপকগুলো চিত্রময়তা সৃষ্টি করে, মৃত্যু, সময়ের প্রক্রিয়া এবং মৃত্যুর সচেতনতা প্রেম এবং মানবীয় আবেগকে গভীর করে।)
Long Answer Type Questions: Sonnet 73 (LXXII)
In WBCHSE 4th Semester English long-answer questions carry 6 marks. Students are expected to write their answers clearly and completely. The ideal length for these answers is 100–120 words.
Long Answer Type Questions Set 1
1. Analyse the title of Sonnet 73. (সনেট ৭৩-এর শিরোনাম বিশ্লেষণ করো।) (6)
OR Critically analyse Shakespeare’s Sonnet 73. (শেক্সপিয়রের সনেট ৭৩-এর সমালোচনামূলক বিশ্লেষণ করো) (6)
Ans: Shakespeare wrote 154 sonnets in total. Each sonnet was given a number instead of a special name. That is why this poem is called Sonnet 73. The poet himself did not add any extra title. Sometimes the first line of the poem, “That time of year thou mayst in me behold,” is also used to identify it. The number is important because it helps us know the exact poem in the long series. The simple title also makes us think more about the main idea of the sonnet.
In this sonnet, Shakespeare uses three pictures—autumn, twilight, and a dying fire—to show the stages of aging and the nearness of death. The simple title makes the theme clear and universal. Every person has to face old age and death, and Shakespeare explains this truth in a strong and artistic way. By keeping only the number as the title, the poet shows that these feelings are about all human beings, not only his own. Thus, the title is suitable because it keeps our attention on time, love, and mortality, instead of a fancy heading.
(শেক্সপিয়র মোট ১৫৪টি সনেট লিখেছিলেন। প্রতিটি সনেটকে একটি সংখ্যা দেওয়া হয়েছিল, আলাদা কোনো নাম নয়। তাই এই কবিতার নাম সনেট ৭৩। কবি নিজে কোনো শিরোনাম যোগ করেননি। অনেক সময় কবিতার প্রথম লাইন “That time of year thou mayst in me behold” চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। সংখ্যাটি গুরুত্বপূর্ণ কারণ এটি দীর্ঘ ধারাবাহিক কবিতার মধ্যে সঠিক কবিতাটিকে চিনতে সাহায্য করে। সরল শিরোনাম আমাদেরকে কবিতার মূল ভাবনা নিয়ে ভাবতে সাহায্য করে।
এই সনেটে শেক্সপিয়র তিনটি ছবি ব্যবহার করেছেন—শরৎ, গোধূলি, আর ম্লান আগুন—যা বার্ধক্যের ধাপ এবং মৃত্যুর নিকটতা প্রকাশ করে। সরল শিরোনাম থিমকে পরিষ্কার ও সার্বজনীন করে তোলে। প্রত্যেক মানুষকেই বার্ধক্য ও মৃত্যুর মুখোমুখি হতে হয়, আর শেক্সপিয়র এই সত্যকে শক্তিশালী ও শিল্পময়ভাবে ব্যাখ্যা করেছেন। শুধু সংখ্যা শিরোনাম হিসেবে রেখে কবি বোঝাতে চেয়েছেন যে এই অনুভূতিগুলো কেবল তাঁর নিজের নয়, বরং সমস্ত মানুষের। তাই শিরোনামটি যথাযথ, কারণ এটি আমাদের মনোযোগকে সময়, প্রেম, আর মৃত্যুর মূল ভাবনার দিকে নিয়ে যায়, বাহুল্য সাজসজ্জার দিকে নয়।)
2. Give the substance of the poem. (কবিতার সারাংশ লেখো।) (6)
Ans: In Sonnet 73, Shakespeare reflects on the idea of aging, death, and the value of love. The poet compares his own old age to three strong pictures from nature. First, he is like autumn, when the trees have only a few yellow leaves left and the cold wind shakes the bare branches. This shows the decline of youth. Second, he is like the twilight, when the sun has set in the west and night slowly covers the world. Here, night is compared to death, which ends all activity. Third, he is like a dying fire, which lies on the ashes of youth and is about to burn out. These images clearly show the passing of time and the nearness of death. But the sonnet ends with hope: the awareness of death makes love more deep and strong, because people learn to cherish what they know will not last forever.
(সনেট ৭৩-এ শেক্সপিয়র বলেছেন বার্ধক্য, মৃত্যু এবং ভালোবাসার মূল্য নিয়ে। কবি নিজের বার্ধক্যকে প্রকৃতির তিনটি শক্তিশালী ছবির সাথে তুলনা করেছেন। প্রথমত, তিনি শরৎ ঋতুর মতো, যখন গাছে অল্প কিছু হলুদ পাতা থাকে এবং ঠান্ডা হাওয়া খালি ডালপালাকে কাঁপায়। এটি যৌবনের পতন বোঝায়। দ্বিতীয়ত, তিনি গোধূলির মতো, যখন সূর্য পশ্চিমে অস্ত যায় এবং রাত ধীরে ধীরে পৃথিবী ঢেকে ফেলে। এখানে রাতকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে, যা সব কাজের ইতি টানে। তৃতীয়ত, তিনি ম্লান আগুনের মতো, যা যৌবনের ছাইয়ের উপর জ্বলছে এবং প্রায় নিভে যাচ্ছে। এই ছবিগুলো সময়ের গতি এবং মৃত্যুর নিকটতা স্পষ্ট করে। তবে সনেটটি আশার কথায় শেষ হয়: মৃত্যুর সচেতনতা প্রেমকে আরও গভীর এবং দৃঢ় করে তোলে, কারণ মানুষ তখন শিখে যায় যেটি চিরদিন থাকবে না, সেটিকে মূল্য দিতে।)
Long Answer Type Questions Set 2
3. Write a short note on the central idea. (কবিতার মূল ভাব নিয়ে একটি সংক্ষিপ্ত নোট লেখো।) (6)
Ans: The central idea of Sonnet 73 is the truth that life is short, death is near, and love becomes stronger when we realize this truth. Shakespeare presents his old age through three memorable images. First, he compares himself to autumn, when trees lose their leaves and nature waits for winter. Second, he is like the evening twilight, fading into night, which stands for death. Third, he is like a dying fire, weak and burning on the ashes of youth. These images show that human life passes through stages and finally ends in death. But Shakespeare does not stop with sadness. He adds a positive lesson: the knowledge of death gives us the strength to love more deeply. When we know that time is running out, we learn to value life and relationships more. Thus, the sonnet teaches us to accept mortality and to cherish love as long as life lasts.
(সনেট ৭৩-এর মূল ভাব হলো এই সত্য যে জীবন ক্ষণস্থায়ী, মৃত্যু নিকটবর্তী, আর এই সত্যকে উপলব্ধি করলে ভালোবাসা আরও দৃঢ় হয়। শেক্সপিয়র তাঁর বার্ধক্যকে তিনটি স্মরণীয় ছবির মাধ্যমে প্রকাশ করেছেন। প্রথমত, তিনি নিজেকে শরৎ ঋতুর সাথে তুলনা করেছেন, যখন গাছের পাতা ঝরে যায় এবং প্রকৃতি শীতের অপেক্ষায় থাকে। দ্বিতীয়ত, তিনি গোধূলির মতো, যা রাতের দিকে মিলিয়ে যায়, আর রাত এখানে মৃত্যুর প্রতীক। তৃতীয়ত, তিনি ম্লান আগুনের মতো, যা দুর্বল হয়ে যৌবনের ছাইয়ের উপর জ্বলছে। এই ছবিগুলো দেখায় যে মানুষের জীবন ধাপে ধাপে এগোয় এবং শেষে মৃত্যুর মধ্যে শেষ হয়। তবে শেক্সপিয়র দুঃখে থেমে যাননি। তিনি একটি ইতিবাচক শিক্ষা দিয়েছেন: মৃত্যুর জ্ঞান আমাদেরকে আরও গভীরভাবে ভালোবাসতে শেখায়। যখন আমরা বুঝি সময় ফুরিয়ে আসছে, তখন আমরা জীবন ও সম্পর্ককে আরও বেশি মূল্য দিই। তাই এই সনেট আমাদের শেখায় মৃত্যুকে মেনে নিতে এবং যতদিন জীবন আছে ততদিন প্রেমকে মূল্য দিতে।)
4. Explain how Shakespeare explores the themes of ageing, mortality, and the ravages of time. (শেক্সপিয়র কীভাবে বার্ধক্য, মৃত্যু, এবং সময়ের ক্ষয়িষ্ণু প্রভাবের থিমগুলি প্রকাশ করেছেন তা ব্যাখ্যা করো।) (6)
Ans: In Sonnet 73, Shakespeare deeply explores the themes of ageing, mortality, and the passing of time. He uses three strong images from nature to show the decline of life. First, he compares himself to autumn, when only a few yellow leaves remain on the trees. This shows the nearing end of youth. Second, he compares himself to the twilight, the fading light of the evening, which is soon swallowed by darkness. Here, night represents death, which ends all activity. Third, he sees himself as a dying fire, weakly burning on the ashes of its own fuel. This picture reflects how life consumes itself until death. Through these images, Shakespeare shows that human life is fragile and short. But he also adds hope: the awareness of time’s ravages makes love stronger. Knowing that life will end soon, people learn to value relationships and love more deeply.
(সনেট ৭৩-এ শেক্সপিয়র বার্ধক্য, মৃত্যু এবং সময়ের ক্ষয়িষ্ণু প্রভাব গভীরভাবে প্রকাশ করেছেন। তিনি জীবনের পতন বোঝাতে প্রকৃতির তিনটি শক্তিশালী ছবি ব্যবহার করেছেন। প্রথমে তিনি নিজেকে শরৎ ঋতুর সাথে তুলনা করেছেন, যখন গাছে কয়েকটি হলুদ পাতা থাকে। এটি যৌবনের শেষকে বোঝায়। দ্বিতীয়ত, তিনি নিজেকে গোধূলির সাথে তুলনা করেছেন, সন্ধ্যার ম্লান আলো, যা দ্রুত অন্ধকারে মিলিয়ে যায়। এখানে রাত মৃত্যুর প্রতীক, যা সব কার্যকলাপের ইতি ঘটায়। তৃতীয়ত, তিনি নিজেকে ম্লান আগুনের সাথে তুলনা করেছেন, যা নিজের জ্বালানির ছাইয়ের উপর দুর্বলভাবে জ্বলছে। এই ছবি দেখায় যে জীবন নিজেকেই গ্রাস করে শেষ হয়ে যায়। এই ছবিগুলির মাধ্যমে শেক্সপিয়র দেখিয়েছেন যে মানুষের জীবন নাজুক এবং স্বল্পস্থায়ী। তবে তিনি আশা যোগ করেছেন: সময়ের ক্ষয়ের সচেতনতা প্রেমকে আরও শক্তিশালী করে তোলে। জীবন একদিন শেষ হবে জেনে মানুষ সম্পর্ক ও ভালোবাসাকে বেশি মূল্য দিতে শেখে।)
Long Answer Type Questions Set 3
5. Discuss the various images drawn by Shakespeare in Sonnet 73. (শেক্সপিয়র সনেট ৭৩-এ যে বিভিন্ন চিত্র আঁকেছেন তা আলোচনা করো।)(6)
OR Discuss how Shakespeare’s use of images increases the poetic beauty. (শেক্সপিয়রের চিত্র ব্যবহারের মাধ্যমে কবিতার সৌন্দর্য কীভাবে বৃদ্ধি পায় তা আলোচনা করো।) (6)
Ans: In Sonnet 73, Shakespeare uses three powerful images to show the idea of aging and the closeness of death. First, he compares himself to autumn, when leaves are few, trees are bare, and birds no longer sing. This picture shows the fading of youth and the coming of old age. Second, he compares life to twilight, when the sun has already set and only dim light remains before the night comes. Here, night stands for death, which must surely follow. Third, he uses the image of a dying fire, where only weak ashes are left, and the fire slowly burns out. This represents life’s final stage, when energy and strength are gone. These three images are very natural and easy to understand, and they make the poem rich and beautiful. Through them, Shakespeare expresses the truth that time, age, and death cannot be avoided, but true love grows stronger when faced with mortality.
(শেক্সপিয়র সনেট ৭৩ -এ বার্ধক্য ও মৃত্যুর নিকটতা বোঝাতে তিনটি শক্তিশালী চিত্র ব্যবহার করেছেন। প্রথমে তিনি নিজেকে শরৎ ঋতুর সঙ্গে তুলনা করেছেন, যখন গাছে পাতাহীন, ডালে পাখি নেই। এটি যৌবনের অবসান ও বার্ধক্যের আগমন বোঝায়। দ্বিতীয়ত, তিনি জীবনকে গোধূলি বেলার সঙ্গে তুলনা করেছেন, যখন সূর্য অস্ত গেছে এবং অল্প আলো বাকি, এর পরেই রাত আসে। এখানে রাত মানে মৃত্যু। তৃতীয়ত, তিনি একটি নিভতে থাকা আগুন-এর চিত্র দেন, যেখানে শুধু ছাই রয়ে গেছে এবং আগুন ধীরে ধীরে নিভে যাচ্ছে। এটি জীবনের শেষ পর্বকে বোঝায়। এই তিনটি সহজ অথচ সুন্দর ছবি কবিতাটিকে গভীর ও কাব্যময় করেছে। এর মাধ্যমে শেক্সপিয়র দেখিয়েছেন যে সময়, বার্ধক্য ও মৃত্যু অনিবার্য, কিন্তু মৃত্যুর মুখোমুখি হলে প্রকৃত প্রেম আরও দৃঢ় হয়।)
6. Would you call Sonnet 73 a poem on self-pity? Justify your answer. (6) (তুমি কি ‘Sonnet 73’-কে আত্মদুঃখ প্রকাশের কবিতা বলবে? তোমার উত্তর সঠিক প্রমাণ করো।)
Ans: Sonnet 73 cannot be called a poem of self-pity. Shakespeare does not cry over his ageing but accepts it with calm reflection. The poet compares himself to autumn, twilight, and a dying fire to show that he is in the final stage of life. These metaphors are not meant to invite sympathy but to make the beloved realise the truth of human mortality. The tone of the sonnet is not of despair but of wisdom. Instead of complaining about his old age, the poet teaches that love becomes stronger when faced with the idea of death. By reminding his beloved that time is short, he shows the value of love and life. Thus, Sonnet 73 is not a personal lament, but a universal meditation on the passage of time, the certainty of death, and the power of love to endure.
(‘Sonnet 73’-কে আত্মদুঃখ প্রকাশের কবিতা বলা যায় না। শেক্সপিয়র তাঁর বার্ধক্য নিয়ে কাঁদেননি, বরং শান্তভাবে তা গ্রহণ করেছেন। কবি নিজেকে শরৎ, গোধূলি আর নিভে আসা আগুনের সঙ্গে তুলনা করেছেন, যা মানুষের জীবনের শেষ পর্যায় বোঝায়। এই তুলনাগুলি সহানুভূতি জাগানোর জন্য নয়, বরং প্রিয়জনকে মানবজীবনের মৃত্যুবোধের সত্য উপলব্ধি করানোর জন্য। কবিতার স্বর হতাশার নয়, জ্ঞানের। বার্ধক্য নিয়ে অভিযোগ না করে কবি শেখান যে মৃত্যুর মুখোমুখি হলে ভালোবাসা আরও দৃঢ় হয়। তিনি প্রিয়জনকে স্মরণ করিয়ে দেন যে সময় অল্প, তাই ভালোবাসা ও জীবনের মূল্য বুঝতে হবে। এইভাবে, ‘Sonnet 73’ আত্মবিলাপ নয়, বরং সময়ের গতি, মৃত্যুর নিশ্চয়তা এবং ভালোবাসার স্থায়িত্ব নিয়ে এক সার্বজনীন ধ্যান।)
Long Answer Type Questions Set 4
7. How does Shakespeare bring out the conflict between youth and old age? শেক্সপিয়র কীভাবে যৌবন এবং বার্ধক্যের মধ্যে বিরোধ প্রকাশ করেছেন?) (6)
OR How does Sonnet 73 portray the contrast between youth and old age? (সনেট ৭৩ কীভাবে যৌবন এবং বার্ধক্যের মধ্যে পার্থক্য প্রদর্শন করে?) (6)
Ans: In Sonnet 73, Shakespeare shows the contrast between youth and old age very clearly. He compares his own old age to autumn, when most leaves have fallen and only a few remain. This shows the fading of life and the loss of youth. Then he uses the image of twilight, when the light of the day slowly disappears and night approaches. Here, night represents death, showing that old age is close to the end of life. Finally, he uses the image of a dying fire, burning weakly on the ashes of youth. All these images highlight the difference between the energy and brightness of youth and the weakness and decay of old age. By showing this contrast, Shakespeare also suggests that understanding the shortness of life makes people value love and relationships more deeply.
(সনেট ৭৩-এ শেক্সপিয়র যৌবন এবং বার্ধক্যের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে দেখিয়েছেন। তিনি নিজের বার্ধক্যকে শরৎ ঋতুর সঙ্গে তুলনা করেছেন, যখন বেশিরভাগ পাতা ঝরে গেছে এবং কিছুই অবশিষ্ট। এটি জীবনের ক্ষয় ও যৌবনের হার বোঝায়। তারপর তিনি গোধূলির চিত্র ব্যবহার করেছেন, যখন দিনের আলো ধীরে ধীরে মিলিয়ে যায় এবং রাত আসে। এখানে রাত মৃত্যুর প্রতীক, যা দেখায় যে বার্ধক্য জীবনের শেষের কাছাকাছি। শেষমেশ, তিনি ম্লান আগুনের চিত্র ব্যবহার করেছেন, যা যৌবনের ছাইয়ের উপর দুর্বলভাবে জ্বলে। এই সব ছবি যৌবনের শক্তি ও উজ্জ্বলতা এবং বার্ধক্যের দুর্বলতা ও ক্ষয়কে তুলনা করে। এই পার্থক্য দেখিয়ে শেক্সপিয়র বোঝাতে চেয়েছেন যে জীবনের স্বল্পতা বুঝলে মানুষ ভালোবাসা ও সম্পর্ককে আরও মূল্য দিতে শিখে।)
8. What is the speaker’s attitude to love and death in Sonnet 73? (সনেট ৭৩-এ কবির প্রেম ও মৃত্যুর প্রতি মনোভাব কী?) (6)
Ans: In Sonnet 73, the speaker reflects on aging, death, and the value of love. He shows that death is inevitable and life is short through three images: autumn, twilight, and a dying fire. Autumn represents the later stage of life when most leaves are gone. Twilight shows the fading of the day, symbolising the approach of death. The dying fire is the final stage, burning weakly on the ashes of youth. Despite the sadness of these images, the speaker’s attitude toward love is positive. He believes that awareness of life’s shortness makes love stronger and more meaningful. Knowing that time and life are limited, he urges us to value and cherish love while it lasts. In short, the poem shows that death cannot be avoided, but it intensifies human love and deepens the connection between people.
(সনেট ৭৩-এ কবি বার্ধক্য, মৃত্যু এবং প্রেমের মূল্য নিয়ে ভাবছেন। তিনি তিনটি চিত্র ব্যবহার করেছেন—শরৎ, গোধূলি, এবং ম্লান আগুন—যা দেখায় মৃত্যু অনিবার্য এবং জীবন স্বল্পস্থায়ী। শরৎ জীবনের শেষ পর্যায় বোঝায়, যখন বেশির ভাগ পাতা ঝরে যায়। গোধূলি দিনের ম্লান আলো দেখায়, যা মৃত্যুর আগমনকে নির্দেশ করে। ম্লান আগুন যৌবনের ছাইয়ের উপর দুর্বলভাবে জ্বলছে, যা জীবনের শেষ পর্যায় বোঝায়। এই দুঃখজনক চিত্রগুলোর মধ্যে, কবির প্রেমের প্রতি মনোভাব ইতিবাচক। তিনি মনে করেন জীবনের সংক্ষিপ্ততা ভালোবাসাকে আরও শক্তিশালী ও অর্থবহ করে। সময় ও জীবন সীমিত বোঝার ফলে মানুষ প্রেমকে মূল্য দিতে এবং যত্ন করতে শিখে। সংক্ষেপে, কবিতাটি দেখায় যে মৃত্যু এড়ানো যায় না, তবে এটি মানবিক প্রেমকে তীব্র এবং গভীর করে।)
Long Answer Type Questions Set 5
9. What message does Shakespeare convey about appreciating life’s fleeting moments? (জীবনের অল্পস্থায়ী মুহূর্তগুলিকে মূল্য দেওয়ার বিষয়ে শেক্সপিয়র কী বার্তা দেন?) (6)
Ans: In Sonnet 73, Shakespeare conveys the message that life is short and time passes quickly, so we must appreciate every moment. He shows this through three images: autumn, twilight, and a dying fire. Autumn represents the later stage of life, when most leaves have fallen. Twilight shows the fading of daylight, symbolizing the approach of night or death. The dying fire represents the final stage of life, when energy and strength are almost gone. These images remind us that nothing lasts forever. Because life is limited, we should value and cherish the people and moments around us. The awareness of mortality makes love and relationships more meaningful. Shakespeare’s poem teaches that by understanding the shortness of life, we live fully, love deeply, and appreciate every precious moment before it is gone.
(সনেট ৭৩-এ শেক্সপিয়র দেখিয়েছেন যে জীবন ক্ষণস্থায়ী এবং সময় দ্রুত চলে যায়, তাই আমাদের প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে হবে। তিনি এটি তিনটি চিত্রের মাধ্যমে দেখিয়েছেন—শরৎ, গোধূলি, এবং ম্লান আগুন। শরৎ জীবনের শেষ পর্যায় বোঝায়, যখন বেশির ভাগ পাতা ঝরে গেছে। গোধূলি দিনের ম্লান আলো দেখায়, যা রাত বা মৃত্যুর আগমনকে নির্দেশ করে। ম্লান আগুন জীবনের শেষ পর্যায় বোঝায়, যখন শক্তি এবং উদ্দীপনা প্রায় শেষ হয়ে গেছে। এই চিত্রগুলি মনে করিয়ে দেয় যে কিছুই স্থায়ী নয়। জীবন সীমিত, তাই আমাদের চারপাশের মানুষ ও মুহূর্তগুলিকে মূল্য দিতে হবে এবং যত্ন করতে হবে। মৃত্যুর সচেতনতা প্রেম এবং সম্পর্ককে আরও অর্থবহ করে। শেক্সপিয়রের কবিতা শেখায় যে জীবনের স্বল্পতা বোঝার মাধ্যমে আমরা পূর্ণভাবে বাঁচি, গভীরভাবে ভালোবাসি এবং প্রতিটি মূল্যবান মুহূর্তকে উপভোগ করি।)
10. What insights does the sonnet offer into human relationships and the passage of time? (এই সনেটটি মানব সম্পর্ক এবং সময়ের প্রবাহ সম্পর্কে কী অন্তর্দৃষ্টি দেয়?) (6)
Ans: Sonnet 73 shows that time passes quickly and life is short, and this affects human relationships. Shakespeare uses images of autumn, twilight, and a dying fire to show the stages of life and the approach of death. These images remind us that everything is temporary. The poet suggests that when people understand that life and youth are fleeting, they value their relationships and love more deeply. The awareness of mortality encourages us to cherish the people we care about, because time cannot be stopped. The sonnet teaches that human connections become stronger when we recognize life’s brevity. The poem links love, aging, and time, showing that knowing the passing of time makes our emotional bonds more meaningful and precious.
(সনেট ৭৩ দেখায় যে সময় দ্রুত চলে এবং জীবন স্বল্পস্থায়ী, যা মানব সম্পর্ককে প্রভাবিত করে। শেক্সপিয়র শরৎ, গোধূলি, এবং ম্লান আগুন চিত্র ব্যবহার করেছেন জীবনের ধাপ এবং মৃত্যুর আগমন বোঝাতে। এই চিত্রগুলি মনে করিয়ে দেয় যে সবকিছু অস্থায়ী। কবি বোঝান যে যখন মানুষ বুঝতে পারে জীবন এবং যৌবন ক্ষণস্থায়ী, তখন তারা তাদের সম্পর্ক এবং প্রেমকে আরও মূল্য দিতে শিখে। মৃত্যুর সচেতনতা আমাদের শেখায় যে আমরা যত্ন করা মানুষদেরকে মূল্য দিতে এবং যত্ন নিতে শিখি, কারণ সময় থামানো যায় না। সনেটটি দেখায় যে যখন আমরা জীবনের ক্ষণস্থায়ীতার বিষয়টি বুঝি, মানবিক সম্পর্ক আরও শক্তিশালী হয়। কবিতাটি ভালোবাসা, বার্ধক্য এবং সময়কে সংযুক্ত করে, যা দেখায় যে সময়ের সীমা বোঝা আমাদের আবেগকে আরও মূল্যবান করে।)
Long Answer Type Questions Set 6
11. Explain how the sonnet form helps expand the theme in Sonnet 73. (6) (কিভাবে সনেট আকারটি সনেট ৭৩-এর থিমকে প্রসারিত করে?)
Ans: Sonnet 73 is a Shakespearean sonnet, which has 14 lines divided into three quatrains and a final couplet. This structure helps the poet develop the theme step by step. In the first quatrain, he compares old age to autumn, showing the fading of youth. In the second, he uses twilight to suggest the approach of death. In the third, the dying fire represents the last stage of life. The final couplet summarizes the idea: awareness of mortality makes love stronger and deeper. The strict rhyme scheme and rhythm make the poem memorable and musical, helping the message stay with the reader. By using the sonnet form, Shakespeare can carefully link the images, time, and love, building up emotion and thought. The form also allows the poem to be compact yet powerful, conveying deep reflections on aging, time, and human love.
(সনেট ৭৩ একটি শেক্সপিয়রীয় সনেট, যার ১৪টি লাইন, তিনটি চতুর্ভুজ এবং শেষের দুটি লাইনে বিভক্ত। এই গঠন কবিকে ধাপে ধাপে থিমটি প্রসারিত করতে সাহায্য করে। প্রথম চতুর্ভুজে, তিনি বার্ধক্যকে শরৎ সঙ্গে তুলনা করেছেন, যা যৌবনের ক্ষয় দেখায়। দ্বিতীয় চতুর্ভুজে, তিনি গোধূলি ব্যবহার করে মৃত্যুর আগমন বোঝান। তৃতীয় চতুর্ভুজে, ম্লান আগুন জীবনের শেষ ধাপ দেখায়। শেষের দুটি লাইন মূল ভাবকে সংক্ষেপে প্রকাশ করে: মৃত্যুর সচেতনতা প্রেমকে আরও শক্তিশালী ও গভীর করে। নিয়মিত ছন্দ ও তালের কারণে কবিতা স্মরণযোগ্য ও সুরময় হয়ে ওঠে। সনেট আকার ব্যবহার করে শেক্সপিয়র চিত্র, সময় এবং প্রেমকে সংযুক্ত করতে পারেন, আবেগ ও চিন্তা গঠন করে। এই আকার কবিতাটিকে সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী করে, যা বার্ধক্য, সময় ও মানব প্রেমের গভীর ধারণা দেয়।)
12. Discuss the type of love portrayed. For whom is this love shown? (6) (কবিতায় যে ধরনের প্রেম প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। এই প্রেম কার জন্য দেখানো হয়েছে?)
Ans: In Sonnet 73, the love portrayed is mature, deep, and aware of mortality. The speaker shows that understanding the passage of time and the nearness of death makes love more intense and meaningful. This is not the careless love of youth but a thoughtful, reflective love that values the limited time left. The love is shown for the beloved, who listens to the poet and appreciates his aging. By showing his own weaknesses and the approach of death, the poet encourages the beloved to love him more sincerely and deeply. The sonnet suggests that true love grows stronger when faced with the reality of loss. The love is tender, patient, and appreciative, strengthened by the awareness of life’s fleeting nature. Shakespeare presents love as a bond that is heightened, not weakened, by time and mortality.
(সনেট ৭৩-এ প্রকাশিত প্রেম পরিপক্ব, গভীর এবং মৃত্যুর সচেতন। কবি দেখান যে সময়ের গতি এবং মৃত্যুর নিকটতা বোঝার ফলে প্রেম আরও তীব্র ও অর্থবহ হয়। এটি যৌবনের অবাধ প্রেম নয়, বরং চিন্তাশীল, সংবেদনশীল প্রেম যা অবশিষ্ট সময়কে মূল্য দেয়। প্রেমটি প্রিয়জনের জন্য, যিনি কবিকে শোনেন এবং তার বার্ধক্যকে বোঝেন। নিজের দুর্বলতা ও মৃত্যুর আগমন দেখিয়ে কবি প্রিয়জনকে উৎসাহিত করেন যেন তিনি আরও আন্তরিকভাবে এবং গভীরভাবে প্রেম করেন। সনেটটি দেখায় যে সত্যিকারের প্রেম ক্ষতির বাস্তবতার মুখোমুখি হলে আরও শক্তিশালী হয়। প্রেমটি কোমল, ধৈর্যশীল এবং কৃতজ্ঞ, যা জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতির সচেতনতা দ্বারা দৃঢ় হয়। শেক্সপিয়র দেখান প্রেম হলো একটি সম্পর্ক যা সময় ও মৃত্যুর মধ্যেও আরও গভীর হয়ে যায়।)
Long Answer Type Questions Set 7
13. What is the role of the listener as portrayed in the poem? (কবিতায় শ্রোতার ভূমিকা কী?) (6)
OR, What does the poet hope his beloved will learn from his ageing? (কবি কী আশা করেন তার প্রিয়জন তার বার্ধক্য থেকে শিখবে?) (6)
Ans: In Sonnet 73, the listener, or the beloved, plays an important role. The poet shares his feelings about aging, mortality, and the fleeting nature of life, hoping the beloved will understand the value of love. By describing himself as autumn, twilight, and a dying fire, he shows the approach of old age and death. The beloved listens and learns that time is short, so love should be cherished and strengthened. The speaker hopes that the beloved’s love will grow more intense and sincere after seeing the poet’s vulnerability and awareness of mortality. The listener is not passive; he or she is part of the emotional bond, and their understanding and response make the love complete. Shakespeare shows that human love is enhanced when both partners recognize life’s brevity and value each other deeply.
(সনেট ৭৩-এ শ্রোতা বা প্রিয়জনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কবি তার বার্ধক্য, মৃত্যু এবং জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি নিয়ে অনুভূতি ভাগ করেন, আশা করেন প্রিয়জন ভালোবাসার মূল্য বোঝবে। নিজেকে শরৎ, গোধূলি, এবং ম্লান আগুন হিসেবে দেখিয়ে তিনি বার্ধক্য ও মৃত্যুর আগমন প্রকাশ করেন। প্রিয়জন শোনেন এবং বুঝতে পারেন যে সময় সীমিত, তাই প্রেমকে মূল্য দিতে এবং দৃঢ় করতে হবে। কবি আশা করেন যে প্রিয়জনের প্রেম তার দুর্বলতা এবং মৃত্যুর সচেতনতা দেখার পর আরও তীব্র এবং আন্তরিক হবে। শ্রোতা সক্রিয় না হলেও আবেগের অংশ, এবং তাদের বোঝাপড়া এবং প্রতিক্রিয়া প্রেমকে পূর্ণ করে। শেক্সপিয়র দেখান যে মানব প্রেম তবে শক্তিশালী হয় যখন দুই পক্ষই জীবনের স্বল্পতা বোঝে এবং একে অপরকে গভীরভাবে মূল্যায়ন করে।)
14. How does the poet uphold his beloved friend’s love in the poem? (কবি কীভাবে তার প্রিয় বন্ধুর প্রেমকে সম্মান ও মূল্য দেন?) (6)
Ans: In Sonnet 73, the poet strengthens his beloved friend’s love by showing honesty and vulnerability. He openly discusses his aging, weakness, and the approach of death through images of autumn, twilight, and a dying fire. By revealing his limitations and the passage of time, he inspires the beloved to love more sincerely and deeply. The poet does not hide the reality of life’s brevity; instead, he uses it to make love more meaningful. The beloved understands that their time together is limited, which makes every moment precious. Shakespeare shows that true love appreciates honesty, vulnerability, and human frailty, and grows stronger when people recognize life’s impermanence. In this way, the poet upholds and deepens the beloved friend’s love, making it enduring and emotionally rich.
(সনেট ৭৩-এ কবি তার প্রিয় বন্ধুর প্রেমকে সততা এবং দুর্বলতা দেখিয়ে শক্তিশালী করেন। তিনি খোলাখুলি তার বার্ধক্য, দুর্বলতা, এবং মৃত্যুর আগমন বর্ণনা করেছেন শরৎ, গোধূলি, এবং ম্লান আগুন চিত্র ব্যবহার করে। নিজের সীমাবদ্ধতা এবং সময়ের ক্ষয় দেখিয়ে তিনি প্রিয়জনকে আরও আন্তরিকভাবে এবং গভীরভাবে প্রেম করতে অনুপ্রাণিত করেন। কবি জীবনের স্বল্পতা লুকাননি; বরং এটি প্রেমকে অর্থবহ করে তোলে। প্রিয়জন বুঝতে পারেন যে তাদের সময় সীমিত, যা প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলে। শেক্সপিয়র দেখান যে সত্যিকারের প্রেম সততা, দুর্বলতা এবং মানবিক দুর্বলতাকে মূল্যায়ন করে, এবং যখন মানুষ জীবনের অস্থায়ীতা বোঝে, তখন প্রেম আরও দৃঢ় হয়। এইভাবে কবি প্রিয় বন্ধুর প্রেমকে সম্মানিত এবং গভীর করেন, যা স্থায়ী ও আবেগপূর্ণ হয়।)
Long Answer Type Questions Set 8
15. How does the poet present the conflict between love and time? (6) (কবি প্রেম ও সময়ের মধ্যে সংঘাত কীভাবে উপস্থাপন করেছেন?)
Ans: In Sonnet 73, Shakespeare presents the conflict between love and time by showing that life is short and time is always moving forward, but love can grow stronger in response. The poet uses autumn, twilight, and a dying fire to show that youth and energy fade and death is near. Time threatens to end life and separate lovers, creating a natural tension. However, the poet suggests that awareness of time’s limits makes love more intense and meaningful. Knowing that moments are fleeting, people cherish relationships more deeply. The sonnet emphasizes that while time cannot be stopped, love can endure and even deepen when lovers realize life’s brevity. Shakespeare shows that love and time are in conflict, but instead of weakening love, the passage of time actually strengthens emotional bonds, making love richer and more valuable.
(সনেট ৭৩-এ শেক্সপিয়র দেখিয়েছেন যে প্রেম ও সময়ের মধ্যে সংঘাত রয়েছে। জীবন স্বল্পস্থায়ী এবং সময় ক্রমাগত এগিয়ে চলে, তবে প্রেম এটি মোকাবেলা করে আরও দৃঢ় হতে পারে। কবি ব্যবহার করেছেন শরৎ, গোধূলি, এবং ম্লান আগুন চিত্র, যা দেখায় যৌবন ও শক্তি কমে যায় এবং মৃত্যু নিকটবর্তী। সময় জীবন শেষ করতে এবং প্রেমিকদের আলাদা করতে পারে, যা একটি প্রাকৃতিক টান সৃষ্টি করে। তবে কবি দেখান যে সময়ের সীমাবদ্ধতা বোঝা প্রেমকে আরও তীব্র এবং অর্থবহ করে। মুহূর্ত ক্ষণস্থায়ী হওয়ায় মানুষ সম্পর্ককে আরও গভীরভাবে মূল্যায়ন করে। সনেটটি দেখায় যে সময় থামানো যায় না, কিন্তু প্রেম স্থায়ী এবং আরও গভীর হতে পারে। শেক্সপিয়র দেখান যে প্রেম ও সময়ের মধ্যে সংঘাত থাকলেও, সময় প্রেমকে দুর্বল করে না; বরং এটি আবেগকে আরও সমৃদ্ধ ও মূল্যবান করে।)
16. Give the central idea of Shakespeare’s poem “That Time of Year Thou Mayst in Me Behold.” (6) (শেক্সপিয়রের কবিতা “That Time of Year Thou Mayst in Me Behold” এর মূল ভাব কী?)
Ans: The central idea of Sonnet 73 is that life is short, old age and death are certain, but awareness of mortality deepens love. Shakespeare shows himself as autumn, twilight, and a dying fire, which are symbols of the later stages of life. These images represent fading youth, the approach of death, and the final stage of life. The poet emphasizes that understanding time’s passage makes people value love and relationships more deeply. Knowing that life is limited, humans are encouraged to love more sincerely, cherish each moment, and appreciate those around them. The poem teaches a universal truth: everyone ages and dies, so love becomes more precious when we recognize life’s brevity. Shakespeare combines the themes of time, mortality, and love into a small but powerful poem. The sonnet reminds us to treasure human bonds while life lasts.
(সনেট ৭৩-এর মূল ভাব হলো জীবন স্বল্পস্থায়ী, বার্ধক্য এবং মৃত্যু নিশ্চিত, তবে মৃত্যুর সচেতনতা প্রেমকে আরও গভীর করে। শেক্সপিয়র নিজেকে শরৎ, গোধূলি, এবং ম্লান আগুন হিসেবে দেখান, যা জীবনের শেষ পর্যায়ের প্রতীক। এই চিত্রগুলি যৌবনের ক্ষয়, মৃত্যুর আগমন এবং জীবনের শেষ পর্যায়কে প্রকাশ করে। কবি জোর দিয়ে বলেন যে সময়ের গতিকে বোঝার ফলে মানুষ ভালোবাসা এবং সম্পর্ককে আরও মূল্য দেয়। জীবন সীমিত হওয়ায় মানুষকে উৎসাহিত করা হয় আরও আন্তরিকভাবে ভালোবাসতে, প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে এবং চারপাশের মানুষকে মূল্য দিতে। কবিতাটি একটি সার্বজনীন সত্য শেখায়: সবাই বার্ধক্য ও মৃত্যু উপভোগ করে, তাই প্রেম আরও মূল্যবান হয় যখন আমরা জীবনের স্বল্পতা বুঝি। শেক্সপিয়র সময়, মৃত্যু এবং প্রেমকে সংক্ষেপে শক্তিশালীভাবে প্রকাশ করেছেন। সনেটটি মনে করিয়ে দেয় যে জীবন আছে এমন সময় মানবিক সম্পর্ককে মূল্য দিতে হবে।)
Long Answer Type Questions Set 9
17. Analyse the speaker’s emotional state and tone in the poem. (6) (কবির আবেগগত অবস্থা এবং কবিতার স্বর বিশ্লেষণ করো।)
OR, How does the speaker transcend death in the poem? (6) (কবি কীভাবে মৃত্যুকে অতিক্রম করেন?)
Ans: In Sonnet 73, the speaker’s emotional state is thoughtful, reflective, and slightly melancholic. He reflects on aging, the passage of time, and mortality. The tone is serious and tender, as he meditates on the end of life and the fading of youth. He uses images of autumn, twilight, and a dying fire to show the stages of aging and the approach of death. Despite the sadness, the speaker transcends death by showing that love grows stronger when life is short. The awareness of mortality encourages both the speaker and the beloved to value and deepen their love. In this way, Shakespeare shows that even though death is inevitable, human emotions, love, and connections can rise above it and leave a lasting impression, giving a sense of eternal significance to life and relationships.
(সনেট ৭৩-এ কবির আবেগ চিন্তাশীল, মননশীল এবং কিছুটা বিষণ্ণ। তিনি বার্ধক্য, সময়ের প্রবাহ এবং মৃত্যু নিয়ে ভাবছেন। স্বর গম্ভীর এবং কোমল, যখন তিনি জীবনের শেষ এবং যৌবনের ক্ষয় নিয়ে ধ্যান করেন। তিনি শরৎ, গোধূলি এবং ম্লান আগুন চিত্র ব্যবহার করেছেন বার্ধক্য ও মৃত্যুর আগমন দেখাতে। দুঃখ সত্ত্বেও কবি মৃত্যুকে অতিক্রম করেন কারণ জীবন স্বল্প হওয়ায় প্রেম আরও দৃঢ় হয়। মৃত্যুর সচেতনতা কবি ও প্রিয়জনকে ভালোবাসাকে মূল্য দিতে এবং গভীর করতে উৎসাহিত করে। এইভাবে শেক্সপিয়র দেখান যে মৃত্যু অনিবার্য হলেও, মানবিক আবেগ, প্রেম এবং সম্পর্ক তা অতিক্রম করতে পারে এবং জীবনের ও সম্পর্কের স্থায়ী গুরুত্ব দেয়।)
18. What prompts the speaker to write the poem? (6) (কবিকে এই কবিতা লিখতে কী অনুপ্রাণিত করেছে?)
Ans: The speaker is prompted to write Sonnet 73 because he reflects on his own aging and approaching death. Seeing the changes in himself makes him think about the passing of time, fading youth, and human mortality. He uses the poem to communicate his feelings to his beloved, showing honesty about his weaknesses and life’s limits. The poet wants the listener to understand that love should grow stronger when time is short. By describing himself as autumn, twilight, and a dying fire, he presents clear images of life’s final stages. Writing the poem is a way for the speaker to express his inner thoughts, confront his fears of death, and strengthen human connection. The urgency of mortality motivates him to show that love becomes more precious, meaningful, and intense in the face of life’s transience.
(কবিকে সনেট ৭৩ লিখতে প্রেরণা দেয় তার নিজের বার্ধক্য এবং মৃত্যুর নিকটতা। নিজেকে পরিবর্তিত দেখার কারণে তিনি সময়, যৌবনের ক্ষয় এবং মানব মৃত্যু নিয়ে ভাবেন। কবিতা তিনি লিখেছেন তার অনুভূতি প্রিয়জনের সাথে ভাগ করার জন্য, নিজের দুর্বলতা এবং জীবনের সীমাবদ্ধতা দেখানোর জন্য। কবি চাইছেন প্রিয়জন বোঝুক যে সময় সীমিত হওয়ায় প্রেম আরও দৃঢ় হওয়া উচিত। নিজেকে শরৎ, গোধূলি এবং ম্লান আগুন হিসেবে দেখিয়ে তিনি জীবনের শেষ ধাপের চিত্র দেখান। কবিতা লেখা হল তার আভ্যন্তরীণ চিন্তা প্রকাশের, মৃত্যুর ভয় মোকাবেলা করার এবং মানবিক সম্পর্ককে শক্তিশালী করার উপায়। মৃত্যুর স্বল্পতা প্রেমকে আরও মূল্যবান, অর্থবহ এবং তীব্র করে।)
Long Answer Type Questions Set 10
19. “That time of year thou mayst in me behold / When yellow leaves, or none, or few, do hang.” Why does the poet mention this? How does this imagery reflect his feelings about ageing and life? (3+3) (কেন কবি এই লাইনটি উল্লেখ করেছেন? এই চিত্র কীভাবে তার বার্ধক্য এবং জীবনের অনুভূতি প্রকাশ করে?)
OR, What conceit does the poet establish in the first quatrain? (প্রথম চতুর্ভুজে কবি কী প্রতীক স্থাপন করেছেন?)
OR, Explain in detail how the poet compares himself with autumn. (কবি নিজেকে শরতের সঙ্গে কীভাবে তুলনা করেছেন ব্যাখ্যা করো।)
Ans: In the first quatrain, Shakespeare compares himself to autumn, when leaves are yellow, falling, or almost gone. He mentions this to show the stage of life he is in—past youth and nearing old age. The imagery of bare branches and falling leaves reflects the weakening of the body and fading of energy. It also expresses the inevitability of time and mortality. By using autumn as a metaphor, the poet conveys his feelings of reflection, acceptance, and gentle sadness. He establishes the conceit that life, like a year, passes through seasons, and he is now in the final phase before death, when strength and vitality decline. This comparison allows the reader to visualize ageing naturally, linking the poet’s personal experience to universal human emotions. The imagery makes the poem emotionally powerful and helps the audience understand life’s transient nature.
(প্রথম চতুর্ভুজে শেক্সপিয়র নিজেকে শরতের সঙ্গে তুলনা করেছেন, যখন পাতা হলুদ, পড়ছে বা প্রায় নেই। তিনি এটি উল্লেখ করেছেন নিজের জীবনের অবস্থান দেখাতে—যৌবনের পরে এবং বার্ধক্যের কাছাকাছি। খালি ডাল এবং পড়া পাতার চিত্র শরীরের শক্তি হ্রাস এবং উদ্দীপনার ক্ষয় বোঝায়। এটি সময় ও মৃত্যুর অনিবার্যতাও প্রকাশ করে। শরতকে রূপক হিসেবে ব্যবহার করে কবি তার চিন্তাশীল, গ্রহণযোগ্য এবং কোমল বিষণ্ণতার অনুভূতি দেখান। তিনি দেখান জীবন, বছরের মতো, ঋতুর মধ্য দিয়ে যায়, এবং এখন তিনি মৃত্যুর আগে শেষ পর্যায়ে আছেন, যখন শক্তি ও উদ্দীপনা কমে। এই তুলনা পাঠককে প্রাকৃতিকভাবে বার্ধক্য কল্পনা করতে সাহায্য করে এবং কবির ব্যক্তিগত অভিজ্ঞতা সার্বজনীন মানবিক অনুভূতির সঙ্গে যুক্ত করে। চিত্রটি কবিতাটিকে আবেগপূর্ণ এবং জীবনের ক্ষণস্থায়ীতার উপলব্ধি দেয়।)
20. “In me thou seest the twilight of such day / As after sunset fadeth in the west.” How does the poet use sunset imagery to convey ageing? How does this connect to the sonnet’s theme? (3+3) (কবি বার্ধক্য দেখানোর জন্য সূর্যাস্তের চিত্র কীভাবে ব্যবহার করেছেন? এটি কিভাবে সনেটের মূল ভাবের সঙ্গে যুক্ত?)
Ans: In these lines, Shakespeare uses sunset imagery to show ageing. Twilight, which comes after sunset, represents the end of the day, just as the speaker is in the later stage of life. The fading light symbolizes the decline of energy, strength, and youth. By comparing himself to sunset, the poet emphasizes that life is moving toward its final stage, and death is near, like night following sunset. This imagery connects directly to the sonnet’s theme of time, mortality, and the brevity of life. It also highlights how awareness of ageing can make love more precious. The speaker reflects on life’s fleeting nature and encourages the beloved to cherish their love while time remains. The sunset metaphor links human life to natural cycles, showing that just as day ends, life also passes, strengthening emotional depth and reflection in the poem.
(এই লাইনে শেক্সপিয়র সূর্যাস্তের চিত্র ব্যবহার করেছেন বার্ধক্য দেখানোর জন্য। গোধূলি, যা সূর্যাস্তের পরে আসে, দিনশেষকে বোঝায়, যেমন কবি জীবনের শেষ পর্যায়ে আছেন। ম্লান আলো শক্তি, উদ্দীপনা এবং যৌবনের ক্ষয় প্রকাশ করে। নিজেকে সূর্যাস্তের সঙ্গে তুলনা করে কবি দেখান যে জীবন শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে, এবং মৃত্যু নিকটবর্তী, যেমন রাত সূর্যাস্তের পরে আসে। এই চিত্র সরাসরি সনেটের সময়, মৃত্যু এবং জীবনের স্বল্পতা থিমের সঙ্গে যুক্ত। এটি দেখায় যে বার্ধক্যের সচেতনতা প্রেমকে আরও মূল্যবান করে। কবি জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি নিয়ে ভাবছেন এবং প্রিয়জনকে সময় থাকা পর্যন্ত প্রেমকে মূল্য দিতে উৎসাহিত করছেন। সূর্যাস্তের রূপক মানব জীবনকে প্রাকৃতিক চক্রের সঙ্গে যুক্ত করে, যেমন দিন শেষ হয়, জীবনও যায়, যা কবিতার আবেগ ও ভাবনার গভীরতা বৃদ্ধি করে।)
Long Answer Type Questions Set 11
21. Who is addressed in Sonnet 73? What message does the speaker convey to the listener? Why? (1+3+2) (সনেট ৭৩-এ কার প্রতি কথা বলা হয়েছে? কবি শ্রোতাকে কী বার্তা দেন? কেন?)
Ans: In Sonnet 73, the speaker addresses his beloved, someone who loves and cares for him. The poet conveys the message that life is short, time is passing, and he is ageing, so the listener should love him more deeply and sincerely. By sharing his own vulnerabilities and the inevitability of death, the poet teaches that true love grows stronger when faced with life’s limits. He wants the beloved to understand that their time together is limited, making love and companionship more meaningful. The message is also a reminder to cherish every moment and appreciate relationships while life lasts. Shakespeare uses this direct address to connect emotionally, ensuring the reader or listener feels the urgency of valuing love and life. The beloved’s understanding strengthens the emotional bond between them.
(সনেট ৭৩-এ কবি তার প্রিয়জনের সঙ্গে কথা বলছেন, যিনি তাকে ভালোবাসেন এবং যত্ন নেন। কবি বার্তা দেন যে জীবন স্বল্প, সময় দ্রুত চলে, এবং তিনি বার্ধক্যপ্রাপ্ত, তাই শ্রোতাকে তাকে গভীর ও আন্তরিকভাবে প্রেম করতে হবে। নিজের দুর্বলতা এবং মৃত্যুর অনিবার্যতা দেখিয়ে কবি শেখান যে সত্যিকারের প্রেম জীবনের সীমার মুখোমুখি হলে আরও শক্তিশালী হয়। তিনি চাইছেন প্রিয়জন বুঝুক যে তাদের সময় সীমিত, যা প্রেম ও সম্পর্ককে আরও অর্থবহ করে। বার্তাটি এছাড়াও মনে করায় প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে এবং জীবন থাকাকালীন সম্পর্ককে উপভোগ করতে। শেক্সপিয়র সরাসরি এইভাবে আবেগের সংযোগ তৈরি করেন, যাতে পাঠক বা শ্রোতা প্রেম ও জীবনের গুরুত্ব অনুভব করে। প্রিয়জনের বোঝাপড়া তাদের আবেগের বন্ধনকে শক্তিশালী করে।)
22. How does Shakespeare describe the passing of time? What attitude does the speaker have towards death by the end? (4+2) (শেক্সপিয়র সময়ের পাসিং কীভাবে দেখান? শেষের দিকে কবির মৃত্যুর প্রতি মনোভাব কী?)
Ans: Shakespeare describes the passing of time in Sonnet 73 through vivid natural imagery. He uses autumn, with falling leaves, twilight, fading light, and a dying fire to show life’s progression from youth to old age. These images emphasize that time moves continuously and irreversibly, and all life is affected. The poet highlights the transient nature of existence, making readers reflect on mortality. Despite this, by the end of the poem, the speaker’s attitude toward death is accepting and calm. He does not fear death but uses the awareness of life’s limits to value love and human relationships more deeply. Time and death are inevitable, but they also give meaning and urgency to love. Shakespeare combines melancholy with reflection, showing that understanding the passage of time allows one to live fully and love sincerely before death comes.
(শেক্সপিয়র সনেট ৭৩-এ সময়ের পাসিং দেখিয়েছেন প্রাকৃতিক চিত্রের মাধ্যমে। তিনি ব্যবহার করেছেন শরৎ, যেখানে পাতা পড়ে, গোধূলি, যেখানে আলো ম্লান হয়, এবং ম্লান আগুন, যা জীবনের যৌবন থেকে বার্ধক্যের দিকে অগ্রগতি দেখায়। এই চিত্রগুলি দেখায় সময় ক্রমাগত এবং অপরিবর্তনীয়, এবং সমস্ত জীবন প্রভাবিত হয়। কবি অস্থায়ীতার প্রকৃতি তুলে ধরেছেন, যা পাঠককে মৃত্যুর কথা ভাবায়। তবে, শেষের দিকে কবির মৃত্যুর প্রতি মনোভাব গ্রহণযোগ্য এবং শান্ত। তিনি মৃত্যুকে ভয় পান না, বরং জীবনের সীমা বোঝার মাধ্যমে ভালোবাসা এবং মানবিক সম্পর্ককে আরও মূল্যবান করেন। সময় এবং মৃত্যু অনিবার্য, তবে এটি প্রেমকে অর্থপূর্ণ এবং জরুরি করে তোলে। শেক্সপিয়র বিষণ্ণতা এবং চিন্তাশীলতা মিলিয়ে দেখান যে সময়ের ধারণা জীবনকে পূর্ণভাবে বাঁচতে এবং আন্তরিকভাবে প্রেম করতে সাহায্য করে।)
Long Answer Type Questions Set 12
23. What season symbolises the speaker’s life stage? What does “bare ruined choirs” represent? (3+3) (কোন ঋতু কবির জীবন পর্যায়কে চিত্রিত করে? “bare ruined choirs” কী বোঝায়?)
Ans: The season symbolizing the speaker’s life stage in Sonnet 73 is autumn. Autumn represents the later stage of life, when youth has faded, energy declines, and life moves toward its final phase. Leaves are falling or almost gone, symbolizing the loss of vitality and the approach of old age. The phrase “bare ruined choirs” refers to leafless branches or empty places where birds once sang, symbolizing the emptiness and decay of life as time passes. It shows that life, like nature, goes through cycles of growth and decline. By using this imagery, Shakespeare emphasizes the transience of life and inevitability of aging. The comparison to nature helps the reader visualize human ageing naturally and understand the emotional impact of passing time. It also links the poet’s personal experience to universal truths about life.
(সনেট ৭৩-এ কবির জীবন পর্যায়ের প্রতীক হলো শরৎ। শরৎ জীবনের শেষ পর্যায় বোঝায়, যখন যৌবন ক্ষয় হয়েছে, শক্তি কমে গেছে এবং জীবন শেষ পর্যায়ে এগোচ্ছে। পাতা পড়ছে বা প্রায় নেই, যা শক্তি হ্রাস এবং বার্ধক্যের আগমন বোঝায়। “bare ruined choirs” মানে হলো পাতাহীন ডাল বা সেই স্থান যেখানে আগে পাখি গান করত, যা সময় অতিবাহিত হওয়ার সঙ্গে জীবনের শূন্যতা ও ক্ষয় বোঝায়। এটি দেখায় যে জীবনও প্রকৃতির মতো বৃদ্ধিপ্রাপ্ত এবং ক্ষয়প্রাপ্ত হয়। এই চিত্র ব্যবহার করে শেক্সপিয়র জীবনের ক্ষণস্থায়ীতা এবং বার্ধক্যের অনিবার্যতা তুলে ধরেছেন। প্রকৃতির সঙ্গে তুলনা পাঠককে মানব বার্ধক্য প্রাকৃতিকভাবে কল্পনা করতে সাহায্য করে এবং সময়ের প্রভাব বোঝায়। এটি কবির ব্যক্তিগত অভিজ্ঞতাকে জীবনের সার্বজনীন সত্যের সঙ্গে যুক্ত করে।)
24. What is life’s energy compared to? What tone pervades the sonnet? (3+3) (জীবনের শক্তি কী সঙ্গে তুলনা করা হয়েছে? কবিতার স্বর কী ধরনের?)
Ans: In Sonnet 73, life’s energy is compared to a dying fire. The fire once burned brightly, like youth and vitality, but now it is consumed by the ashes of its own fuel, symbolizing the natural decline that comes with age. The imagery shows that strength and passion eventually fade, just as a fire diminishes. The tone of the sonnet is reflective, melancholic, yet tender. While the poem acknowledges loss and approaching death, it also celebrates love and the deep emotional bonds that make life meaningful. The reflective tone helps the reader understand the emotional impact of time, ageing, and mortality. By combining melancholic images with sincere emotion, Shakespeare conveys a serene acceptance of life’s transience, encouraging both the speaker and the beloved to value love and relationships more deeply.
(সনেট ৭৩-এ জীবনের শক্তিকে ম্লান আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। আগুন এক সময় উজ্জ্বলভাবে জ্বলে, যেমন যৌবন ও উদ্দীপনা, কিন্তু এখন এটি নিজের জ্বালানির ছাই দ্বারা নিভে যাচ্ছে, যা বার্ধক্যের সঙ্গে আসা প্রাকৃতিক ক্ষয় বোঝায়। চিত্রটি দেখায় যে শক্তি এবং উচ্ছ্বাস শেষমেষ ক্ষয় হয়, যেমন আগুন নিভে যায়। কবিতার স্বর চিন্তাশীল, বিষণ্ণ, কিন্তু কোমল। কবিতা ক্ষয় এবং মৃত্যুর আগমন স্বীকার করলেও, এটি ভালোবাসাকে উদযাপন করে এবং গভীর আবেগীয় বন্ধনকে গুরুত্ব দেয়। চিন্তাশীল স্বর পাঠককে সময়, বার্ধক্য এবং মৃত্যুর আবেগীয় প্রভাব বোঝায়। বিষণ্ণ চিত্র ও আন্তরিক আবেগ মিলে শেক্সপিয়র জীবনের অস্থায়ীতাকে শান্তভাবে গ্রহণের বার্তা দেন, এবং কবি ও প্রিয়জনকে প্রেম ও সম্পর্ককে আরও মূল্য দিতে উৎসাহিত করেন।)
Long Answer Type Questions Set 13
25. Bring out the significance of the concluding couplet. (4+2) (শেষ জোড়ছন্দের গুরুত্ব প্রকাশ করো)
OR, What does the final couplet tell us? Is it different from the rest of the poem? (4+2) (শেষ জোড়ছন্দ কী বলছে? এটি কি বাকী কবিতা থেকে আলাদা?)
Ans: The concluding couplet of Sonnet 73 says, “This thou perceiv’st, which makes thy love more strong, To love that well which thou must leave ere long.” It emphasizes that the awareness of ageing and mortality increases love. The poet tells the beloved that seeing his decline encourages deeper, more sincere love. Unlike the previous quatrains, which describe loss, fading youth, and death, the final couplet focuses on emotional response and strengthening of human relationships. It shifts from observation to reflection on love, showing that while life ends, the intensity of love can grow stronger and more meaningful. The couplet ties together the sonnet’s themes of time, mortality, and love, leaving the reader with a positive, uplifting thought. It demonstrates Shakespeare’s skill in turning the awareness of mortality into a celebration of love, making the ending emotionally powerful and memorable.
(সনেট ৭৩-এর শেষ জোড়ছন্দে বলা হয়েছে, “This thou perceiv’st, which makes thy love more strong, To love that well which thou must leave ere long.” এটি দেখায় যে বার্ধক্য এবং মৃত্যুর সচেতনতা প্রেমকে আরও দৃঢ় করে। কবি প্রিয়জনকে বলেন যে তার অবনতিকে দেখে গভীর ও আন্তরিক প্রেম জন্মায়। আগের চতুর্ভুজগুলো যেখানে ক্ষয়, যৌবনের ক্ষয় এবং মৃত্যু বর্ণনা করা হয়েছে, সেখানে শেষ জোড়ছন্দের লক্ষ্য হলো আবেগীয় প্রতিক্রিয়া এবং সম্পর্কের শক্তি বৃদ্ধি। এটি পর্যবেক্ষণ থেকে ভালোবাসার প্রতিফলনে চলে যায়, দেখায় যে জীবন শেষ হলেও প্রেমের তীব্রতা আরও শক্তিশালী ও অর্থবহ হতে পারে। জোড়ছন্দটি সনেটের সময়, মৃত্যু এবং প্রেম থিমকে একত্রিত করে এবং পাঠককে সুন্দর ও উজ্জীবিত চিন্তা দেয়। শেক্সপিয়র মৃত্যুর সচেতনতাকে ভালোবাসার উদযাপনে রূপান্তর করার দক্ষতা দেখান, যা শেষটিকে আবেগপূর্ণ এবং স্মরণীয় করে তোলে।)
26. How does the poet depict old age and mortality? (2+4) (কবি কীভাবে বার্ধক্য ও মৃত্যুকে উপস্থাপন করেছেন? (২+৪)
OR, What does the poet compare himself with, and what do these imply? (2+4) (কবি নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছেন, এবং সেই তুলনাগুলি কী বোঝায়? (২+৪)
OR, How is nature used to mirror life’s stages? (2+4) (প্রকৃতিকে কীভাবে জীবনের বিভিন্ন স্তর প্রতিফলিত করতে ব্যবহার করা হয়েছে? (২+৪)
OR, Why has Shakespeare used nature as a metaphor for ageing? (2+4) (শেক্সপিয়র কেন বার্ধক্যের রূপক হিসেবে প্রকৃতিকে ব্যবহার করেছেন? (২+৪)
OR, How is ageing portrayed and how does mortality connect with this theme? (2+4) (কীভাবে বার্ধক্যকে চিত্রিত করা হয়েছে এবং মৃত্যুবোধ এই থিমের সঙ্গে কীভাবে যুক্ত হয়েছে? (২+৪)
Ans: Shakespeare depicts old age and mortality in Sonnet 73 by comparing life to autumn, twilight, and a dying fire. Autumn symbolizes the final stage of life, when energy and youth fade, and death approaches. Twilight represents the closing of a day, linking life’s end to nature’s cycles. The dying fire shows that life’s vitality burns out over time, leaving only ashes. By using these natural images, Shakespeare makes ageing visible and relatable. Mortality is presented as inevitable, but awareness of it inspires deeper love and reflection. Nature mirrors life’s stages, showing growth, decline, and the approach of death. The poet’s metaphors encourage readers to accept ageing calmly, appreciate relationships, and value love while life lasts. In this way, Shakespeare blends personal emotion, universal truth, and natural imagery to explore human life, ageing, and the significance of love in the face of mortality.
(শেক্সপিয়র সনেট ৭৩-এ বার্ধক্য এবং মৃত্যুকে শরৎ, গোধূলি এবং ম্লান আগুন এর সঙ্গে তুলনা করেছেন। শরৎ জীবনের শেষ ধাপ বোঝায়, যখন শক্তি ও যৌবন ক্ষয় হয় এবং মৃত্যু নিকটবর্তী হয়। গোধূলি দিনের সমাপ্তি দেখায়, যা জীবনের শেষকে প্রকৃতির চক্রের সঙ্গে যুক্ত করে। ম্লান আগুন দেখায় যে জীবনের জীবনশক্তি সময়ের সঙ্গে নিভে যায়, শুধু ছাই থাকে। এই প্রাকৃতিক চিত্র ব্যবহার করে শেক্সপিয়র বার্ধক্য দৃশ্যমান এবং বোঝার যোগ্য করেছেন। মৃত্যু অপরিহার্য, তবে এর সচেতনতা গভীর প্রেম এবং মননকে উদ্দীপিত করে। প্রকৃতি জীবনের ধাপকে প্রতিফলিত করে, বৃদ্ধিপ্রাপ্তি, ক্ষয় এবং মৃত্যুর আগমন দেখায়। কবির রূপক পাঠককে বার্ধক্য শান্তভাবে গ্রহণ করতে, সম্পর্ককে মূল্য দিতে এবং জীবনের সময় প্রেমকে উপভোগ করতে উৎসাহ দেয়। এইভাবে শেক্সপিয়র ব্যক্তিগত অনুভূতি, সার্বজনীন সত্য এবং প্রাকৃতিক চিত্র মিলিয়ে মানব জীবন, বার্ধক্য এবং মৃত্যুর মাঝে প্রেমের গুরুত্ব তুলে ধরেছেন।)
Long Answer Type Questions Set 14
27. What does ‘fire’ represent in Sonnet 73? (3+3) (সনেট ৭৩-এ ‘আগুন’ কী বোঝায়?)
OR, How does ‘fire’ function as an important symbol? (3+3) (এটি কীভাবে একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে কাজ করে?)
Ans: In Sonnet 73, ‘fire’ represents the energy, passion, and vitality of life. When the speaker was young, the fire burned brightly, symbolizing youth, strength, and life’s enthusiasm. Now, the fire is glowing on the ashes of youth, showing that the speaker’s life energy is diminishing and nearing its end. It also symbolizes the inevitable decline caused by aging and the passage of time. By using fire as a symbol, Shakespeare emphasizes that life’s energy is temporary and fragile. The fire metaphor also reflects love, suggesting that the awareness of death makes love more intense and meaningful. In short, fire in this sonnet is both a personal and universal symbol, connecting human vitality, mortality, and emotional intensity. It helps the reader understand the transient nature of life and the value of love.
(সনেট ৭৩-এ ‘আগুন’ জীবনের শক্তি, উদ্দীপনা এবং জীবনশক্তি বোঝায়। কবি যখন যৌবনে ছিলেন, আগুন উজ্জ্বলভাবে জ্বলত, যা যৌবন, শক্তি এবং জীবনের উচ্ছ্বাস প্রতীক। এখন আগুন জ্বলে যৌবনের ছাইয়ের উপর, যা দেখায় যে কবির জীবনের শক্তি কমছে এবং শেষের দিকে রয়েছে। এটি বার্ধক্য এবং সময়ের অপ্রতিরোধ্য ক্ষয়ও বোঝায়। শেক্সপিয়র আগুনকে প্রতীক হিসেবে ব্যবহার করে দেখান যে জীবনের শক্তি অস্থায়ী এবং ভঙ্গুর। আগুনের রূপক প্রেমকেও প্রতিফলিত করে, দেখায় যে মৃত্যুর সচেতনতা প্রেমকে আরও তীব্র ও অর্থবহ করে। সংক্ষেপে, আগুন ব্যক্তিগত ও সার্বজনীন প্রতীক, যা মানব শক্তি, মৃত্যু এবং আবেগের তীব্রতার সঙ্গে যুক্ত। এটি পাঠককে জীবনের ক্ষণস্থায়ীতা এবং প্রেমের মূল্য বুঝতে সাহায্য করে।)
28. Who is the composer of Sonnet 73? How would you classify this sonnet? What are its characteristics? (1+1+4) (সনেট ৭৩-এর রচয়িতা কে? এটি কী ধরনের সনেট? এর বৈশিষ্ট্য কী?)
Ans: The composer of Sonnet 73 is William Shakespeare, the famous English poet and playwright. This sonnet is classified as a Shakespearean or English sonnet. Its characteristics include 14 lines divided into three quatrains and a final couplet, written in iambic pentameter. The rhyme scheme is ABAB CDCD EFEF GG. The sonnet focuses on themes of ageing, mortality, the passage of time, and love. Shakespeare uses metaphors, imagery, and symbolism to express these ideas. Each quatrain presents a different stage or symbol of life, such as autumn, twilight, and dying fire, building towards the final couplet, which offers reflection and emotional insight. The poem shows lyrical beauty, emotional depth, and universal human concerns. Shakespeare’s English sonnet is admired for its elegant structure, philosophical reflection, and ability to connect personal experience with universal truths.
(সনেট ৭৩-এর রচয়িতা হলেন উইলিয়াম শেক্সপিয়র, বিখ্যাত ইংরেজি কবি ও নাট্যকার। এটি একটি শেক্সপিয়রিয়ান বা ইংরেজি সনেট। এর বৈশিষ্ট্য হলো ১৪টি লাইন, তিনটি চতুর্ভুজ এবং একটি শেষ জোড়ছন্দ, যা আইয়াম্বিক পেন্টামিটার-এ লেখা। ছন্দের রীতি হলো ABAB CDCD EFEF GG। সনেটের মূল থিম হলো বার্ধক্য, মৃত্যু, সময়ের প্রবাহ এবং প্রেম। শেক্সপিয়র এখানে রূপক, চিত্র এবং প্রতীক ব্যবহার করেছেন। প্রতিটি চতুর্ভুজ জীবনের একটি ধাপ বা প্রতীক, যেমন শরৎ, গোধূলি এবং ম্লান আগুন, যা শেষ জোড়ছন্দ পর্যন্ত পৌঁছে আবেগ ও মননের প্রতিফলন দেয়। কবিতায় সৌন্দর্য, আবেগের গভীরতা এবং সার্বজনীন মানবিক ভাবনা দেখা যায়। শেক্সপিয়রের ইংরেজি সনেটের সৌন্দর্য হলো এর সুশৃঙ্খল কাঠামো, দার্শনিক চিন্তাভাবনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা ও সার্বজনীন সত্যের সংযোগ।)
Long Answer Type Questions Set 15
29. Discuss the various symbols used by Shakespeare in Sonnet 73. (3+3) (শেক্সপিয়র সনেট ৭৩-এ ব্যবহৃত বিভিন্ন প্রতীক নিয়ে আলোচনা করো)
OR, Comment on the use of symbols. (6) (প্রতীকের ব্যবহার সম্পর্কে মন্তব্য করো)
Ans: Shakespeare uses several symbols in Sonnet 73 to illustrate ageing and mortality. Autumn represents the speaker’s later stage of life, when youth has faded. Twilight symbolizes the closing of life, as day ends, linking to death. A dying fire shows the fading of vitality and energy over time. The phrase “bare ruined choirs” represents emptiness and the loss of life’s earlier joy, just as leafless branches show nature’s decline. These symbols are connected to nature, making human ageing relatable and universal. By using symbols, Shakespeare creates vivid imagery and emotional resonance, helping the reader visualize life’s progression and the inevitability of death. They also enhance the theme of love, showing that awareness of mortality deepens affection and strengthens relationships. Overall, symbols in the sonnet combine personal reflection with universal truth, giving the poem both beauty and depth.
(শেক্সপিয়র সনেট ৭৩-এ বার্ধক্য ও মৃত্যুকে দেখানোর জন্য বিভিন্ন প্রতীক ব্যবহার করেছেন। শরৎ কবির জীবনের শেষ পর্যায়কে বোঝায়, যখন যৌবন শেষ হয়েছে। গোধূলি জীবনের সমাপ্তি প্রতীক, যেমন দিনের শেষ, যা মৃত্যুর সঙ্গে সম্পর্কিত। ম্লান আগুন শক্তি ও উদ্দীপনার ক্ষয় বোঝায়। “bare ruined choirs” জীবনের পূর্ব আনন্দের ক্ষয় এবং শূন্যতা দেখায়, যেমন পাতাহীন ডাল প্রকৃতির ক্ষয় দেখায়। এই প্রতীকগুলো প্রকৃতির সঙ্গে যুক্ত, যা মানব বার্ধক্যকে বোঝার যোগ্য ও সার্বজনীন করে তোলে। প্রতীক ব্যবহারে শেক্সপিয়র চিত্রময়তা ও আবেগ বৃদ্ধি করেন, যা পাঠককে জীবনের অগ্রগতি এবং মৃত্যুর অনিবার্যতা কল্পনা করতে সাহায্য করে। এগুলো প্রেমের থিমকেও উদ্বুদ্ধ করে, দেখায় মৃত্যুর সচেতনতা প্রেমকে আরও গভীর ও দৃঢ় করে। সামগ্রিকভাবে, সনেটের প্রতীকগুলো ব্যক্তিগত প্রতিফলন এবং সার্বজনীন সত্য মিলিয়েছে, কবিতাকে সৌন্দর্য এবং গভীরতা দেয়।)
30. Discuss the figures of speech used by the poet. (3+3) (কবি কোন কোন অলঙ্কার ব্যবহার করেছেন?)
Ans: Shakespeare uses many figures of speech in Sonnet 73. Metaphor is most important: he compares his life to autumn, twilight, and a dying fire. These metaphors show the stages of ageing and the approach of death. Personification is used when twilight and fire are described as if they have human qualities. Imagery creates vivid pictures of nature and life’s transience, helping readers feel the fading of youth and strength. The final couplet uses direct address, talking to the beloved, to emphasize the emotional impact. Alliteration appears in lines like “bare ruined choirs,” adding musicality. These figures of speech enhance the poetic beauty, convey emotion, and make the philosophical themes of time, mortality, and love clear. They allow Shakespeare to blend thought and feeling, making the poem universally relatable and deeply moving.
(শেক্সপিয়র সনেট ৭৩-এ বিভিন্ন অলঙ্কার ব্যবহার করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রূপক, যেখানে জীবনের সঙ্গে তুলনা করা হয়েছে শরৎ, গোধূলি এবং ম্লান আগুনের। এই রূপকগুলো বার্ধক্য এবং মৃত্যুর আগমন দেখায়। মানবীকরণ ব্যবহৃত হয়েছে, যেমন গোধূলি এবং আগুনকে মানবীয় বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। চিত্রকল্প প্রকৃতি ও জীবনের অস্থায়ীতা স্পষ্ট করে, পাঠককে যৌবন ও শক্তির ক্ষয় অনুভব করায়। শেষ জোড়ছন্দে সরাসরি সম্বোধন ব্যবহার করে প্রিয়জনের সঙ্গে আবেগীয় সংযোগ দেখানো হয়েছে। অনুপ্রাস যেমন “bare ruined choirs” শোনার সৌন্দর্য যোগ করে। এই অলঙ্কারগুলো কবিতার সৌন্দর্য বাড়ায়, আবেগ প্রকাশ করে এবং সময়, মৃত্যু এবং প্রেম এর দার্শনিক থিম স্পষ্ট করে। এগুলো শেক্সপিয়রকে চিন্তাভাবনা ও অনুভূতির সংমিশ্রণ করার সুযোগ দেয়, যা কবিতাকে সার্বজনীন ও আবেগপূর্ণ করে।)
Long Answer Type Questions Set 16
31. Discuss the central theme in Shakespeare’s Sonnet 73. (3+3) (শেক্সপিয়রের সনেট ৭৩-এর মূল ভাবনা আলোচনা করো)
Ans: The central theme of Sonnet 73 is ageing, mortality, and the passage of time, and how these truths strengthen human love. Shakespeare shows that life is temporary, and youth, energy, and beauty gradually fade. The poet uses autumn, twilight, and a dying fire as images to symbolize different stages of life. Despite this inevitability, the awareness of death makes love more sincere and deeper, as we value the people and moments we have. The sonnet also reflects on the emotional and philosophical understanding of human life. It teaches readers to accept ageing calmly and cherish relationships, as everything in life is fleeting. The final couplet emphasizes that knowledge of mortality encourages more devoted love. Thus, the poem’s theme combines personal reflection, universal truth, and emotional insight, making it timeless and meaningful for all readers.
(সনেট ৭৩-এর মূল ভাবনা হলো বার্ধক্য, মৃত্যু এবং সময়ের প্রবাহ, এবং এই সত্যগুলি মানব প্রেমকে দৃঢ় করে। শেক্সপিয়র দেখান যে জীবন অস্থায়ী, যৌবন, শক্তি এবং সৌন্দর্য ধীরে ধীরে ম্লান হয়। কবি শরৎ, গোধূলি এবং ম্লান আগুন ব্যবহার করেছেন জীবনের বিভিন্ন ধাপ দেখানোর জন্য। এই অনিবার্যতার পরেও, মৃত্যুর সচেতনতা প্রেমকে আরও আন্তরিক এবং গভীর করে, কারণ আমরা আমাদের প্রিয়জন এবং মুহূর্তগুলিকে মূল্য দিই। সনেট মানব জীবনের আবেগীয় ও দার্শনিক বোঝাপড়া প্রতিফলিত করে। এটি পাঠককে শেখায় শান্তভাবে বার্ধক্য গ্রহণ করতে এবং সম্পর্ককে উপভোগ করতে, কারণ জীবনের সবকিছু অস্থায়ী। শেষ জোড়ছন্দে বলা হয়েছে যে মৃত্যুর সচেতনতা আরও নিবেদিত প্রেম জন্মায়। তাই কবিতার থিম ব্যক্তিগত প্রতিফলন, সার্বজনীন সত্য এবং আবেগীয় অন্তর্দৃষ্টি মিলিয়ে তৈরি, যা পাঠকদের জন্য সার্বকালিক ও অর্থপূর্ণ।)
32. What is the tone of Sonnet 73? (3+3) (সনেট ৭৩-এর স্বর/টোন কী?)
Ans: The tone of Sonnet 73 is thoughtful, melancholic, reflective, and tender. Shakespeare reflects on aging, death, and the passage of time in a calm and philosophical manner. The imagery of autumn, twilight, and a dying fire creates a mood of quiet sadness and awareness of life’s fragility. At the same time, there is a gentle, affectionate tone when addressing the beloved, as the poet emphasizes that love grows stronger when we realize life is fleeting. The tone is meditative, guiding readers to reflect on their own lives, the inevitability of old age, and the value of relationships. It is not dramatic or fearful, but rather accepting and contemplative. By combining melancholy with tenderness, Shakespeare evokes both sadness about aging and admiration for love, making the poem emotionally rich and relatable.
(সনেট ৭৩-এর স্বর হলো চিন্তাশীল, বিষণ্ণ, ধ্যানমূলক এবং কোমল। শেক্সপিয়র বার্ধক্য, মৃত্যু এবং সময়ের প্রবাহ সম্পর্কে শান্ত ও দার্শনিকভাবে প্রতিফলিত করেছেন। শরৎ, গোধূলি এবং ম্লান আগুন চিত্রমালা জীবনের ভঙ্গুরতা এবং নিঃসঙ্গতা বোঝায়। একই সঙ্গে প্রিয়জনকে সম্বোধন করার সময় কোমল ও স্নেহপূর্ণ স্বর থাকে, যা দেখায় যে মৃত্যু সচেতনতা প্রেমকে আরও দৃঢ় করে। স্বরটি ধ্যানমূলক, পাঠককে নিজ জীবনের বার্ধক্য ও সম্পর্কের মূল্য ভাবতে উৎসাহিত করে। এটি নাটকীয় বা ভয়ঙ্কর নয়, বরং গ্রহণযোগ্য এবং ধ্যানধারামূলক। বিষণ্ণতা এবং কোমলতা মিলিয়ে শেক্সপিয়র পাঠককে বার্ধক্য নিয়ে দুঃখ ও প্রেমের প্রশংসা অনুভব করান, যা কবিতাকে আবেগপূর্ণ এবং বোঝার যোগ্য করে।)
Long Answer Type Questions Set 17
33. What message is conveyed through the poem? (3+3) (কবিতা থেকে কী বার্তা পাওয়া যায়?)
Ans: Sonnet 73 conveys the message that life is short and transient, and awareness of mortality deepens love and appreciation for human relationships. Shakespeare shows that ageing and death are natural parts of life, and by reflecting on them, we value people and moments more. The poet encourages readers to cherish love while time permits, as youth and vitality do not last forever. By using symbols like autumn, twilight, and dying fire, he emphasizes the fragility and temporality of life. The poem also teaches acceptance of the inevitable and the importance of emotional connection. The final couplet expresses that understanding death’s inevitability can make love more intense and meaningful. Overall, the poem delivers a universal message: embrace life, love deeply, and recognize the fleeting nature of time.
(সনেট ৭৩-এর বার্তা হলো জীবন ক্ষণস্থায়ী, এবং মৃত্যুর সচেতনতা প্রেম ও সম্পর্কের মূল্য বাড়ায়। শেক্সপিয়র দেখান যে বার্ধক্য এবং মৃত্যু জীবনের স্বাভাবিক অংশ, এবং এ নিয়ে চিন্তা করলে মানুষ এবং মুহূর্তের মূল্য বাড়ে। কবি পাঠককে উৎসাহ দেন প্রেমকে সময়মতো উপভোগ করতে, কারণ যৌবন ও শক্তি চিরস্থায়ী নয়। শরৎ, গোধূলি এবং ম্লান আগুন প্রতীকগুলো জীবনের ভঙ্গুরতা এবং অস্থায়ীতার প্রতি মনোযোগ আকর্ষণ করে। কবিতায় অনিবার্যতা গ্রহণ এবং আবেগীয় সংযোগের গুরুত্ব শেখানো হয়েছে। শেষ জোড়ছন্দে বলা হয়েছে যে মৃত্যুর সচেতনতা প্রেমকে আরও গভীর ও অর্থবহ করে। সার্বিকভাবে, কবিতার বার্তা হলো: জীবনকে উপভোগ করো, গভীরভাবে ভালোবাসো এবং সময়ের ক্ষণস্থায়ীতাকে বোঝো।)
34. How far is Shakespeare successful in his treatment of life, time, and death? (3+3) (জীবন, সময় এবং মৃত্যু নিয়ে শেক্সপিয়র কতটা সফল?)
Ans: Shakespeare is very successful in portraying life, time, and death in Sonnet 73. He uses powerful imagery and symbolism, such as autumn, twilight, and dying fire, to represent life’s stages, the approach of death, and the fading of youth. The sonnet combines personal reflection and universal truth, making the themes relatable to all readers. Shakespeare also links these ideas to love, showing that understanding mortality deepens human affection. His choice of words, tone, and metaphors ensures that readers feel both the sadness of ageing and the value of relationships. The poem does not fear death but accepts it as part of the natural order, encouraging readers to treasure life and love. Overall, Shakespeare’s treatment of life, time, and death is lyrical, philosophical, and emotionally compelling, showing his mastery in combining human experience with poetic artistry.
(শেক্সপিয়র সনেট ৭৩-এ জীবন, সময় এবং মৃত্যু খুব সফলভাবে উপস্থাপন করেছেন। তিনি শক্তিশালী চিত্র ও প্রতীক ব্যবহার করেছেন, যেমন শরৎ, গোধূলি এবং ম্লান আগুন, যা জীবনের ধাপ, মৃত্যুর আগমন এবং যৌবনের ক্ষয় দেখায়। সনেটটি ব্যক্তিগত প্রতিফলন ও সার্বজনীন সত্য মিলিয়ে তৈরি, যা সব পাঠকের কাছে বোঝার যোগ্য। শেক্সপিয়র এই ধারণাগুলোকে ভালোবাসার সঙ্গে যুক্ত করেছেন, দেখিয়েছেন যে মৃত্যুর সচেতনতা মানবিক প্রেমকে গভীর করে। শব্দচয়ন, স্বর ও রূপক পাঠককে বার্ধক্যের দুঃখ এবং সম্পর্কের মূল্য অনুভব করায়। কবিতায় মৃত্যুকে ভয়ঙ্কর হিসেবে দেখানো হয়নি, বরং এটি প্রাকৃতিক ক্রমের অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে, যা পাঠককে জীবন ও প্রেমকে মূল্য দিতে শেখায়। মোটকথা, শেক্সপিয়রের জীবন, সময় এবং মৃত্যু উপস্থাপন লিরিক্যাল, দার্শনিক এবং আবেগপূর্ণ, যা তার কবিতার শিল্পকর্মে পারদর্শিতা দেখায়।)
Long Answer Type Questions Set 18
35. What emotions does the poem evoke in readers? (3+3) (কবিতা পাঠকের মধ্যে কী কী অনুভূতি জাগায়?)
Ans: Sonnet 73 evokes a mix of melancholy, reflection, admiration, and tenderness in readers. The imagery of autumn, twilight, and a dying fire creates a sense of sadness and the inevitability of aging and death. Readers feel the fragility and transience of life, which encourages introspection about their own time and relationships. At the same time, the sonnet inspires affection and love, showing that recognizing life’s brevity makes emotional connections more meaningful. The final couplet leaves readers with a sense of hope and appreciation for love, despite mortality. Overall, the poem blends sorrow about ageing with admiration for the strength of love, making readers feel both reflective and emotionally engaged. Shakespeare’s ability to combine philosophical thought with emotional depth ensures the sonnet remains timeless and relatable.
(সনেট ৭৩ পাঠকের মধ্যে বিষণ্ণতা, চিন্তাভাবনা, প্রশংসা এবং কোমলতা জাগায়। শরৎ, গোধূলি এবং ম্লান আগুন চিত্রগুলোর মাধ্যমে বার্ধক্য এবং মৃত্যুর অনিবার্যতা বোঝায়। পাঠক জীবনের ভঙ্গুরতা এবং ক্ষণস্থায়ীতা অনুভব করে, যা তাদের নিজের সময় ও সম্পর্ক নিয়ে ধ্যান করতে উৎসাহিত করে। একই সঙ্গে সনেট স্নেহ এবং প্রেমকে উদ্দীপিত করে, দেখায় যে জীবনের ক্ষণস্থায়ীতার সচেতনতা সম্পর্ককে আরও অর্থবহ করে। শেষ জোড়ছন্দ পাঠককে আশা এবং প্রেমের প্রশংসা অনুভব করায়, মৃত্যুর মাঝেও। সার্বিকভাবে, কবিতা বার্ধক্য নিয়ে দুঃখ এবং প্রেমের শক্তি প্রশংসা মিশিয়ে পাঠককে চিন্তাশীল ও আবেগময় করে। শেক্সপিয়রের দার্শনিক ভাবনা ও আবেগীয় গভীরতা মিলিয়ে কবিতাকে সার্বকালিক ও বোঝার যোগ্য করে।)
36. Describe the symbols used in the poem “That Time of Year Thou Mayst in Me Behold.” (3+3) (“That Time of Year Thou Mayst in Me Behold” কবিতায় ব্যবহৃত প্রতীকগুলো বর্ণনা করো)
Ans: Shakespeare uses powerful symbols in Sonnet 73 to represent ageing, mortality, and the passage of time. The first symbol, autumn, represents the speaker’s later stage of life, when youth and energy have faded, like trees losing their leaves. Twilight symbolizes the end of the day, reflecting life’s closing moments and the approach of death. A dying fire shows the fading vitality and energy that once burned brightly in youth, leaving only ashes. The phrase “bare ruined choirs” symbolizes emptiness and loss of former joy, comparing the speaker’s life to leafless branches. All these symbols are drawn from nature, making the poem relatable and universal, showing that ageing and mortality affect everyone. Through these images, Shakespeare emphasizes the fragility of life, the inevitability of death, and how awareness of these truths deepens love and human connection.
(শেক্সপিয়র সনেট ৭৩-এ শক্তিশালী প্রতীক ব্যবহার করেছেন যা বার্ধক্য, মৃত্যু এবং সময়ের প্রবাহ দেখায়। প্রথম প্রতীক, শরৎ, কবির জীবনের শেষ ধাপ বোঝায়, যখন যৌবন ও শক্তি ম্লান হয়ে যায়, যেমন গাছ পাতা হারায়। গোধূলি দিনের শেষ মুহূর্ত প্রতীক, যা জীবনের সমাপ্তি ও মৃত্যুর আগমন দেখায়। ম্লান আগুন যৌবনের উজ্জ্বল শক্তি হ্রাস পাওয়া দেখায়, শুধুই ছাই থাকে। “bare ruined choirs” শূন্যতা এবং জীবনের পূর্ব আনন্দের ক্ষয় প্রতীক। সব প্রতীক প্রকৃতি থেকে উদ্ভূত, যা কবিতাকে বোঝার যোগ্য ও সার্বজনীন করে, দেখায় যে বার্ধক্য ও মৃত্যু সবার জীবনে আসে। এই চিত্রগুলোর মাধ্যমে শেক্সপিয়র জীবনের ভঙ্গুরতা, মৃত্যুর অনিবার্যতা এবং এই সত্য বোঝার মাধ্যমে প্রেম ও সম্পর্কের গভীরতা দেখান।)
Long Answer Type Questions Set 19
37. What is the poet’s attitude to nature in the poem? (3+3) (কবির প্রকৃতির প্রতি মনোভাব কী?)
Ans: In Sonnet 73, Shakespeare shows a reflective and philosophical attitude toward nature. He uses natural elements—autumn, twilight, and a dying fire—as metaphors for human life and ageing. Nature is portrayed as beautiful yet transient, following its own cycles of growth, decline, and decay. By connecting human life to natural processes, the poet emphasizes that aging and death are universal and inevitable. Nature is not fearful or threatening; rather, it is calm, orderly, and symbolic, helping humans understand life’s progression. The poet also uses nature to enhance emotional impact, making readers feel the fragility of life and the importance of love. Shakespeare’s attitude suggests acceptance and reverence for nature, seeing it as a mirror of human experiences. Nature becomes a teacher, showing that life is fleeting, and love and relationships gain value as a result.
(সনেট ৭৩-এ শেক্সপিয়র প্রকৃতির প্রতি চিন্তাশীল ও দার্শনিক মনোভাব দেখান। তিনি প্রকৃতির উপাদান—শরৎ, গোধূলি, ম্লান আগুন—ব্যবহার করেছেন মানব জীবন ও বার্ধক্যের রূপক হিসেবে। প্রকৃতিকে সুন্দর কিন্তু অস্থায়ী হিসেবে দেখানো হয়েছে, যা নিজের বৃদ্ধি, ক্ষয় এবং মৃত্যুর চক্র অনুসরণ করে। মানব জীবনের সঙ্গে প্রকৃতিকে যুক্ত করে কবি দেখান যে বার্ধক্য ও মৃত্যু সার্বজনীন এবং অনিবার্য। প্রকৃতি ভয়ঙ্কর বা হুমকিমূলক নয়; বরং এটি শান্ত, সুশৃঙ্খল এবং প্রতীকী, যা মানুষকে জীবনের অগ্রগতি বোঝায়। কবি প্রকৃতির ব্যবহার করে আবেগীয় প্রভাব বৃদ্ধি করেন, পাঠক জীবনের ভঙ্গুরতা ও প্রেমের গুরুত্ব অনুভব করে। শেক্সপিয়রের মনোভাব গ্রহণযোগ্যতা ও শ্রদ্ধাশীলতা, প্রকৃতিকে মানব অভিজ্ঞতার আয়নার মতো দেখানো হয়েছে। প্রকৃতি শিক্ষক হিসেবে কাজ করে, দেখায় জীবন ক্ষণস্থায়ী এবং প্রেম ও সম্পর্কের মূল্য বাড়ে।)