The Greenhouse Effect Questions Answers 4th Semester Class 12

Get complete The Greenhouse Effect Questions Answers 4th Semester Class 12 for WBCHSE students under the New Semester System. Detailed solutions with Bengali meanings help in quick memorisation and exam preparation. Ideal study notes for scoring high in the 2025 Class 12 English exam.

Short Answer Type Questions: The Greenhouse Effect

The Greenhouse Effect by Carl Dennis – Short Answer Type Questions (2 Marks). All questions carry 2 marks. Students are expected to write concise answers of 20–30 words for each question.

Summary, Bengali Meaning, and Word Notes: The Greenhouse Effect

Short Answer Type Questions Set 1

1. What is the theme of the poem The Greenhouse Effect? (কবিতা “The Greenhouse Effect”-এর মূল বক্তব্য কী?)

OR How does the poem use the metaphor of a ‘greenhouse’ to explore climate change? (কবিতায় ‘গ্রিনহাউস’ রূপক ব্যবহার করে কীভাবে জলবায়ু পরিবর্তন ব্যাখ্যা করা হয়েছে?)

Ans: The theme of the poem is climate change and its dangerous effects on human civilisation. The poet shows how the warming trend will go on, grain belts will shift, fertile lands will disappear, and people will face poverty. The “greenhouse” metaphor means the earth is warming like a closed room, trapping heat. This careless human activity will destroy nature and bring a dystopian future for mankind.

(কবিতার মূল বক্তব্য হলো জলবায়ু পরিবর্তন এবং তার ভয়ঙ্কর প্রভাব। কবি বলেছেন উষ্ণতা বাড়তেই থাকবে, শস্যভূমি সরতে থাকবে, উর্বর জমি হারিয়ে যাবে, মানুষ দরিদ্র হবে। ‘গ্রিনহাউস’ মানে পৃথিবী গরম হয়ে উঠছে যেন একটি বন্ধ ঘরের মতো। মানুষের অবহেলা প্রকৃতিকে ধ্বংস করবে এবং ভয়ঙ্কর ভবিষ্যৎ আনবে।)

2. What kind of a poem is The Greenhouse Effect written by Carl Dennis? (কার্ল ডেনিস রচিত “The Greenhouse Effect” কী ধরনের কবিতা?)

Ans: The Greenhouse Effect is an eco-poem. It belongs to the genre of ecopoetry because it talks about the environment, climate change, and human carelessness. The poet uses clear imagery to show how warming will make fertile lands vanish, suburbs turn into farms, and cities full of poor people. It warns us that if we don’t act, civilisation will collapse like ancient Rome, and humans will suffer.

(“The Greenhouse Effect” একটি পরিবেশভিত্তিক কবিতা। এটি ইকো-পোয়েট্রির অন্তর্গত কারণ এতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও মানুষের অবহেলা নিয়ে আলোচনা করা হয়েছে। কবি বর্ণনামূলক চিত্র ব্যবহার করেছেন দেখানোর জন্য কিভাবে উষ্ণতা উর্বর জমি নষ্ট করবে, শহরতলী চাষের জমিতে পরিণত হবে এবং শহর ভরে উঠবে দরিদ্র মানুষে। সতর্ক করা হয়েছে যে ব্যবস্থা না নিলে সভ্যতা ধ্বংস হবে।)

3. Who wrote the poem The Greenhouse Effect and when was it published? (“The Greenhouse Effect” কবিতাটি কে লিখেছেন এবং কবে প্রকাশিত হয়েছে?)

Ans: The poem The Greenhouse Effect was written by the American poet Carl Dennis. It was published in the twentieth century when awareness of environmental issues was increasing. Carl Dennis, known for his simple and thoughtful style, used this poem to show the problems of global warming, poverty, and collapse of human civilisation if nature continues to be harmed. His purpose was to create public awareness.

(“The Greenhouse Effect” কবিতাটি আমেরিকান কবি কার্ল ডেনিস লিখেছেন। এটি বিশ শতকে প্রকাশিত হয়েছিল, যখন পরিবেশ নিয়ে সচেতনতা বাড়ছিল। সহজ অথচ গভীর শৈলীর জন্য পরিচিত ডেনিস এই কবিতায় বৈশ্বিক উষ্ণায়ন, দারিদ্র্য ও সভ্যতার ধ্বংসের সমস্যা দেখিয়েছেন। তাঁর উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।)

4. What is the primary environmental phenomenon that the poem tells us at the beginning? (কবিতার শুরুতে কোন প্রধান পরিবেশগত ঘটনাটি বলা হয়েছে?)

Ans: At the beginning of the poem, the poet talks about the gradual warming trend, which means the earth is slowly heating up. Because of this, the grain belts will shift closer to the poles, the plains will turn into dust bowls, and Greenland and Antarctica will become powerful regions. This beginning shows the severe impact of climate change, where fertile land is lost, and people face suffering.

(কবিতার শুরুতে কবি ধীরে ধীরে উষ্ণতা বাড়ার কথা বলেছেন। এর ফলে শস্যভূমি মেরুর দিকে সরে যাবে, সমভূমি ধুলোময় ভূমিতে পরিণত হবে এবং গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা শক্তিশালী অঞ্চল হবে। শুরুতেই জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব দেখানো হয়েছে, যেখানে উর্বর জমি নষ্ট হবে আর মানুষ কষ্ট পাবে।)

Short Answer Type Questions Set 2

5. What is the greenhouse effect? (গ্রিনহাউস প্রভাব কী?)

Ans: The greenhouse effect means the trapping of heat in the atmosphere, just like in a glass greenhouse where heat cannot escape. In the poem, Carl Dennis shows that because of this effect, the world will keep warming, fertile lands will be lost, and human civilisation will suffer poverty and collapse. It is the result of human carelessness towards nature and its limited resources.

(গ্রিনহাউস প্রভাব মানে বায়ুমণ্ডলে তাপ আটকে থাকা, যেমন কাঁচের ঘরে তাপ আটকে যায়। কবিতায় কার্ল ডেনিস বলেছেন, এর ফলে পৃথিবী আরও গরম হবে, উর্বর জমি হারিয়ে যাবে এবং মানবসভ্যতা দারিদ্র্য ও ধ্বংসে পড়বে। এটি মানুষের অবহেলার ফল।)

6. What is ecopoetry? In what sense is The Greenhouse Effect an eco-poem? (ইকোপোয়েট্রি কী? কোন অর্থে “The Greenhouse Effect” একটি ইকো-পোয়েম?)

Ans: Ecopoetry is poetry that deals with nature, environment, and human responsibility towards the earth. The Greenhouse Effect is an eco-poem because it speaks about global warming, loss of fertile land, poverty, and collapse of civilisation due to climate change. Carl Dennis uses strong images like dust bowls, crowded cities, and ruined buildings to show how human neglect of nature will lead to destruction.

(ইকোপোয়েট্রি হলো এমন কবিতা যা প্রকৃতি, পরিবেশ ও মানুষের দায়িত্ব নিয়ে লেখা হয়। “The Greenhouse Effect” একটি ইকো-পোয়েম কারণ এতে বৈশ্বিক উষ্ণায়ন, উর্বর জমি হারানো, দারিদ্র্য ও সভ্যতার ধ্বংস নিয়ে আলোচনা করা হয়েছে। কার্ল ডেনিস শক্তিশালী চিত্র ব্যবহার করেছেন যেমন ধুলোময় জমি, ভিড় শহর ও ধ্বংসপ্রাপ্ত ভবন, যা দেখায় মানুষের অবহেলা কীভাবে ধ্বংস ডেকে আনে।)

7. What will happen to the grain belts? (কবিতায় শস্যভূমির কী হবে?)

OR What is meant by ‘grain belts’? (‘গ্রেইন বেল্টস’ বলতে কী বোঝানো হয়েছে?)

OR Why do the grain belts begin to slide closer to the poles?  (কেন শস্যভূমি মেরুর দিকে সরে যাবে?)

Ans: In the poem, the grain belts, which are large fertile farming lands where crops grow, will slide closer to the poles because of the gradual warming trend. The heat will make the plains dry and useless like dust bowls. As a result, the fertile areas for cultivation will shift away from their present places, causing hardship and shortage of food for human beings.

(কবিতায় ‘গ্রেইন বেল্টস’ মানে হলো বিশাল উর্বর কৃষিজমি। উষ্ণতা বাড়তে থাকায় এগুলি মেরুর দিকে সরে যাবে। তাপের কারণে সমভূমি শুকিয়ে ধুলোয় ভরা জমিতে পরিণত হবে। ফলে চাষের জমি বর্তমান জায়গা থেকে সরে যাবে এবং মানুষের জন্য খাদ্যের অভাব ও কষ্ট তৈরি হবে।)

8. What does grain belts imply in the poem The Greenhouse Effect? (কবিতা “The Greenhouse Effect”-এ শস্যভূমি বা ‘গ্রেইন বেল্টস’ কী বোঝায়?)

Ans: In the poem, the grain belts imply the fertile farming zones that provide food to people. They symbolise the agricultural strength of a country. But because of the greenhouse effect, these belts will shift towards the poles, and the plains will turn into useless dust bowls. The image of grain belts shows how climate change will destroy food security and make human life poor and difficult.

(কবিতায় ‘গ্রেইন বেল্টস’ মানে হলো উর্বর কৃষিক্ষেত্র, যা মানুষকে খাদ্য দেয়। এগুলি দেশের কৃষি-শক্তির প্রতীক। কিন্তু গ্রিনহাউস প্রভাবের কারণে এগুলি মেরুর দিকে সরে যাবে এবং সমভূমি অকেজো ধুলো জমিতে পরিণত হবে। শস্যভূমির এই চিত্র দেখায় যে জলবায়ু পরিবর্তন খাদ্যের নিরাপত্তা নষ্ট করবে এবং মানুষের জীবনকে দুঃখময় করে তুলবে।)

Short Answer Type Questions Set 3

9. What does the term ‘Plains States’ mean? (‘প্লেইনস স্টেটস’ বলতে কী বোঝানো হয়েছে?)

OR Why and how will the Plains States be abandoned? (কেন এবং কীভাবে প্লেইনস স্টেটস পরিত্যক্ত হবে?)

OR What will be abandoned as ‘giant dust bowls’ and why? (কোন অঞ্চল ‘বৃহৎ ধুলোভূমি’ হিসেবে পরিত্যক্ত হবে এবং কেন?)

OR Describe the fate of the Plains States in the poem. (কবিতায় প্লেইনস স্টেটস-এর পরিণতি কীভাবে বর্ণনা করা হয়েছে?)

Ans: The “Plains States” mean the flat farming regions of America where crops are grown. In the poem, Carl Dennis says that with gradual global warming, these fertile plains will dry up and turn into “giant dust bowls.” As the land becomes useless for farming, the Plains States will be abandoned by people, leaving them empty, dry, and lifeless, showing the destructive effect of climate change.

(‘প্লেইনস স্টেটস’ বলতে আমেরিকার সমতল কৃষি অঞ্চল বোঝানো হয়েছে, যেখানে ফসল উৎপন্ন হয়। কবিতায় কার্ল ডেনিস বলেছেন, ধীরে ধীরে বৈশ্বিক উষ্ণায়নের কারণে এই উর্বর সমভূমি শুকিয়ে যাবে এবং ‘বৃহৎ ধুলোভূমি’তে পরিণত হবে। জমি অকেজো হয়ে পড়লে মানুষ এগুলি ছেড়ে যাবে। ফলে এই অঞ্চল হবে ফাঁকা, শুকনো ও প্রাণহীন—যা জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব দেখায়।)

10. How will gradual global warming affect the Plains States? (ধীরে ধীরে বৈশ্বিক উষ্ণায়ন কীভাবে প্লেইনস স্টেটসকে প্রভাবিত করবে?)

Ans: The poem explains that gradual global warming will make the Plains States useless for farming. Once rich and fertile, these lands will lose moisture and turn into dry dust bowls. Farmers will no longer be able to grow crops, and people will be forced to abandon their homes. Thus, the warming trend will destroy the agricultural value of the Plains States, leaving behind emptiness and poverty.

(কবিতায় বলা হয়েছে, ধীরে ধীরে বৈশ্বিক উষ্ণায়ন প্লেইনস স্টেটসকে কৃষির জন্য অকেজো করে তুলবে। একসময় উর্বর এই জমি শুকিয়ে ধুলোময় জমিতে পরিণত হবে। কৃষকেরা আর ফসল ফলাতে পারবে না, মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে যাবে। তাই উষ্ণায়নের এই প্রবণতা প্লেইনস স্টেটস-এর কৃষিমূল্য ধ্বংস করবে এবং রেখে যাবে শূন্যতা ও দারিদ্র্য।)

11. Which countries/regions are going to join the new great powers in the poem? (কবিতায় কোন দেশ/অঞ্চল নতুন মহাশক্তির সঙ্গে যোগ দেবে?)

OR What does ‘Great Powers’ refer to? (মহাশক্তি বলতে কী বোঝানো হয়েছে?)

OR Which regions are predicted to rise in power due to global warming? (জলবায়ু পরিবর্তনের ফলে কোন অঞ্চল শক্তিশালী হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে?)

OR Who will join the new Great Powers? (কে নতুন মহাশক্তির সঙ্গে যুক্ত হবে?)

Ans: In the poem, the “Great Powers” mean the countries that will become strong and powerful in the future. Due to global warming, Greenland and Antarctica will join the list of great powers. As fertile regions shift closer to the poles, these frozen lands will gain new importance. The poet shows how climate change will change global strength and create new centres of power.

(কবিতায় ‘মহাশক্তি’ বলতে ভবিষ্যতে শক্তিশালী দেশগুলিকে বোঝানো হয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা নতুন মহাশক্তির তালিকায় যোগ দেবে। উর্বর অঞ্চলগুলি মেরুর দিকে সরে যাওয়ায় এই বরফাচ্ছন্ন ভূমি নতুন গুরুত্ব পাবে। কবি দেখিয়েছেন কিভাবে জলবায়ু পরিবর্তন বিশ্বশক্তির ভারসাম্য পাল্টে দেবে এবং নতুন শক্তির কেন্দ্র তৈরি করবে।)

12. How does the speaker feel about the rise of other nations in his poem The Greenhouse Effect? (কবি অন্য দেশের উত্থান সম্পর্কে তাঁর কবিতা The Greenhouse Effect-এ কীভাবে অনুভব করেছেন?)

Ans: The speaker accepts the rise of other nations calmly. He knows that stronger countries, like “new Carthages” or even Korea, will take the leading place with cheaper goods and stronger fleets. Instead of fighting, he suggests that people should watch them from the beach and enjoy their own music. This shows both resignation and an attempt to find comfort in small pleasures.

(কবি অন্য দেশের উত্থানকে শান্তভাবে মেনে নিয়েছেন। তিনি জানেন শক্তিশালী দেশগুলি, যেমন ‘নতুন কার্থেজ’ বা কোরিয়া, সস্তা পণ্য ও শক্তিশালী নৌবাহিনীর মাধ্যমে নেতৃত্ব নেবে। লড়াই না করে তিনি বলেছেন মানুষ যেন সৈকত থেকে তাদের দেখে এবং নিজেদের সঙ্গীত উপভোগ করে। এতে একদিকে আত্মসমর্পণ আবার অন্যদিকে ছোট আনন্দে সান্ত্বনা খোঁজার মনোভাব প্রকাশ পেয়েছে।)

Short Answer Type Questions Set 4

13. How will Greenland and Antarctica be changed? (গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা কীভাবে পরিবর্তিত হবে?)

OR How will Greenland and Antarctica join the ‘new Great Powers’? (গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা কীভাবে ‘নতুন মহাশক্তি’-তে যোগ দেবে?)

OR Why does the poet mention Greenland and Antarctica as emerging powers? (কবি কেন গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকাকে উদীয়মান শক্তি হিসেবে উল্লেখ করেছেন?)

Ans: In the poem, the warming trend makes fertile grain belts slide towards the poles. The Plains States will turn into dust bowls and be abandoned. As a result, Greenland and Antarctica will no longer remain barren, frozen lands. Instead, they will gain fertile ground and new importance. That is why the poet calls them the “new Great Powers” rising from climate change.

(কবিতায় উষ্ণতা বাড়ায় শস্যভূমি মেরুর দিকে সরে যাবে। সমভূমি মরুভূমিতে পরিণত হয়ে পরিত্যক্ত হবে। এর ফলে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা আর অনুর্বর, বরফাচ্ছন্ন জমি থাকবে না। তারা উর্বর ভূমি ও নতুন গুরুত্ব পাবে। তাই কবি তাদের ‘নতুন মহাশক্তি’ বলেছেন, যারা জলবায়ু পরিবর্তনের ফলে শক্তিশালী হবে।)

14. What will happen to Greenland and Antarctica according to the poem? (কবিতায় গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার কী হবে বলে বলা হয়েছে?)

Ans: According to the poem, Greenland and Antarctica will no longer remain useless, frozen regions. Due to global warming, fertile grain belts will move towards the poles, and these regions will become rich agricultural lands. This transformation will make them join the new list of Great Powers. They will represent the shift of global strength towards places that were once considered empty wastelands.

(কবিতায় বলা হয়েছে, গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা আর অনুর্বর, বরফাচ্ছন্ন জমি থাকবে না। বৈশ্বিক উষ্ণায়নের কারণে শস্যভূমি মেরুর দিকে চলে যাবে, আর এই অঞ্চল উর্বর কৃষিজমিতে পরিণত হবে। এর ফলে তারা নতুন মহাশক্তির তালিকায় যোগ দেবে। একসময় ফাঁকা মরুভূমি ধরা এই অঞ্চলগুলো বিশ্বশক্তির নতুন কেন্দ্র হয়ে উঠবে।)

15. What does the expression ‘play them off against each other’ mean? ( ‘play them off against each other’ কথাটির অর্থ কী?)

OR What does the poet mean by ‘We play them off against each other’? (কবি ‘We play them off against each other’ বলে কী বোঝাতে চেয়েছেন?)

Ans: The expression means using rivalry between stronger nations for one’s own benefit. In the poem, the speaker says that even if people try to gain more help by setting Greenland and Antarctica against each other as competitors, it will not solve the problem. Humanity will still become poorer than before because global warming will destroy fertile land and resources.

(এর অর্থ হলো শক্তিশালী দেশগুলির প্রতিদ্বন্দ্বিতা নিজের স্বার্থে ব্যবহার করা। কবিতায় বক্তা বলেন, যদি মানুষ বেশি সাহায্য পাওয়ার জন্য গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকাকে প্রতিদ্বন্দ্বী করে দাঁড় করায়, তবুও সমস্যার সমাধান হবে না। উষ্ণায়নে উর্বর জমি ও সম্পদ নষ্ট হবে, আর মানবসভ্যতা আগের চেয়ে দরিদ্র হয়ে পড়বে।)

16. What warning does the poet convey to the powerful nations? (কবি শক্তিশালী দেশগুলিকে কী সতর্কবার্তা দেন?)

Ans: The poet warns that no matter how powerful nations become, they cannot escape the effects of global warming. The balance of power will shift towards new regions like Greenland and Antarctica, and the existing powerful countries will lose their high place. The poet suggests that environmental destruction will affect all nations equally, making wealth and dominance useless in the face of ecological disaster.

(কবি সতর্ক করেছেন যে যতই দেশ শক্তিশালী হোক, তারা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব থেকে রক্ষা পাবে না। ক্ষমতার ভারসাম্য গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার মতো নতুন অঞ্চলের দিকে চলে যাবে, আর বর্তমান শক্তিধর দেশগুলো তাদের উচ্চ স্থান হারাবে। কবি ইঙ্গিত দেন যে পরিবেশ ধ্বংস সব দেশকেই সমানভাবে প্রভাবিত করবে, আর সম্পদ ও আধিপত্য পরিবেশগত বিপর্যয়ের সামনে অর্থহীন হয়ে যাবে।)

Short Answer Type Questions Set 5

17. How do people in powerful nations respond to the impending ecological disaster? (শক্তিশালী দেশের মানুষ আসন্ন পরিবেশগত বিপর্যয়ের প্রতি কীভাবে প্রতিক্রিয়া জানায়?)

Ans: According to the poem, people in powerful nations respond with carelessness and indifference. Even though they will lose their superior position to stronger nations, they will accept it casually. Instead of taking action, they will prefer to relax on the beach, listen to local music, and ignore the warnings coming from the Arctic. Their careless attitude shows how blind they are to real danger.

(কবিতায় বলা হয়েছে, শক্তিশালী দেশের মানুষ আসন্ন বিপর্যয়ের প্রতি উদাসীন ও অবহেলামূলক আচরণ করে। তারা শক্তির স্থান হারালেও তা সহজভাবে মেনে নেবে। ব্যবস্থা নেওয়ার বদলে তারা সমুদ্রসৈকতে বসে গান শুনতে থাকবে এবং আর্কটিক থেকে আসা সতর্কবার্তা উপেক্ষা করবে। তাদের এই অবহেলা প্রমাণ করে তারা প্রকৃত বিপদের প্রতি কতটা অন্ধ।)

18. How will life be different in the future according to the poem? (কবিতার মতে ভবিষ্যতে জীবন কীভাবে ভিন্ন হবে?)

OR What changes can be expected in the working pattern due to global warming? (উষ্ণায়নের ফলে কাজ করার ধরণে কী পরিবর্তন আসবে?)

OR How does the poem represent suburban and city life in the future? (কবিতায় ভবিষ্যতের শহরতলি ও শহরের জীবন কীভাবে দেখানো হয়েছে?)

OR What will happen to the suburbs and the cities? (শহরতলি ও শহরের কী হবে?)

Ans: The poem shows that life in the future will change due to lack of fertile land. Suburbs will turn into farms, and cities will be filled with poor people who cannot afford cars. People will walk to work or travel by crowded trolleys. Streets will be lined with nut trees and vegetables will grow on front lawns, showing a complete change in lifestyle caused by climate change.

(কবিতায় দেখা যায় ভবিষ্যতে উর্বর জমির অভাবে জীবন বদলে যাবে। শহরতলি খামারে পরিণত হবে, আর শহর ভরে যাবে দরিদ্র মানুষে যারা গাড়ি কিনতে পারবে না। মানুষ হেঁটে কাজে যাবে বা ভিড়ভর্তি ট্রলিতে চড়বে। রাস্তায় বাদাম গাছ লাগানো হবে, বাড়ির উঠোনে সবজি চাষ হবে। জলবায়ু পরিবর্তনেই জীবনের এই বদল ঘটবে।)

19. What kind of people will fill up the cities in the future? (ভবিষ্যতে শহরগুলো কী ধরনের মানুষে ভরে যাবে?)

Ans: According to the poem, the cities will be filled with people who are too poor to own cars. They will not be able to live in suburbs because fertile land will be used for farming. These poor city-dwellers will depend on walking and trolleys for transportation. The picture of overcrowded cities shows how poverty will grip human life in the future due to climate change.

(কবিতায় বলা হয়েছে, শহর ভরে যাবে এমন মানুষে যারা এত দরিদ্র হবে যে গাড়ি কিনতে পারবে না। তারা শহরতলিতে থাকবে না, কারণ উর্বর জমি চাষে ব্যবহৃত হবে। এই দরিদ্র শহরের মানুষ হাঁটাহাঁটি আর ট্রলির উপর নির্ভর করবে। ভিড়ভর্তি শহরের এই ছবি দেখায় যে জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যতে মানুষ দারিদ্র্যে ভুগবে।)

20. What will be the condition of megacities in the aftermath of an ecological disaster? (পরিবেশগত বিপর্যয়ের পরে মহানগরগুলির অবস্থা কেমন হবে?)

Ans: The poem suggests that megacities will lose their modern comfort and wealth. As fertile land becomes scarce, suburbs will be converted into farms and cities will overcrowd with poor people. Public buildings will decay because there will not be enough tax money to maintain them. People will even have to work voluntarily to repair libraries, city halls, and federal buildings. Thus, cities will reflect poverty and decline.

(কবিতায় বলা হয়েছে যে পরিবেশগত বিপর্যয়ের পরে মহানগরগুলো তাদের আধুনিক স্বাচ্ছন্দ্য ও ধন হারাবে। উর্বর জমি কমে গেলে শহরতলি খামারে রূপান্তরিত হবে এবং শহর ভরে যাবে দরিদ্র মানুষে। কর কম পাওয়ায় সরকারি ভবনগুলো ভেঙে পড়বে। মানুষকে নিজেরাই সময় দিয়ে লাইব্রেরি, সিটি হল, ফেডারেল ভবন মেরামত করতে হবে। ফলে শহরগুলো দারিদ্র্য ও পতনের প্রতিচ্ছবি হবে।)

Short Answer Type Questions Set 6

21. Why will the people be too poor to own cars? (মানুষ কেন এত দরিদ্র হবে যে গাড়ি কিনতে পারবে না?)

OR Why will it be difficult to buy cars in the future? (ভবিষ্যতে কেন গাড়ি কেনা কঠিন হবে?)

OR How will people go to their workplaces in the future? (ভবিষ্যতে মানুষ কীভাবে কাজে যাবে?)

Ans: The poem shows that due to global warming and shortage of fertile land, people will become poorer. They will not have enough money to buy or maintain cars. Instead, they will have to walk to their work or depend on crowded trolleys for transport. This poverty in transportation reflects the decline of modern comforts in the future world.

(কবিতায় বলা হয়েছে উষ্ণায়ন ও উর্বর জমির অভাবে মানুষ দরিদ্র হয়ে পড়বে। তারা গাড়ি কেনা বা চালানোর সামর্থ্য রাখবে না। ফলে কাজের জন্য তাদের হাঁটতে হবে বা ভিড়ভর্তি ট্রলির উপর নির্ভর করতে হবে। পরিবহনে এই দারিদ্র্য ভবিষ্যৎ বিশ্বের স্বাচ্ছন্দ্যের পতনকে দেখায়।)

22. What kind of transportation for cities is imagined by the poet as the warming trend goes on? (উষ্ণায়ন চলতে থাকলে কবি শহরের জন্য কেমন পরিবহন কল্পনা করেছেন?)

Ans: The poet imagines that as warming goes on, cars will disappear from the cities because people will be too poor. Instead, they will crowd on trolleys or walk to their workplaces. Streets will be practical, lined with nut trees and vegetables, but modern transportation facilities will vanish. This vision shows a return to a simpler but harsher way of life.

(কবি কল্পনা করেছেন যে উষ্ণায়ন চলতে থাকলে শহরে গাড়ি থাকবে না কারণ মানুষ খুব দরিদ্র হবে। তার বদলে তারা ট্রলিতে ভিড় করবে বা হাঁটবে কাজে যাওয়ার জন্য। রাস্তা হবে ব্যবহারিক, বাদাম গাছ ও সবজিতে ভরা, কিন্তু আধুনিক পরিবহন অদৃশ্য হয়ে যাবে। এই ছবি দেখায় যে জীবন সহজতর কিন্তু কঠিনতর হবে।)

23. Why will people have to go to their workplaces by walking or on trolleys? (মানুষ কেন হেঁটে বা ট্রলিতে তাদের কাজে যেতে বাধ্য হবে?)

Ans: People will have to go to their workplaces by walking or on trolleys because they will be too poor to afford cars. The cities will be crowded with poor people, and fertile land will be so valuable that suburbs will turn into farms. In such a situation, public transport like trolleys and walking will be the only options left for daily travel.

(মানুষকে কাজে যেতে হাঁটতে হবে বা ট্রলির উপর নির্ভর করতে হবে কারণ তারা গাড়ি কেনার সামর্থ্য রাখবে না। শহর ভরে যাবে দরিদ্র মানুষে, আর উর্বর জমি এত মূল্যবান হবে যে শহরতলি খামারে রূপান্তরিত হবে। এই অবস্থায় প্রতিদিনের যাতায়াতের জন্য হাঁটা ও ট্রলি ছাড়া আর কোনো উপায় থাকবে না।)

24. What kind of trees will line the streets according to the poem? (কবিতায় রাস্তার ধারে কী ধরনের গাছ সারি দেবে?)

OR Why will streets be lined with ‘practical nut trees’? (রাস্তার ধারে কেন ‘প্র্যাকটিকাল নাট ট্রি’ লাগানো হবে?)

OR Why has the poet focused on vegetable cultivation? (কবি কেন সবজি চাষে গুরুত্ব দিয়েছেন?)

OR What does the expression ‘with vegetables crowding the front lawn’ mean? (‘সামনের লন সবজিতে ভরা’—এই কথার মানে কী?)

Ans: The poem imagines a future where fertile land will be scarce and valuable. Streets will be lined with useful nut trees instead of decorative elms and oaks. Front lawns will not be for beauty but crowded with vegetables for food. The focus will be on practical cultivation to survive poverty and climate change, showing how human life will shift from luxury to necessity.

(কবিতায় ভবিষ্যতের কথা বলা হয়েছে যেখানে উর্বর জমি অতি দুষ্প্রাপ্য হবে। রাস্তার ধারে সৌন্দর্যের জন্য নয়, বরং উপকারী বাদাম গাছ লাগানো হবে। সামনের লনে সৌন্দর্য নয়, বরং খাবারের জন্য সবজি ফলানো হবে। কবি দেখিয়েছেন যে মানুষকে বিলাসিতা ছেড়ে প্রয়োজন মেটানোর জন্য চাষাবাদের দিকে মনোযোগ দিতে হবে।)

Short Answer Type Questions Set 7

25. Analyse the purpose of mentioning “practical nut trees instead of elms and oaks.” (কবি কেন “এলমস ও ওকস”–এর পরিবর্তে ‘প্র্যাকটিকাল নাট ট্রি’ উল্লেখ করেছেন?)

Ans: The poet replaces decorative trees like elms and oaks with practical nut trees to show the change of values in a struggling future. People will no longer afford ornamental beauty but will need trees that provide food and survival. This shift highlights how poverty and ecological disaster will force humans to focus on usefulness over luxury.

(কবি এলম ও ওকসের মতো সৌন্দর্যমূলক গাছের বদলে ব্যবহারিক বাদাম গাছের কথা বলেছেন যাতে ভবিষ্যতের দারিদ্র্য ও সংগ্রামের জীবন ফুটে ওঠে। মানুষ তখন আর সৌন্দর্যের জন্য গাছ লাগাতে পারবে না, বরং খাবারের জন্য প্রয়োজনীয় গাছ লাগাতে বাধ্য হবে। এভাবে কবি বিলাসিতা থেকে প্রয়োজনের দিকে মানুষের পরিবর্তনের কথা বলেছেন।)

26. What is meant by tillable land? (চাষযোগ্য জমি বলতে কী বোঝানো হয়েছে?)

OR “Life will be different, good tillable land so dear” – Why does the poet think so? (“ভবিষ্যতে জীবন ভিন্ন হবে, চাষযোগ্য জমি অতি মূল্যবান”—কবি কেন মনে করেন?)

Ans: Tillable land means fertile land suitable for cultivation. The poet says that in the future, such land will be very costly and rare because of global warming and ecological damage. Suburbs will turn into farms, and cities will fill with poor people. This shows that good cultivable land will be precious, and survival will depend on how much food it can produce.

(চাষযোগ্য জমি মানে উর্বর জমি যেখানে ফসল ফলানো যায়। কবি বলেছেন ভবিষ্যতে এই জমি খুব ব্যয়বহুল ও বিরল হয়ে পড়বে উষ্ণায়ন ও পরিবেশের ক্ষতির কারণে। শহরতলি খামারে পরিণত হবে, শহর ভরে যাবে দরিদ্র মানুষে। এতে বোঝায় যে উর্বর জমি তখন অতি মূল্যবান হবে এবং মানুষের বাঁচা নির্ভর করবে কতটা খাদ্য উৎপাদন সম্ভব তার উপর।

27. What is meant by ‘tax base’? ( ‘Tax base’ বলতে কী বোঝায়?)

OR Why will the tax base be too small? (কেন ‘Tax base’ খুব ছোট হবে?)

Ans: Tax base means the money collected by the government through taxes to run public services. The poet says the tax base will be too small because poverty will increase, people will lose fertile land, and cities will be filled with the poor. This will reduce the government’s income, making it hard to maintain public institutions.

(‘Tax base’ বলতে বোঝানো হয়েছে সরকারের কর থেকে পাওয়া অর্থ যা দিয়ে জনসেবা চালানো হয়। কবি বলেছেন, দরিদ্রতা বাড়বে, উর্বর জমি হারাবে, শহরে দরিদ্র মানুষ ভরে যাবে। এতে সরকারের আয় কমে যাবে এবং সরকারি প্রতিষ্ঠান চালানো কঠিন হবে।)

28. Why will citizens have to donate hours after work? (কেন নাগরিকদের কাজের পর সময় দান করতে হবে?)

OR How will people help maintain public buildings? (মানুষ কীভাবে সরকারি ভবনগুলি রক্ষা করবে?)

OR What kind of works are to be done by the citizens as free labour? (মানুষ কী ধরনের কাজ বিনা পারিশ্রমিকে করবে?)

Ans: Citizens will have to donate hours after work because the poor tax base cannot support public buildings. People will rake the lawn of the Library and City Hall, and repair the chimney of the Federal Building. These activities are examples of free labour by citizens to prevent important buildings from falling into ruin.

(নাগরিকদের সময় দান করতে হবে কারণ ছোট করভিত্তি দিয়ে সরকারি ভবন চালানো সম্ভব হবে না। মানুষ লাইব্রেরি ও সিটি হলের লন পরিষ্কার করবে এবং ফেডারেল বিল্ডিংয়ের চিমনি মেরামত করবে। এগুলো নাগরিকদের বিনা পারিশ্রমিকের কাজ, যাতে ভবনগুলো নষ্ট না হয়।)

Short Answer Type Questions Set 8

29. Which activities will have to be performed by the people of poor countries during an ecological disaster? (পরিবেশগত বিপর্যয়ের সময় দরিদ্র দেশের মানুষদের কী কাজ করতে হবে?)

Ans: During ecological disaster, poor people will work together to maintain public buildings as the tax base will not be enough. They will rake lawns, repair chimneys, and give free labour to protect the Library, City Hall, and Federal Building. This shows people’s duty to preserve infrastructure when governments cannot afford it.

(পরিবেশগত বিপর্যয়ের সময় দরিদ্র মানুষদের সরকারি ভবন রক্ষা করতে একসাথে কাজ করতে হবে। তারা লন পরিষ্কার করবে, চিমনি মেরামত করবে এবং লাইব্রেরি, সিটি হল ও ফেডারেল বিল্ডিং রক্ষায় বিনা পারিশ্রমিকের কাজ করবে। এতে বোঝায় সরকার না পারলে মানুষের দায়িত্ব ভবন রক্ষা করা।)

30. What public buildings are mentioned in the poem? (কবিতায় কোন কোন সরকারি ভবনের কথা বলা হয়েছে?)

OR Why has the poet mentioned public buildings like the Library, City Hall, and the Federal Building? (কবি কেন লাইব্রেরি, সিটি হল ও ফেডারেল বিল্ডিং-এর কথা বলেছেন?)

OR What buildings will require maintenance? (কোন ভবনগুলোর রক্ষণাবেক্ষণ প্রয়োজন হবে?)

Ans: The poem mentions public buildings like the Library, City Hall, and the Federal Building. These buildings will require maintenance because the tax base will be too small to support them. Citizens will have to help repair and care for these important places to prevent them from falling into ruin. This shows the importance of preserving public infrastructure during difficult times.

(কবিতায় লাইব্রেরি, সিটি হল এবং ফেডারেল বিল্ডিং-এর কথা বলা হয়েছে। এই ভবনগুলো রক্ষণাবেক্ষণের প্রয়োজন হবে কারণ করভিত্তি খুব ছোট হবে। নাগরিকদের এই গুরুত্বপূর্ণ ভবনগুলো মেরামত ও যত্ন নিতে হবে যাতে নষ্ট না হয়। এটি কঠিন সময়ে জনসাধারণের অবকাঠামো রক্ষার গুরুত্ব দেখায়।)

31. What do you mean by “federal buildings”? ( ‘Federal buildings’ বলতে কী বোঝায়?)

Ans: Federal buildings are important government buildings that serve national purposes. In the poem, the Federal Building represents key public infrastructure that citizens must maintain when the tax base is too small. It symbolizes the structures essential for society to function, which require care and repair even during poverty and ecological disaster.

(ফেডারেল বিল্ডিং মানে গুরুত্বপূর্ণ সরকারি ভবন যা জাতীয় কাজের জন্য ব্যবহৃত হয়। কবিতায় এটি দেখায় যে ছোট করভিত্তি থাকলেও নাগরিকদের এই গুরুত্বপূর্ণ ভবন রক্ষা করতে হবে। এটি সমাজের কাজ চালানোর জন্য প্রয়োজনীয় ভবনের প্রতীক।)

32. What does the reference to ‘tuckpoint the chimney of the Federal Building’ symbolise in the poem? (কবিতায় ‘ফেডারেল বিল্ডিং-এর চিমনি টাকপয়েন্ট করা’ উল্লেখ কী প্রতীক করে?)

Ans: Tuckpointing the chimney symbolizes citizens’ voluntary effort to maintain public buildings when governments cannot afford it. It represents practical, hands-on work to preserve essential structures. The poet uses this example to show that survival in a poor and climate-affected future requires collective action and responsibility from ordinary people.

(চিমনি টাকপয়েন্ট করা দেখায় যে সরকার সামর্থ্যহীন হলে নাগরিকদের স্বেচ্ছায় সরকারি ভবন রক্ষা করতে হবে। এটি প্রয়োজনীয় ভবন রক্ষায় ব্যবহারিক, হাতে-কলমে কাজের প্রতীক। কবি দেখিয়েছেন যে দরিদ্র ও জলবায়ু প্রভাবিত ভবিষ্যতে টিকে থাকতে সাধারণ মানুষের সম্মিলিত দায়িত্ব জরুরি।)

Short Answer Type Questions Set 9

33. What will happen if citizens do not donate hours to maintain government buildings? (নাগরিকরা সরকারি ভবন রক্ষায় সময় দান না করলে কী হবে?)

OR What are the consequences of not working jointly to preserve public infrastructure? (জনসাধারণের অবকাঠামো রক্ষা করতে একসাথে কাজ না করলে কী ফলাফল হবে?)

Ans: If citizens do not donate hours to maintain government buildings, these structures will fall into ruin, like the temples in Rome mentioned in the poem. Public services and infrastructure will collapse, and society will suffer. The poet warns that without collective effort, poverty and ecological disasters will destroy essential places needed for daily life.

(নাগরিকরা যদি সরকারি ভবন রক্ষায় সময় না দেন, তবে এগুলো ধ্বংস হয়ে যাবে, যেমন কবিতায় রোমের মন্দিরের উদাহরণ। জনসেবা ও অবকাঠামো ভেঙে পড়বে এবং সমাজ ক্ষতিগ্রস্ত হবে। কবি সতর্ক করেছেন যে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া দরিদ্রতা ও পরিবেশগত বিপর্যয় প্রয়োজনীয় স্থানগুলো ধ্বংস করবে।)

34. What historical analogy is used to depict the deterioration of public infrastructure? (জনসাধারণের অবকাঠামোর অবনতি প্রদর্শনের জন্য কোন ঐতিহাসিক রূপক ব্যবহার করা হয়েছে?)

OR Why are the temples of Rome mentioned in the poem? (কবিতায় রোমের মন্দিরগুলোর কথা কেন বলা হয়েছে?)

OR Why does the poet compare abandoned buildings to Roman temples? (কবি কেন পরিত্যক্ত ভবনগুলোকে রোমের মন্দিরের সঙ্গে তুলনা করেছেন?)

Ans: The poet compares abandoned public buildings to the temples of Rome to show deterioration due to neglect. Just as Roman temples fell because people stopped maintaining them, public infrastructure in the poem will collapse if citizens do not contribute labor. This historical analogy warns readers about the consequences of ignoring essential maintenance and collective civic responsibility.

(কবি পরিত্যক্ত সরকারি ভবনগুলোকে রোমের মন্দিরের সঙ্গে তুলনা করেছেন যাতে অবহেলার কারণে ধ্বংসের ধারণা দেখানো যায়। যেমন রোমের মন্দির ধ্বংস হয়েছিল যত্ন না নেওয়ার কারণে, কবিতার ভবনগুলোও ভেঙে যাবে যদি নাগরিকরা শ্রম না দেন। ঐতিহাসিক রূপকটি নাগরিক দায়িত্বের গুরুত্ব বোঝায়।)

35. What historical events does the poet allude to in the poem? (কবিতায় কোন ঐতিহাসিক ঘটনার উল্লেখ করা হয়েছে?)

Ans: The poem alludes to the fall of Rome and the rise of Carthage as historical events. Rome represents old civilizations that collapsed due to neglect, while Carthage represents stronger powers taking over. These references emphasize the shift in global influence and warn that nations ignoring ecological and social responsibilities may lose their prominence in the future.

(কবিতায় রোমের পতন এবং কার্থেজের উত্থানের উল্লেখ আছে। রোম পুরাতন সভ্যতার প্রতীক যা অবহেলার কারণে ধ্বংস হয়েছিল, আর কার্থেজ শক্তিশালী শক্তিকে দেখায়। এটি ভবিষ্যতে বিশ্ব প্রভাবের পরিবর্তন ও দায়িত্ব না নেওয়ার ফলাফল বোঝায়।)

Short Answer Type Questions Set 10

36. What lesson does the poet want to convey through the historical references of Rome and Carthage? (রোম ও কার্থেজের ঐতিহাসিক উল্লেখ থেকে কবি কোন শিক্ষা দিতে চান?)

Ans: Through Rome and Carthage, the poet conveys that neglect and greed can lead to collapse, while vigilance and adaptation determine survival. Societies that ignore public duty, ecological care, or changing circumstances lose their power. The lesson is that humans must act collectively and responsibly to maintain civilization and prevent disaster, just as history shows the rise and fall of nations.

(রোম ও কার্থেজের উল্লেখ থেকে কবি দেখান যে অবহেলা ও লোভ ধ্বংসের কারণ হতে পারে, আর সতর্কতা ও অভিযোজনই টিকে থাকার নিয়ামক। যারা জনসাধারণের দায়িত্ব, পরিবেশ রক্ষা বা পরিবর্তন অবহেলা করে তারা ক্ষমতা হারায়। শিক্ষা হলো মানুষকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে এবং সভ্যতা রক্ষা করতে হবে।)

37. What is meant by ‘Forum’ in the poem? (কবিতায় ‘ফোরাম’ বলতে কী বোঝানো হয়েছে?)

OR Who are ‘they’ and why did they graze there? (‘তারা’ কারা এবং তারা কেন সেখানে চরেছে?)

OR What does sheep grazing in the Forum signify? (ফোরামে ভেড়া চরার অর্থ কী?)

Ans: The ‘Forum’ refers to public squares in ancient Rome where people and animals gathered. Sheep grazing there symbolizes neglect and decay of civic spaces when humans fail to maintain them. It warns that without care, public areas in the future may be overrun and misused, reflecting a society unable to manage communal responsibilities.

(‘ফোরাম’ হলো প্রাচীন রোমের পাবলিক স্কোয়ার যেখানে মানুষ এবং প্রাণী মিলিত হতো। সেখানে ভেড়া চরানো মানে নাগরিক স্থানগুলো অবহেলা ও পতনের দিকে যাচ্ছে। এটি সতর্ক করে যে যত্ন না নিলে ভবিষ্যতে পাবলিক জায়গা হারিয়ে যেতে পারে।)

38. What is Carthage in the poem? Why is it mentioned? (কবিতায় কার্থেজ কী এবং কেন উল্লেখ করা হয়েছে?)

OR “So what if we have lost our high place to stronger Carthages” – What does the poet suggest here? (‘আমরা শক্তিশালী কার্থেজের কাছে আমাদের উচ্চ স্থান হারিয়েছি, তবে কী হয়েছে’ – কবি কী বোঝাতে চেয়েছেন?)

OR What do the expressions ‘stronger Carthages’ signify? (‘শক্তিশালী কার্থেজ’ শব্দগুচ্ছের অর্থ কী?)

Ans: Carthage represents emerging stronger nations that surpass old powers. The poet mentions it to show global power shifts due to ecological and economic changes. “Stronger Carthages” symbolize nations adapting and prospering while former powers decline. This suggests that loss of dominance is natural, and humans must accept changes in global influence rather than resisting them.

(কার্থেজ হলো উদীয়মান শক্তিশালী দেশ যা পুরনো শক্তিকে ছাড়িয়ে যায়। কবি এটি উল্লেখ করেছেন বিশ্ব ক্ষমতার পরিবর্তন দেখানোর জন্য। ‘শক্তিশালী কার্থেজ’ এমন দেশকে বোঝায় যা অভিযোজন ও সমৃদ্ধি অর্জন করে, যখন পুরনো শক্তি হ্রাস পায়। এটি দেখায় ক্ষমতা হারানো স্বাভাবিক এবং পরিবর্তন গ্রহণ করতে হবে।)

39. What is meant by ‘Korean Armadas’? (‘কোরিয়ান আর্মাডাস’ বলতে কী বোঝানো হয়েছে?)

OR What kind of merchandise will foreign fleets be loaded with? (বিদেশি নৌবাহিনী কী ধরনের মালপত্র নিয়ে চলবে?)

OR What will be loaded on the far-flung fleets? (দূরবর্তী নৌবাহিনীতে কী লোড করা হবে?)

OR What will be the nature of the merchandise loaded with the Korean armadas? (কোরিয়ান নৌবাহিনীতে লোডকৃত মালপত্রের প্রকৃতি কী হবে?)

Ans: ‘Korean Armadas’ refers to powerful foreign fleets carrying merchandise around the world. These fleets represent the rise of minor nations that gain economic and trade power as old powers weaken. The merchandise will be cheaper and widely distributed, showing global shifts in commerce. The poet highlights how economic strength will move to nations prepared to exploit opportunities from ecological and social changes.

(‘কোরিয়ান আর্মাডাস’ হলো শক্তিশালী বিদেশি নৌবাহিনী যা বিশ্বব্যাপী পণ্য বহন করে। এটি দেখায় ছোট দেশগুলোর উত্থান, যাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক শক্তি বাড়ছে। মালপত্র সস্তা ও বিস্তৃতভাবে বিতরণ হবে, যা বাণিজ্যে বৈশ্বিক পরিবর্তন দেখায়। কবি দেখান কিভাবে সুযোগ গ্রহণের জন্য প্রস্তুত দেশগুলি অর্থনৈতিক শক্তি অর্জন করবে।)

40. “On their endless patrols around the world” – What does patrols mean? Why will Korean armadas patrol the world? (‘সারা বিশ্বে তাদের অন্তহীন টহল’ – এখানে টহল বলতে কী বোঝানো হয়েছে? কোরিয়ান আর্মাডাস কেন বিশ্বে টহল দেবে?)

Ans: ‘Patrols’ means continuous movement to monitor and control trade routes. Korean armadas will patrol the world to manage global trade, distribute merchandise, and show economic power. This illustrates the changing balance of power where emerging nations actively maintain influence over commerce while older powers watch their decline.

(‘টহল’ মানে হলো বাণিজ্য পথ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য ক্রমাগত চলাচল। কোরিয়ান নৌবাহিনী বিশ্বে টহল দেবে বাণিজ্য পরিচালনা করতে, পণ্য বিতরণ করতে এবং অর্থনৈতিক শক্তি প্রদর্শন করতে। এটি দেখায় শক্তির পরিবর্তন যেখানে উদীয়মান দেশ সক্রিয়ভাবে প্রভাব বজায় রাখে।)

Short Answer Type Questions Set 11

41. Why will the poet be glad to watch from the beach as the lights from the Korean Armadas pass? (কবি কেন সমুদ্র সৈকর থেকে কোরিয়ান নৌবাহিনীর আলো যাওয়া দেখে খুশি হবেন?)

OR What will people witness on the seashore during the rise of Korean armadas? (কোরিয়ান নৌবাহিনীর উত্থানের সময় মানুষ সমুদ্র সৈকরে কী দেখবে?)

OR “We’ll be glad to watch from the beach” – What does it mean? (‘আমরা সমুদ্র সৈকর থেকে দেখার জন্য খুশি হবো’ – এর অর্থ কী?)

Ans: The poet will be glad because he accepts the rise of new powers while old nations decline. Watching from the beach represents observing global changes calmly and without resistance. It shows a shift in attitude where people acknowledge their reduced influence but find peace in small pleasures, like enjoying the view of distant fleets.

(কবি খুশি হবেন কারণ তিনি নতুন শক্তির উত্থান স্বীকার করছেন, যখন পুরনো শক্তি হ্রাস পাচ্ছে। সমুদ্র সৈকর থেকে দেখা মানে শান্তভাবে এবং বাধা ছাড়া বিশ্ব পরিবর্তন পর্যবেক্ষণ করা। এটি দেখায় মানুষ তাদের প্রভাব কমে যাওয়া স্বীকার করে কিন্তু দূরবর্তী নৌবাহিনীর দৃশ্য উপভোগের মতো ছোট আনন্দে শান্তি খুঁজে পায়।)

42. “We’ll say to ourselves as we begin to sway” – What will the poet and his people say? Why will they begin to sway? (‘আমরা নিজেরাই বলব যখন আমরা দুলতে শুরু করব’ – কবি এবং তার মানুষ কী বলবে? কেন তারা দুলতে শুরু করবে?)

Ans: The poet and people will say they accept the new global order and enjoy small pleasures. They begin to sway physically to the music of their beach band, showing that despite economic decline and loss of influence, life continues with personal and communal enjoyment. It reflects acceptance, adaptation, and resilience in the face of global changes.

(কবি এবং মানুষ বলবে তারা নতুন বিশ্বব্যবস্থা গ্রহণ করছে এবং ছোট আনন্দ উপভোগ করছে। তারা তাদের সৈকত ব্যান্ডের সঙ্গীতে দুলতে শুরু করবে, দেখায় অর্থনৈতিক পতন ও প্রভাব হারানো সত্ত্বেও জীবন চলমান থাকে। এটি পরিবর্তন গ্রহণ, অভিযোজন এবং সহনশীলতা প্রকাশ করে।)

43. What does the phrase “Let them have their little time in the sun” mean? (‘তাদের সূর্যস্নাত ছোট সময় নিলেও হোক’ – এর অর্থ কী?)

OR Who will say this, about whom, and in what context? (এটি কে বলবে, কার সম্পর্কে এবং কোন প্রেক্ষাপটে?)

Ans: This phrase means the poet and people accept that other nations will have a period of influence and success. They say it about emerging powers like Korea, acknowledging their rise without envy or resistance. It reflects a tolerant and realistic view of shifting global power, accepting that old nations will lose dominance while new ones flourish.

(এই বাক্য মানে হলো কবি এবং মানুষ স্বীকার করছে যে অন্যান্য দেশ কিছু সময় প্রভাব এবং সফলতা পাবে। তারা এটি উদীয়মান শক্তির, যেমন কোরিয়া, সম্পর্কে বলছে। এটি বিশ্ব ক্ষমতার পরিবর্তনের প্রতি ধৈর্যশীল এবং বাস্তব দৃষ্টিভঙ্গি দেখায়।)

44. How does the poem The Greenhouse Effect depict the shift in global power dynamics? (কবিতা ‘দ্য গ্রিনহাউস এফেক্ট’ কীভাবে বিশ্ব ক্ষমতার পরিবর্তন দেখায়?)

Ans: The poem depicts the shift by showing older powers declining while new nations like Korea and Greenland rise due to economic and ecological changes. Global trade, influence, and prosperity move to nations that adapt to changing conditions. It illustrates the redistribution of power, where former leaders watch the rise of others from a distance, symbolizing acceptance and inevitability.

(কবিতা দেখায় পুরনো শক্তি হ্রাস পাচ্ছে এবং কোরিয়া ও গ্রিনল্যান্ডের মতো নতুন দেশ উত্থিত হচ্ছে অর্থনৈতিক ও পরিবেশগত পরিবর্তনের কারণে। বিশ্ব বাণিজ্য, প্রভাব এবং সমৃদ্ধি তাদের কাছে যাচ্ছে যারা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খায়। এটি শক্তির পুনর্বিন্যাস দেখায়, যেখানে প্রাক্তন নেতা অন্যদের উত্থান দূর থেকে দেখেন এবং এটি গ্রহণযোগ্য ও অনিবার্য।)

Short Answer Type Questions Set 12

45. How does the poem present the rise of minor countries like Korea? (কবিতা কোরিয়ার মতো ক্ষুদ্র দেশের উত্থান কীভাবে দেখায়?)

Ans: The poem shows minor countries rising as new powers due to economic changes and global shifts. Fleets of Korea carrying cheaper merchandise symbolize their growing influence in trade and international affairs. It highlights how smaller nations will gain prominence while older powers decline. People accept this change calmly, acknowledging that power is shifting naturally across the globe.

(কবিতা দেখায় ক্ষুদ্র দেশগুলো অর্থনৈতিক পরিবর্তন এবং বিশ্বব্যাপী প্রভাবের কারণে নতুন শক্তি হিসাবে উত্থিত হচ্ছে। সস্তা পণ্য বহন করা কোরিয়ার নৌবাহিনী তাদের বাণিজ্য এবং আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধি নির্দেশ করে। এটি দেখায় কীভাবে ছোট দেশগুলো গুরুত্ব পাবে, যখন পুরনো শক্তি হ্রাস পাবে। মানুষ এই পরিবর্তন শান্তভাবে গ্রহণ করে।)

46. What is meant by ‘native beach band’? (‘নেটিভ বিচ ব্যান্ড’ বলতে কী বোঝায়?)

OR What music is mentioned in the poem and in what context? (কবিতায় কোন সঙ্গীত উল্লেখ আছে এবং কোন প্রেক্ষাপটে?)

OR How will people enjoy their time in the future? (ভবিষ্যতে মানুষ কীভাবে তাদের সময় উপভোগ করবে?)

Ans: The ‘native beach band’ represents simple, local music people enjoy while adapting to the changed world. Despite economic decline and environmental challenges, music offers personal pleasure and community bonding. The poet shows that even with hardships, people find ways to enjoy life, like swaying to the beach band, symbolizing resilience, cultural continuity, and small joys in difficult times.

(‘নেটিভ বিচ ব্যান্ড’ বোঝায় সাধারণ, স্থানীয় সঙ্গীত যা মানুষ পরিবর্তিত বিশ্বে উপভোগ করে। অর্থনৈতিক পতন এবং পরিবেশগত চ্যালেঞ্জের মধ্যে সঙ্গীত ব্যক্তিগত আনন্দ এবং সামাজিক বন্ধন দেয়। কবি দেখান যে সমস্যার মধ্যে থেকেও মানুষ জীবনের আনন্দ খুঁজে পায়, যেমন সৈকত ব্যান্ডের সঙ্গীতে দুলতে দুলতে, যা সহনশীলতা, সাংস্কৃতিক ধারাবাহিকতা এবং ছোট আনন্দের প্রতীক।)

47. Why is it significant to mention ‘beach bands’ at the end of the poem? (কবিতার শেষে ‘বিচ ব্যান্ড’ উল্লেখ করা কেন গুরুত্বপূর্ণ?)

Ans: Mentioning beach bands shows that life continues with small pleasures even in the face of ecological disaster and loss of wealth or power. It highlights human resilience, adaptation, and the ability to find joy in everyday activities despite global challenges. Music symbolizes hope, community, and the continuation of cultural life in a changed world.

(বিচ ব্যান্ড উল্লেখ করা দেখায় যে পরিবেশগত বিপর্যয় এবং ধন-শক্তি হারানোর মধ্যেও মানুষ ছোট আনন্দ উপভোগ করতে পারে। এটি মানব সহনশীলতা, অভিযোজন এবং দৈনন্দিন কার্যকলাপে আনন্দ খুঁজে পাওয়ার ক্ষমতা দেখায়। সঙ্গীত আশা, সমাজ এবং সাংস্কৃতিক জীবনের ধারাবাহিকতার প্রতীক।)

48. What does the final image of “Ignoring the hits from the Arctic on the radio” signify? (রেডিওতে ‘আর্কটিক থেকে আসা হিট’ উপেক্ষা করার চূড়ান্ত চিত্র কী নির্দেশ করে?)

OR What are ‘hits from the Arctic on the radio’? (রেডিওতে ‘আর্কটিক থেকে আসা হিট’ কী?)

OR Why does the poet describe people ignoring ‘hits from the Arctic’? (কবি কেন মানুষকে ‘আর্কটিকের হিট’ উপেক্ষা করতে দেখান?)

Ans: The final image shows people ignoring distant warnings or problems while focusing on immediate joys. ‘Hits from the Arctic’ symbolize news of ecological or global crises. The poet emphasizes human tendency to prioritize comfort and leisure over urgent environmental issues. It reflects denial, distraction, and survival instincts, showing that people adapt to hardships by focusing on personal and local happiness.

(চূড়ান্ত চিত্র দেখায় মানুষ দূরের সতর্কতা বা সমস্যাগুলো উপেক্ষা করছে এবং তাৎক্ষণিক আনন্দে মনোযোগ দিচ্ছে। ‘আর্কটিকের হিট’ পরিবেশগত বা বিশ্বব্যাপী সংকটের খবর নির্দেশ করে। কবি মানুষের প্রবণতা দেখান আরাম এবং বিনোদনকে জরুরি পরিবেশগত সমস্যার উপরে অগ্রাধিকার দেওয়ার। এটি উপেক্ষা, মনোযোগ বিচ্যুতি এবং বেঁচে থাকার প্রবৃত্তি প্রতিফলিত করে, দেখায় মানুষ ব্যক্তিগত এবং স্থানীয় সুখে মনোযোগ দিয়ে কষ্টের সঙ্গে মানিয়ে নেয়।)

Short Answer Type Questions Set 13

49. How does the poet depict the impact of climate change on agriculture? (কবি কীভাবে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখান?)

OR How does the poem represent the future of work? (কবিতা কীভাবে ভবিষ্যতের কাজের চিত্র তুলে ধরে?)

Ans: The poet shows that global warming will turn fertile lands into dust bowls, forcing people to grow food in suburbs and on front lawns. Cities will fill with people too poor to own cars, walking or using trolleys to work. Agriculture and daily life will be drastically affected, requiring more manual effort and adaptation. People will contribute time to maintain infrastructure due to reduced resources.

(কবি দেখান যে গ্লোবাল ওয়ার্মিং উর্বর জমি ধূলিকণার স্তূপে পরিণত করবে, মানুষকে শহরতলি এবং বাড়ির আঙিনায় খাদ্য উৎপাদন করতে বাধ্য করবে। শহরগুলো মানুষে পূর্ণ হবে যারা গাড়ি কিনতে পারবে না, হেঁটে বা ট্রলি ব্যবহার করে কাজ করবে। কৃষি এবং দৈনন্দিন জীবন ব্যাপকভাবে প্রভাবিত হবে এবং মানুষের শ্রম ও অভিযোজন প্রয়োজন হবে।)

50. What does the poem predict about economic recessions in the future? (কবিতা ভবিষ্যতের অর্থনৈতিক মন্দার কী পূর্বাভাস দেয়?)

OR What is the picture of international relations in the future world? (ভবিষ্যতের বিশ্বে আন্তর্জাতিক সম্পর্কের চিত্র কী?)

Ans: The poem predicts that even with foreign aid, people will be poorer due to climate change. Trade and wealth will shift to emerging powers, while older nations decline. International relations will involve minor countries gaining influence and stronger nations losing dominance. People will witness these changes calmly, accepting global shifts as inevitable, and focus on survival and local life rather than competing for power.

(কবিতা পূর্বাভাস দেয় যে বৈদেশিক সাহায্য থাকলেও জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ দরিদ্র হবে। বাণিজ্য এবং সম্পদ উদীয়মান শক্তির দিকে স্থানান্তরিত হবে, যখন পুরনো জাতিগুলো হ্রাস পাবে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষুদ্র দেশগুলো প্রভাব বৃদ্ধি পাবে এবং শক্তিশালী দেশগুলো প্রাধান্য হারাবে। মানুষ এই পরিবর্তন শান্তভাবে গ্রহণ করবে এবং ক্ষমতার জন্য লড়াই না করে স্থানীয় জীবন এবং বেঁচে থাকার দিকে মনোযোগ দেবে।)

51. What is the role of nature in the projected future? (ভবিষ্যতের চিত্রে প্রকৃতির ভূমিকা কী?)

Ans: Nature is both a victim and a force shaping human life. The poet shows warming, shifting grain belts, and dust bowls as consequences of human neglect. It determines survival, social structures, and agriculture. Humans must adapt to ecological limits, reflecting nature’s power and fragility. The poem urges awareness of environmental impact and encourages responsible action to prevent further destruction.

(প্রকৃতি হলো শিকার এবং মানব জীবনের আকার নির্ধারণকারী শক্তি। কবি দেখান উষ্ণতা, শস্যভূমির স্থানান্তর এবং ধূলিকণার স্তূপ মানুষের অবহেলার ফল। এটি জীবনধারণ, সামাজিক কাঠামো এবং কৃষিকে প্রভাবিত করে। মানুষকে পরিবেশগত সীমার সাথে মানিয়ে নিতে হবে। কবিতা পরিবেশগত প্রভাব সম্পর্কে সচেতনতা এবং দায়িত্বশীল কার্যকলাপের আহ্বান জানায়।)

52. What does the poet express regarding wealth and power? (কবি ধন ও শক্তি সম্পর্কে কী প্রকাশ করেন?)

Ans: The poet expresses that wealth and power are temporary and shifting. Strong nations may lose their dominance while emerging powers rise. Material possessions will decline due to poverty and ecological disaster. People will focus on survival, community, and simple joys rather than competing for wealth or status. The poem emphasizes adaptability and the impermanence of social and economic hierarchies.

(কবি প্রকাশ করেন যে ধন ও শক্তি অস্থায়ী এবং পরিবর্তনশীল। শক্তিশালী দেশগুলো প্রাধান্য হারাবে, উদীয়মান শক্তি বৃদ্ধি পাবে। দরিদ্রতা এবং পরিবেশগত বিপর্যয়ের কারণে ভৌত সম্পদ হ্রাস পাবে। মানুষ বেঁচে থাকা, সম্প্রদায় এবং সহজ আনন্দে মনোযোগ দেবে, ধন বা স্থিতির জন্য প্রতিযোগিতা না করে। কবিতা অভিযোজন এবং সামাজিক ও অর্থনৈতিক শ্রেণি-সাপেক্ষতার অস্থায়ীত্বের ওপর জোর দেয়।)

Short Answer Type Questions Set 14

53. What is the poet’s attitude regarding the fall of America? (কবির মনোভাব আমেরিকার পতন সম্পর্কে কী?)

OR What does the poem indicate about globalisation? (কবিতা গ্লোবালাইজেশন সম্পর্কে কী নির্দেশ করে?)

Ans: The poet is calm and accepting about America’s fall, suggesting that shifts in global power are natural. The rise of other countries like Korea shows globalisation in action, where trade and influence move to emerging nations. He presents change without fear or bitterness, emphasizing human resilience and adaptation, and showing that no nation’s dominance is permanent in a globally connected world.

(কবি আমেরিকার পতন সম্পর্কে শান্ত এবং গ্রহণযোগ্য মনোভাব পোষণ করেন, দেখান বিশ্ব ক্ষমতার পরিবর্তন স্বাভাবিক। কোরিয়ার মতো দেশের উত্থান গ্লোবালাইজেশনের উদাহরণ, যেখানে বাণিজ্য এবং প্রভাব উদীয়মান দেশের দিকে স্থানান্তরিত হয়। তিনি ভয় বা বিদ্বেষ ছাড়াই পরিবর্তন দেখান, মানব সহনশীলতা এবং অভিযোজনকে গুরুত্ব দেন, এবং দেখান যে কোনো দেশের প্রাধান্য স্থায়ী নয়।)

54. How does the poem relate to the current scientific understanding of climate change? (কবিতা বর্তমান বৈজ্ঞানিক জ্ঞানের সাথে জলবায়ু পরিবর্তনের কী সম্পর্ক দেখায়?)

OR Is The Greenhouse Effect a scientific treatise? (কবিতা কি বৈজ্ঞানিক প্রবন্ধ হিসেবে বিবেচিত হতে পারে?)

Ans: The poem reflects scientific ideas of global warming, shifting grain belts, and ecological disasters, but in a poetic way. It is not a scientific treatise but illustrates consequences of climate change visually and emotionally. The poet shows human neglect leading to poverty, changing landscapes, and social disruption, raising awareness about environmental responsibility in an accessible, human-centered manner.

(কবিতা বৈজ্ঞানিক ধারণা যেমন গ্লোবাল ওয়ার্মিং, শস্যভূমির স্থানান্তর এবং পরিবেশগত বিপর্যয়কে কবিতাময়ভাবে প্রকাশ করে। এটি বৈজ্ঞানিক প্রবন্ধ নয়, তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দৃশ্যমান ও আবেগময়ভাবে দেখায়। কবি মানুষের অবহেলা দরিদ্রতা, পরিবর্তিত ভূদৃশ্য এবং সামাজিক অস্থিরতা আনতে পারে তা দেখায় এবং পরিবেশগত দায়িত্বের প্রতি সচেতনতা বাড়ায়।)

55. In what ways does The Greenhouse Effect critique modern consumerism? (কবিতা কীভাবে আধুনিক ভোগবাদ সমালোচনা করে?)

Ans: The poet critiques modern consumerism by showing that wealth and material goods will lose value in ecological crises. People will no longer own cars or luxuries and will need to work collectively for survival. Consumerist priorities are shown as temporary, highlighting that human life depends on nature, cooperation, and adaptability rather than constant consumption.

(কবি আধুনিক ভোগবাদ সমালোচনা করেন দেখিয়ে যে পরিবেশগত বিপর্যয়ে ধন-সম্পদ ও বস্তুগত জিনিসের মূল্য হারাবে। মানুষ আর গাড়ি বা বিলাসিতা পাবেন না এবং বেঁচে থাকার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভোগবাদী প্রাধান্য অস্থায়ী, দেখায় যে মানুষের জীবন প্রকৃতি, সহযোগিতা এবং অভিযোজনের ওপর নির্ভর করে, ক্রমাগত ভোগের ওপর নয়।)

56. How does the poem blend political and personal reflections? (কবিতা কীভাবে রাজনৈতিক এবং ব্যক্তিগত প্রতিফলন একত্রিত করে?)

Ans: The poem mixes global politics with personal life. While it describes shifts in world power, trade, and wealth, it also shows daily human struggles: walking to work, tending gardens, and maintaining buildings. Political change and ecological crisis are connected to personal adaptation and communal responsibility. This blend emphasizes that global events directly affect ordinary lives and require human resilience.

(কবিতা বিশ্ব রাজনীতি এবং ব্যক্তিগত জীবন একত্রিত করে। এটি বিশ্ব শক্তি, বাণিজ্য এবং ধনের পরিবর্তন দেখায় এবং দৈনন্দিন মানুষের সংগ্রামও দেখায়: হেঁটে কাজ করা, বাগান দেখা, ভবন রক্ষণাবেক্ষণ। রাজনৈতিক পরিবর্তন এবং পরিবেশগত সঙ্কট ব্যক্তিগত অভিযোজন এবং সামাজিক দায়িত্বের সাথে যুক্ত। এটি দেখায় যে বৈশ্বিক ঘটনা সাধারণ জীবনের ওপর সরাসরি প্রভাব ফেলে এবং মানব সহনশীলতা প্রয়োজন।)

Short Answer Type Questions Set 15

57. What emotions does Carl Dennis express through the poem? (কবি কার্ল ডেনিস কবিতার মাধ্যমে কী অনুভূতি প্রকাশ করেন?)

Ans: Carl Dennis expresses concern, calm acceptance, and cautious hope. He is worried about climate change, social collapse, and poverty, yet he shows resilience, adaptability, and human capacity to continue life. The tone mixes realism and irony, acknowledging problems without panic, while suggesting small joys and communal effort can sustain life amid global crises.

(কার্ল ডেনিস উদ্বেগ, শান্ত গ্রহণযোগ্যতা এবং সতর্ক আশা প্রকাশ করেন। তিনি জলবায়ু পরিবর্তন, সামাজিক পতন এবং দরিদ্রতা নিয়ে উদ্বিগ্ন, তবুও সহনশীলতা, অভিযোজন এবং জীবন চালানোর মানব ক্ষমতা দেখান। টোন বাস্তবতা এবং বিদ্রূপ মিশ্র, সমস্যা স্বীকার করে আতঙ্ক ছাড়া এবং দেখায় ছোট আনন্দ এবং সামাজিক প্রচেষ্টা জীবন বজায় রাখতে পারে।)

58. What does the poem suggest about humanity’s relationship with nature? (কবিতা মানুষের প্রকৃতির সঙ্গে সম্পর্ক সম্পর্কে কী বলে?)

OR How does it address the tension between human desire and environmental limits? (মানব ইচ্ছা এবং পরিবেশগত সীমার মধ্যে টানাপোড়েন কিভাবে দেখানো হয়েছে?)

Ans: The poem shows that humans rely on and impact nature. Careless actions cause warming, dust bowls, and social problems. Nature sets limits on agriculture, cities, and wealth. Humanity must adapt, respect ecological boundaries, and work with the environment. The poem highlights tension between desire for growth and survival within environmental constraints.

(কবিতা দেখায় মানুষ প্রকৃতির ওপর নির্ভরশীল এবং প্রভাব ফেলে। অবহেলামূলক কাজ উষ্ণতা, ধূলিকণার স্তূপ এবং সামাজিক সমস্যা সৃষ্টি করে। প্রকৃতি কৃষি, শহর এবং সম্পদের সীমা নির্ধারণ করে। মানবজাতি অভিযোজিত হতে হবে, পরিবেশগত সীমার প্রতি শ্রদ্ধা রাখতে হবে এবং প্রকৃতির সাথে কাজ করতে হবে। এটি বৃদ্ধি এবং বেঁচে থাকার ইচ্ছা ও পরিবেশগত সীমার মধ্যে টানাপোড়েন দেখায়।)

59. What social implications have been hinted at in the poem? (কবিতায় কোন সামাজিক প্রভাব ইঙ্গিত করা হয়েছে?)

Ans: The poem hints at poverty, social inequality, and communal responsibility. As climate change worsens, cities will fill with poor people, suburbs turn to farms, and citizens must maintain public buildings. Global shifts in power will change wealth distribution. Society will adapt through cooperation, shared labor, and simpler lifestyles, emphasizing resilience, fairness, and the consequences of ignoring environmental care.

(কবিতায় দরিদ্রতা, সামাজিক অসমতা এবং সামাজিক দায়িত্বের ইঙ্গিত রয়েছে। জলবায়ু পরিবর্তন তীব্র হলে শহরগুলো দরিদ্র মানুষের সঙ্গে পূর্ণ হবে, শহরতলি কৃষিক্ষেত্রে পরিণত হবে এবং নাগরিকদের সরকারী ভবন রক্ষণাবেক্ষণ করতে হবে। বিশ্বের শক্তির পরিবর্তন ধন বিতরণকে প্রভাবিত করবে। সমাজ সহযোগিতা, সম্মিলিত শ্রম এবং সহজ জীবনধারার মাধ্যমে অভিযোজিত হবে, যা সহনশীলতা, ন্যায় এবং পরিবেশগত যত্ন উপেক্ষার ফলাফলকে গুরুত্ব দেয়।)

Long Answer Type Questions: The Greenhouse Effect

In WBCHSE 4th Semester English long-answer questions carry 6 marks. Students are expected to write their answers clearly and completely. The ideal length for these answers is 100–120 words.

Long Answer Type Questions Set 1

1. What is the theme of the poem The Greenhouse Effect? (কবিতা The Greenhouse Effect-এর মূল ভাবনা কী?)

OR How does the poem use the metaphor of a ‘greenhouse’ to explore climate change? (কবিতায় কীভাবে ‘গ্রিনহাউস’ রূপকের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে?)

Ans: The poem The Greenhouse Effect by Carl Dennis is based on the theme of climate change and its destructive impact on human civilisation. The poet presents a vision of the future where global warming will cause fertile grain belts to shift towards the poles and fertile lands to become barren dust bowls. As a result, countries like Greenland and Antarctica will emerge as new world powers, while people in other regions will suffer poverty and food shortage. Cities will be overcrowded, farmlands will replace suburbs, and people will live without cars, walking to work or travelling by trolleys. Even public buildings will decay due to lack of funds, forcing citizens to maintain them. The poem uses the metaphor of a ‘greenhouse’ to show how human negligence has trapped heat and pushed the planet towards destruction. The poet warns that unless humans acknowledge their role and take conscious steps, civilisation will collapse just like Rome once did.

(কার্ল ডেনিসের The Greenhouse Effect কবিতাটি জলবায়ু পরিবর্তন এবং তার মানবসভ্যতার ওপর ধ্বংসাত্মক প্রভাবকে কেন্দ্র করে রচিত। কবি ভবিষ্যতের এমন একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছেন যেখানে বৈশ্বিক উষ্ণায়নের কারণে উর্বর শস্য উৎপাদনের অঞ্চলগুলো ধীরে ধীরে মেরুর দিকে সরে যাবে এবং উর্বর জমি ধূলিধূসর মরুভূমিতে পরিণত হবে। এর ফলে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার মতো দেশগুলো নতুন শক্তিশালী বিশ্বশক্তি হিসেবে আবির্ভূত হবে, আর অন্যান্য অঞ্চলের মানুষ দারিদ্র্য ও খাদ্যাভাবের শিকার হবে। শহরগুলো জনাকীর্ণ হয়ে উঠবে, শহরতলির জায়গায় চাষের জমি গড়ে উঠবে, এবং মানুষ গাড়ি ছাড়া জীবনযাপন করবে—পায়ে হেঁটে কাজে যাবে কিংবা ট্রলিতে ভ্রমণ করবে। অর্থাভাবের কারণে সরকারি ভবনগুলো ধ্বংসের মুখে পড়বে এবং নাগরিকদেরই বাধ্য হয়ে তা রক্ষণাবেক্ষণ করতে হবে। কবিতায় ‘গ্রিনহাউস’-এর রূপক ব্যবহার করে দেখানো হয়েছে কীভাবে মানুষের অবহেলার কারণে পৃথিবীতে তাপ আটকা পড়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কবি সতর্ক করেছেন যে মানুষ যদি নিজেদের দায়িত্ব স্বীকার না করে এবং সচেতন পদক্ষেপ না নেয়, তবে মানবসভ্যতা রোমান সাম্রাজ্যের মতো একদিন ধ্বংস হয়ে যাবে।)

2. What events will supposedly take place according to the poet due to the greenhouse effect? (গ্রিনহাউস প্রভাবের কারণে কবির মতে কী কী ঘটনা ঘটতে পারে?)

OR How does the poem depict the consequences of climate change? (কবিতায় কীভাবে জলবায়ু পরিবর্তনের পরিণতি বর্ণনা করা হয়েছে?)

Ans: According to Carl Dennis, the greenhouse effect will bring many destructive events for the future. The fertile grain belts will shift closer to the poles, while the Plains States will turn into barren dust bowls. Countries like Greenland and Antarctica will rise as new great powers because their frozen lands will become cultivable. Other regions will face poverty and shortage of food. Cities will become overcrowded, and suburbs will turn into farms. People will be too poor to afford cars and will have to walk or travel in trolleys. Public buildings will decay due to lack of funds, and citizens will need to repair them themselves. The poet warns that civilisation may collapse like ancient Rome if humans remain careless. These events show how climate change will completely transform human life, society, and power structures.

(বাংলা অর্থ: কার্ল ডেনিসের মতে, গ্রিনহাউস প্রভাব ভবিষ্যতে অনেক ধ্বংসাত্মক ঘটনা ঘটাবে। উর্বর শস্য উৎপাদনের অঞ্চল মেরুর দিকে সরে যাবে, আর ‘প্লেইন স্টেটস’ মরুভূমিতে পরিণত হবে। গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা নতুন শক্তিধর দেশ হয়ে উঠবে কারণ তাদের বরফাচ্ছন্ন জমি তখন চাষযোগ্য হবে। অন্য অঞ্চলের মানুষ দারিদ্র্য ও খাদ্যাভাবের শিকার হবে। শহরগুলো জনাকীর্ণ হবে, শহরতলি কৃষিজমিতে পরিণত হবে। মানুষ এত গরিব হয়ে যাবে যে তারা আর গাড়ি কিনতে পারবে না, বরং পায়ে হেঁটে কিংবা ট্রলিতে চলাচল করবে। সরকারি ভবন ভেঙে পড়বে টাকার অভাবে, আর নাগরিকদেরই তা মেরামত করতে হবে। কবি সতর্ক করেছেন যে মানুষের অবহেলা চলতে থাকলে সভ্যতা প্রাচীন রোমান সাম্রাজ্যের মতো ধ্বংস হয়ে যাবে। এসব ঘটনা প্রমাণ করে জলবায়ু পরিবর্তন মানবজীবন, সমাজ ও বিশ্বশক্তির কাঠামো সম্পূর্ণ বদলে দেবে।)

3. What does the term ‘grain belts’ mean? (‘গ্রেইন বেল্টস’ শব্দটির অর্থ কী?)

OR Why do the grain belts begin to slide closer to the poles? (কেন ‘গ্রেইন বেল্টস’ ধীরে ধীরে মেরুর দিকে সরে যাচ্ছে?)

Ans: The term ‘grain belts’ in the poem refers to the fertile agricultural regions where wheat, maize, and other grains are grown in large quantity. These regions are important for feeding people and supporting the economy. According to the poet, due to the greenhouse effect and global warming, the climate of these fertile areas will change. As the temperature rises, these grain belts will begin to shift closer to the poles where the weather will become more suitable for farming. This means the central fertile lands will turn into barren dust bowls, while polar regions like Greenland and Antarctica will slowly open for cultivation. Thus, the grain belts symbolise the movement of fertile land caused by climate change and how the world’s food supply will be completely transformed.

(বাংলা অর্থ: কবিতায় ‘গ্রেইন বেল্টস’ বলতে বোঝানো হয়েছে উর্বর কৃষি অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে গম, ভুট্টা ও অন্যান্য শস্য উৎপন্ন হয়। এই অঞ্চলগুলো মানুষের খাদ্য সরবরাহ ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবির মতে, গ্রিনহাউস প্রভাব ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে এসব উর্বর অঞ্চলের জলবায়ু বদলে যাবে। তাপমাত্রা বাড়তে থাকলে এই ‘গ্রেইন বেল্টস’ ধীরে ধীরে মেরুর দিকে সরে যাবে, যেখানে তখন চাষের জন্য আবহাওয়া উপযুক্ত হয়ে উঠবে। এর ফলে মাঝের উর্বর জমি ধূলিধূসর মরুভূমিতে পরিণত হবে, আর মেরুর অঞ্চলের জমি যেমন গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা ধীরে ধীরে চাষের জন্য উন্মুক্ত হবে। সুতরাং, ‘গ্রেইন বেল্টস’ প্রতীক হয়ে দাঁড়ায় উর্বর জমির স্থানান্তর এবং বিশ্ব খাদ্য সরবরাহ ব্যবস্থার সম্পূর্ণ পরিবর্তনের।)

Long Answer Type Questions Set 2

4. What does the term ‘Plains States’ mean? (‘প্লেইন স্টেটস’ শব্দটির অর্থ কী?)

OR Why and how will the Plains States be abandoned? (কেন এবং কীভাবে ‘প্লেইন স্টেটস’ পরিত্যক্ত হবে?)

OR Describe the fate of the Plains States in the poem. (কবিতায় ‘প্লেইন স্টেটস’-এর পরিণতি কীভাবে বর্ণনা করা হয়েছে?)

Ans: The ‘Plains States’ mentioned in the poem are the wide central areas of the United States, known for farming and agriculture. These regions are fertile and produce a large part of the country’s crops. But according to Carl Dennis, because of the greenhouse effect and global warming, these lands will lose their fertility. They will turn into giant dust bowls, barren and useless for cultivation. As a result, people will be forced to abandon these areas and migrate elsewhere in search of food and livelihood. The poet uses this image to show how destructive climate change will be, taking away the very land that once provided abundance. The ‘Plains States’ thus become a symbol of how natural wealth will vanish, leaving behind poverty and emptiness.

(বাংলা অর্থ: কবিতায় ‘প্লেইন স্টেটস’ বলতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ মধ্যাঞ্চল বোঝানো হয়েছে, যা কৃষি ও চাষাবাদের জন্য পরিচিত। এই অঞ্চলগুলো উর্বর এবং প্রচুর শস্য উৎপাদন করে। কিন্তু কার্ল ডেনিসের মতে, গ্রিনহাউস প্রভাব ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে এই জমি উর্বরতা হারাবে। এগুলো বিশাল ধূলিধূসর মরুভূমিতে পরিণত হবে, যা আর চাষের উপযোগী থাকবে না। এর ফলে মানুষ বাধ্য হবে এই অঞ্চল ত্যাগ করতে এবং খাদ্য ও জীবিকার সন্ধানে অন্যত্র চলে যেতে। কবি এই দৃশ্যকল্প ব্যবহার করেছেন বোঝাতে যে জলবায়ু পরিবর্তন কতটা ধ্বংসাত্মক হবে—যে জমি একসময় প্রাচুর্য দিত, তা ধ্বংস হয়ে মানুষকে দারিদ্র্য ও শূন্যতায় ফেলে দেবে। সুতরাং, ‘প্লেইন স্টেটস’ প্রতীক হয়ে দাঁড়ায় প্রাকৃতিক সম্পদের বিলুপ্তির।)

5. Which countries/regions are going to join the new great powers in the poem? (কোন দেশ/অঞ্চল কবিতায় নতুন শক্তিধর শক্তির সাথে যোগ দেবে?)

OR Which regions are predicted to rise in power due to global warming? (বৈশ্বিক উষ্ণায়নের কারণে কোন অঞ্চলগুলো শক্তিধর হয়ে উঠবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে?)

OR Who will join the new Great Powers? (কে বা কারা নতুন বিশ্বশক্তির সাথে যোগ দেবে?)

Ans: The poem predicts that Greenland and Antarctica will join the new great powers of the future world. At present, these places are covered with ice and remain unsuitable for agriculture and human settlement. But as the greenhouse effect continues, global warming will melt their ice and make the land fertile. These regions will become rich in cultivable land and natural resources. Because of this, they will rise in importance and compete with other powerful nations. The poet suggests that while these frozen lands gain strength, the older fertile regions will decline and face poverty. This shift of power shows how climate change will alter the balance of the world, giving rise to unexpected new powers while weakening the old ones.

(বাংলা অর্থ: কবিতায় বলা হয়েছে যে ভবিষ্যতে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা নতুন বিশ্বশক্তির সাথে যোগ দেবে। বর্তমানে এই অঞ্চলগুলো বরফে ঢাকা এবং কৃষি ও বসবাসের জন্য অনুপযুক্ত। কিন্তু গ্রিনহাউস প্রভাবের কারণে বৈশ্বিক উষ্ণায়ন চলতে থাকলে বরফ গলে যাবে এবং জমি উর্বর হয়ে উঠবে। তখন এই অঞ্চলগুলো চাষযোগ্য জমি ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হবে। এর ফলে তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং অন্যান্য শক্তিধর দেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। কবি বোঝাতে চেয়েছেন যে যখন এই বরফাচ্ছন্ন অঞ্চলগুলো শক্তি অর্জন করবে, তখন পুরনো উর্বর অঞ্চলগুলো পতনের মুখে পড়বে এবং দারিদ্র্যের শিকার হবে। এভাবেই জলবায়ু পরিবর্তন বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দেবে।)

6. How will Greenland and Antarctica be changed? (গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা কীভাবে বদলে যাবে?)

OR How will Greenland and Antarctica join the ‘new Great Powers’? (গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা কীভাবে ‘নতুন বিশ্বশক্তি’র সাথে যুক্ত হবে?)

OR Why does the poet mention Greenland and Antarctica as emerging powers? (কবি কেন গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকাকে উদীয়মান শক্তি হিসেবে উল্লেখ করেছেন?)

Ans: The poet mentions that Greenland and Antarctica, which are now frozen and barren, will undergo a great transformation due to global warming. As the greenhouse effect increases, the ice in these regions will melt and expose fertile, cultivable land. These lands will then become valuable for agriculture and settlement. Because of this new fertility, Greenland and Antarctica will rise as powerful regions and join the world’s great powers. The poet’s reference to them as emerging powers shows the ironic result of climate change—once neglected icy lands will gain importance, while rich fertile areas will be destroyed. This change highlights how unpredictable and dangerous the greenhouse effect will be for human civilisation.

(বাংলা অর্থ: কবি বলেছেন যে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা, যা এখন বরফে ঢাকা ও অনুর্বর, বৈশ্বিক উষ্ণায়নের কারণে এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। গ্রিনহাউস প্রভাব বাড়তে থাকলে এসব অঞ্চলের বরফ গলে যাবে এবং উর্বর জমি উন্মুক্ত হবে। তখন এই জমিগুলো কৃষি ও বসবাসের জন্য মূল্যবান হয়ে উঠবে। এই নতুন উর্বরতার কারণে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা শক্তিশালী অঞ্চলে পরিণত হবে এবং বিশ্বের বৃহৎ শক্তিধর দেশগুলির সাথে যোগ দেবে। কবি এগুলোকে উদীয়মান শক্তি হিসেবে উল্লেখ করেছেন বোঝাতে যে জলবায়ু পরিবর্তনের এক ব্যঙ্গাত্মক ফলাফল হবে—যে বরফাচ্ছন্ন ভূমি একসময় উপেক্ষিত ছিল তা শক্তিশালী হয়ে উঠবে, আর সমৃদ্ধ উর্বর অঞ্চল ধ্বংস হয়ে যাবে। এই পরিবর্তন মানবসভ্যতার জন্য গ্রিনহাউস প্রভাব কতটা অনিশ্চিত ও বিপজ্জনক হতে পারে তা প্রমাণ করে।)

Long Answer Type Questions Set 3

7. What does the expression ‘play them off against each other’ mean? (‘Play them off against each other’ কথাটির অর্থ কী?)

OR What does the poet mean by ‘We play them off against each other’? (কবি ‘We play them off against each other’ বলে কী বোঝাতে চেয়েছেন?)

Ans: In the poem, the expression ‘play them off against each other’ means using rivalry between two powerful regions for one’s own advantage. The poet imagines that in the future, when Greenland and Antarctica become new great powers, poorer nations might try to get more help or aid by creating competition between them. Even if people manage to get some benefits from this rivalry, they will still remain poorer than before because climate change will already have destroyed fertile lands and resources. The phrase suggests that survival in such a future will depend on manipulation, but it will not improve the real condition of life. The poet uses this idea to show how desperate humanity will become under the greenhouse effect, trying to survive in poverty while stronger nations rise in power.

(বাংলা অর্থ: কবিতায় ‘play them off against each other’ বলতে বোঝানো হয়েছে দুটি শক্তিশালী অঞ্চলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করে নিজের স্বার্থ হাসিল করা। কবি কল্পনা করেছেন যে ভবিষ্যতে যখন গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা নতুন বিশ্বশক্তি হয়ে উঠবে, তখন গরিব দেশগুলো হয়তো তাদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করে বেশি সাহায্য পেতে চাইবে। কিন্তু তবুও মানুষ আগের তুলনায় গরিবই থেকে যাবে, কারণ জলবায়ু পরিবর্তন ইতিমধ্যেই উর্বর জমি ও সম্পদ ধ্বংস করে ফেলবে। এই কথাটি বোঝায় যে এমন ভবিষ্যতে টিকে থাকার জন্য মানুষ কৌশল করবে, কিন্তু জীবনের প্রকৃত অবস্থা আর উন্নত হবে না। কবি এভাবে বোঝাতে চেয়েছেন যে গ্রিনহাউস প্রভাবের কারণে মানবসভ্যতা কতটা হতাশাজনক অবস্থায় পড়বে—অন্য শক্তিশালী দেশগুলির উত্থানের সময় গরিব দেশগুলো শুধু বাঁচার জন্য সংগ্রাম করবে।)

8. How will life be different in the future according to the poem? (কবিতার মতে ভবিষ্যতে জীবন কীভাবে বদলে যাবে?)

OR What changes can be expected in the working pattern due to global warming? (বৈশ্বিক উষ্ণায়নের ফলে কাজের ধরনে কী পরিবর্তন আশা করা যায়?)

OR How does the poem represent suburban and city life in the future? (কবিতায় ভবিষ্যতের শহরতলি ও শহরের জীবন কীভাবে দেখানো হয়েছে?)

OR What will happen to the suburbs and the cities? (শহরতলি ও শহরের কী হবে?)

Ans: The poem predicts that life will be completely transformed by the greenhouse effect. Good fertile land will be so scarce and valuable that suburbs will disappear and turn into farmlands. Cities will again fill up with people who are too poor to own cars. Instead of driving, they will walk to work or travel in crowded trolleys. The streets will not have decorative trees but practical nut trees like elms and oaks, and even front lawns will be used to grow vegetables. Public buildings will also decay due to shortage of money, and ordinary people will have to work after hours to maintain libraries, city halls, and federal buildings. This picture shows how poverty and climate change will change the way people live and work. Life will become simple and hard, with survival as the main focus.

(বাংলা অর্থ: কবিতায় ভবিষ্যতের জীবনকে গ্রিনহাউস প্রভাবের কারণে সম্পূর্ণ বদলে যাওয়া হিসেবে দেখানো হয়েছে। উর্বর জমি এতই দুষ্প্রাপ্য ও মূল্যবান হবে যে শহরতলি হারিয়ে গিয়ে সেখানে চাষের জমি গড়ে উঠবে। শহরগুলো আবার ভরে উঠবে এমন মানুষের ভিড়ে যারা গাড়ি কেনার মতো ধনী হবে না। তারা গাড়ি চালানোর বদলে হেঁটে কাজে যাবে অথবা ভিড় করা ট্রলিতে যাতায়াত করবে। রাস্তায় আর সৌন্দর্যবর্ধক গাছ থাকবে না, বরং থাকবে ফলদ ও কাঠের ব্যবহারযোগ্য গাছ যেমন এল্ম বা ওক, আর সামনের লনের জায়গাতেও সবজি চাষ করা হবে। অর্থের অভাবে সরকারি ভবনগুলো ভেঙে পড়বে, আর সাধারণ মানুষকে অতিরিক্ত সময় দিয়ে লাইব্রেরি, সিটি হল ও ফেডারেল বিল্ডিং মেরামত করতে হবে। এই চিত্র প্রমাণ করে যে দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তন মানুষের জীবনযাত্রা ও কাজের ধরনকে বদলে দেবে। জীবন তখন হবে কঠিন ও সরল, যেখানে টিকে থাকাই হবে প্রধান লক্ষ্য।)

9. Why will the people be too poor to own cars? (মানুষ কেন এত গরিব হয়ে যাবে যে গাড়ি রাখতে পারবে না?)

OR How will people go to their workplaces in the future? (ভবিষ্যতে মানুষ কীভাবে কর্মস্থলে যাবে?)

Ans: The poem says that because of the greenhouse effect, poverty will spread widely among people. Fertile lands will shrink, food will be scarce, and resources will decline. This economic crisis will make people too poor to own cars. As a result, cars will disappear from ordinary life. People will have to adapt by walking long distances to their workplaces or travelling together in crowded trolleys. The poet presents this image to show how modern comforts like private cars will no longer be possible in a world damaged by climate change. Instead of comfort and luxury, people will have to lead a life of hardship and simplicity, struggling daily for survival.

(বাংলা অর্থ: কবিতায় বলা হয়েছে যে গ্রিনহাউস প্রভাবের কারণে মানুষের মধ্যে দারিদ্র্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। উর্বর জমি কমে যাবে, খাদ্য সংকট হবে এবং প্রাকৃতিক সম্পদ হ্রাস পাবে। এই অর্থনৈতিক সংকটের কারণে মানুষ এত গরিব হয়ে যাবে যে তারা আর গাড়ি রাখতে পারবে না। ফলে মানুষের জীবনে গাড়ি অদৃশ্য হয়ে যাবে। মানুষকে পায়ে হেঁটে দীর্ঘ পথ যেতে হবে অথবা ভিড় করা ট্রলিতে একসাথে যাতায়াত করতে হবে। কবি এই চিত্র এঁকেছেন বোঝাতে যে আধুনিক আরামের বস্তু যেমন ব্যক্তিগত গাড়ি জলবায়ু পরিবর্তনে ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে আর সম্ভব হবে না। আরাম ও বিলাসের বদলে মানুষকে কঠিন ও সরল জীবনযাপন করতে হবে, যেখানে প্রতিদিনের সংগ্রামই হবে বাঁচার প্রধান উপায়।)

Long Answer Type Questions Set 4

10. What kind of trees will line the streets according to the poem? (কবিতার মতে রাস্তায় কেমন গাছ থাকবে?)

OR Why will streets be lined with ‘practical nut trees’? (কেন রাস্তায় ‘practical nut trees’ লাগানো হবে?)

OR Why has the poet focused on vegetable cultivation? (কবি কেন সবজি চাষের ওপর জোর দিয়েছেন?)

OR What does the expression ‘with vegetables crowding the front lawn’ mean? (‘with vegetables crowding the front lawn’ কথাটির অর্থ কী?)

Ans: According to the poem, in the future, the streets will be lined with practical nut trees like elms and oaks instead of ornamental trees. Even the lawns in front of houses will no longer be used for beauty but will be crowded with vegetables. The reason is that fertile land will become very scarce and valuable due to the greenhouse effect. People will have no choice but to use every available space for food production. By showing this picture, the poet emphasizes that in a world affected by climate change, survival will depend on practicality, not beauty. Trees and lawns will be seen as sources of food and life, not as decoration. This image shows how deeply human lifestyle and priorities will change under global warming.

(বাংলা অর্থ: কবিতার মতে ভবিষ্যতে রাস্তায় শোভাময় গাছ থাকবে না, বরং থাকবে ব্যবহারযোগ্য ফলদ ও কাঠের গাছ যেমন এল্ম ও ওক। এমনকি বাড়ির সামনের লনও সৌন্দর্যের জন্য নয়, বরং সবজি চাষের জন্য ব্যবহার হবে। এর কারণ হলো গ্রিনহাউস প্রভাবের ফলে উর্বর জমি খুবই দুষ্প্রাপ্য ও মূল্যবান হয়ে উঠবে। মানুষকে বাধ্য হয়ে প্রতিটি খালি জায়গা খাদ্য উৎপাদনের জন্য ব্যবহার করতে হবে। কবি এই চিত্র ব্যবহার করেছেন বোঝাতে যে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত পৃথিবীতে টিকে থাকার জন্য সৌন্দর্যের নয়, বাস্তব প্রয়োজনের ওপর গুরুত্ব দিতে হবে। গাছ ও লনকে তখন আর সৌন্দর্যের বস্তু হিসেবে দেখা হবে না, বরং খাদ্য ও জীবনের উৎস হিসেবে ধরা হবে। এই ছবি দেখায় যে বৈশ্বিক উষ্ণায়ন মানুষের জীবনধারা ও অগ্রাধিকারকে কতটা গভীরভাবে বদলে দেবে।)

11. What is meant by ‘tax base’? (‘Tax base’ বলতে কী বোঝায়?)

OR Why will the tax base be too small? (কেন ‘Tax base’ খুব ছোট হয়ে যাবে?)

Ans: In the poem, ‘tax base’ refers to the amount of money collected from taxes that is used to maintain public buildings and services. The poet says the tax base will be too small because of poverty caused by climate change. As fertile land decreases and people become poorer, they will not have enough income to pay proper taxes. Without sufficient tax revenue, the government will fail to maintain public institutions like libraries, city halls, and federal buildings. This shortage reflects how the economy will collapse under the greenhouse effect. The phrase shows that poverty will affect not only individuals but also the entire structure of society. Even essential services and buildings will deteriorate because there will not be enough financial support. Thus, the poet highlights how deeply global warming will harm civilisation, breaking down both private lives and public institutions.

(বাংলা অর্থ: কবিতায় ‘tax base’ বলতে বোঝানো হয়েছে সেই অর্থের পরিমাণ, যা মানুষের কাছ থেকে কর আদায় করে সরকারি ভবন ও পরিষেবা রক্ষার জন্য ব্যবহৃত হয়। কবি বলেছেন ‘tax base’ খুব ছোট হয়ে যাবে, কারণ জলবায়ু পরিবর্তনের ফলে দারিদ্র্য বাড়বে। উর্বর জমি কমে যাবে এবং মানুষ গরিব হয়ে পড়বে, ফলে তারা যথেষ্ট কর দিতে পারবে না। পর্যাপ্ত কর আদায় না হলে সরকার গ্রন্থাগার, সিটি হল এবং ফেডারেল বিল্ডিং-এর মতো জনসাধারণের প্রতিষ্ঠানগুলো রক্ষণাবেক্ষণ করতে পারবে না। এই অভাব দেখায় যে দারিদ্র্য কেবল ব্যক্তিকে নয়, সমাজের পুরো কাঠামোকেই ক্ষতিগ্রস্ত করবে। এমনকি অত্যাবশ্যক পরিষেবা ও ভবনগুলোও ধ্বংস হতে শুরু করবে, কারণ পর্যাপ্ত অর্থ থাকবে না। কবি এভাবে বোঝাতে চেয়েছেন যে বৈশ্বিক উষ্ণায়ন কীভাবে ব্যক্তিগত জীবন ও সরকারি প্রতিষ্ঠান উভয়কেই ধ্বংস করবে।)

12. Why will citizens have to donate hours after work? (কেন নাগরিকদের অফিস শেষে সময় দান করতে হবে?)

OR How will people help maintain public buildings? (মানুষ কীভাবে সরকারি ভবন রক্ষণাবেক্ষণে সাহায্য করবে?)

OR What kind of works are to be done by the citizens as free labour? (মানুষকে কী ধরনের বিনা মজুরির কাজ করতে হবে?)

Ans: The poet says that in the future, because the tax base will be too small, citizens will have to donate hours after work to maintain public buildings. They will not receive money for this work, but they will do it as a duty to save their community. The poem gives examples of such free labour: raking the lawn of the library and city hall, or repairing the chimney of the federal building. If they fail to do these works, the buildings will collapse, just like the ancient temples of Rome. This shows how poverty will force ordinary people to take responsibility for public services, which normally belong to the government. The poet uses this image to highlight the collapse of organised society and the struggle of people to preserve what remains of civilisation through voluntary labour.

(বাংলা অর্থ: কবি বলেছেন যে ভবিষ্যতে কর থেকে পর্যাপ্ত অর্থ না ওঠার কারণে নাগরিকদের অফিস শেষে সময় দান করতে হবে সরকারি ভবন রক্ষার জন্য। তারা এর জন্য কোনও পারিশ্রমিক পাবে না, বরং সমাজ রক্ষার দায়িত্ব হিসেবে এই কাজ করতে বাধ্য হবে। কবিতায় কিছু উদাহরণ দেওয়া হয়েছে—গ্রন্থাগার ও সিটি হলের লনের ঘাস কেটে রাখা বা ফেডারেল বিল্ডিং-এর চিমনি মেরামত করা। যদি তারা এসব কাজ না করে, তবে ভবনগুলো ভেঙে পড়বে, যেমন রোমান মন্দিরগুলো ভেঙে পড়েছিল। এটি প্রমাণ করে যে দারিদ্র্য মানুষকে এমন কাজে বাধ্য করবে, যা সাধারণত সরকারের দায়িত্ব। কবি এই চিত্র ব্যবহার করেছেন দেখানোর জন্য যে সংগঠিত সমাজ ভেঙে পড়বে এবং মানুষকে বেঁচে থাকার জন্য নিজেরাই সভ্যতার অবশিষ্ট অংশ রক্ষা করতে হবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে।)

Long Answer Type Questions Set 5

13. What public buildings are mentioned in the poem? (কবিতায় কোন কোন সরকারি ভবনের উল্লেখ রয়েছে?)

OR Why has the poet mentioned public buildings like the Library, City Hall, and the Federal Building? (কবি কেন গ্রন্থাগার, সিটি হল এবং ফেডারেল বিল্ডিং-এর মতো ভবনের উল্লেখ করেছেন?)

OR What buildings will require maintenance? (কোন কোন ভবনের রক্ষণাবেক্ষণ প্রয়োজন হবে?)

Ans: The poem mentions important public buildings such as the Library, City Hall, and the Federal Building. These buildings symbolise civilisation, knowledge, governance, and law. The poet says that in the future, due to lack of funds from taxes, these buildings will not be properly maintained. To save them from decay, citizens will have to donate their own labour by raking lawns and repairing chimneys. The mention of these specific buildings is symbolic: it shows that even the core institutions of society, which represent culture and administration, will collapse under climate change if people do not take action. The poet highlights how global warming will not only destroy natural resources but also weaken the very foundation of human society, represented by its important public institutions.

(বাংলা অর্থ: কবিতায় গ্রন্থাগার, সিটি হল এবং ফেডারেল বিল্ডিং-এর মতো গুরুত্বপূর্ণ সরকারি ভবনের উল্লেখ রয়েছে। এই ভবনগুলো সভ্যতা, জ্ঞান, প্রশাসন ও আইনের প্রতীক। কবি বলেছেন যে ভবিষ্যতে কর থেকে পর্যাপ্ত অর্থ না ওঠার কারণে এই ভবনগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হবে না। সেগুলো ভেঙে পড়া থেকে রক্ষা করার জন্য নাগরিকদের নিজেদের শ্রম দান করতে হবে—যেমন লনের ঘাস কাটা বা চিমনি মেরামত করা। এই বিশেষ ভবনগুলোর উল্লেখ প্রতীকীভাবে বোঝায় যে সমাজের মূল প্রতিষ্ঠানগুলোও জলবায়ু পরিবর্তনের ফলে ভেঙে পড়বে, যদি মানুষ ব্যবস্থা না নেয়। কবি এভাবে দেখিয়েছেন যে বৈশ্বিক উষ্ণায়ন কেবল প্রাকৃতিক সম্পদ ধ্বংস করবে না, বরং মানবসমাজের মূল ভীতও দুর্বল করে দেবে।)

14. What historical analogy is used to depict the deterioration of public infrastructure? (সরকারি স্থাপনার ভাঙন বোঝাতে কোন ঐতিহাসিক উপমা ব্যবহার করা হয়েছে?)

OR Why are the temples of Rome mentioned in the poem? (কবিতায় কেন রোমান মন্দিরগুলোর উল্লেখ করা হয়েছে?)

OR What does the comparison of abandoned buildings to Roman temples signify? (অবহেলিত ভবনের সঙ্গে রোমান মন্দিরের তুলনা কী বোঝায়?)

Ans: The poet uses the historical analogy of the fall of Rome to describe the future deterioration of public infrastructure. He says that if citizens do not maintain their buildings, they will fall just like the temples of Rome, which once stood in glory but later collapsed due to neglect and decline of the empire. The comparison is significant because Rome symbolises the height of civilisation, and its fall shows how even great powers can be destroyed. By comparing modern public buildings with Roman temples, the poet warns that human negligence in facing climate change can lead to the same fate. Civilisation may decay slowly, and ordinary people will watch as once-great institutions crumble into ruins. This analogy makes the warning stronger by linking the modern world to a famous historical collapse.

(বাংলা অর্থ: কবি রোমান সাম্রাজ্যের পতনের ঐতিহাসিক উপমা ব্যবহার করেছেন ভবিষ্যতে সরকারি স্থাপনার ভাঙন বোঝাতে। তিনি বলেছেন, যদি নাগরিকরা ভবনগুলোর যত্ন না নেয়, তবে সেগুলো রোমান মন্দিরগুলোর মতো ধ্বংস হয়ে যাবে, যেগুলো একসময় মহিমায় ভরপুর ছিল কিন্তু সাম্রাজ্যের পতন ও অবহেলার কারণে ভেঙে পড়ে। এই তুলনা গুরুত্বপূর্ণ কারণ রোম সভ্যতার শীর্ষস্থানের প্রতীক, আর তার পতন প্রমাণ করে যে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যও ধ্বংস হতে পারে। আধুনিক সরকারি ভবনের সঙ্গে রোমান মন্দিরের তুলনা করে কবি সতর্ক করেছেন যে জলবায়ু পরিবর্তনের প্রতি মানুষের অবহেলা একই পরিণতি ডেকে আনতে পারে। সভ্যতা ধীরে ধীরে ভেঙে পড়বে, আর সাধারণ মানুষ একসময়ের মহৎ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস হতে দেখবে। এই ঐতিহাসিক উপমা কবির সতর্কবাণীকে আরও শক্তিশালী করেছে।)

15. What is meant by ‘Forum’ in the poem? (কবিতায় ‘Forum’ শব্দের অর্থ কী?)

OR Who are ‘they’ and why did they graze there?  (এখানে ‘তারা’ কারা এবং কেন সেখানে চরেছিল?)

OR What does sheep grazing in the Forum signify? (ফোরামে ভেড়ার চারণভূমি কী নির্দেশ করে?)

Ans: In the poem The Greenhouse Effect, the ‘Forum’ refers to the central public square of ancient Rome where political, social, and cultural activities once flourished. The poet mentions sheep grazing in the Forum to show the decline of civilisation after the fall of Rome. Once a symbol of power and grandeur, the Forum later became deserted and ruined. Sheep grazing there represents neglect, decay, and the loss of human achievement. By using this historical analogy, the poet warns that if modern societies ignore climate change and fail to maintain public structures, they too may collapse like Rome. It suggests that even great empires can vanish if citizens remain careless. Thus, the image of sheep grazing in the Forum becomes a strong metaphor for the downfall of human civilisation due to ignorance and negligence.

(The Greenhouse Effect কবিতায় ‘Forum’ বলতে প্রাচীন রোমের কেন্দ্রীয় জনসমাগমস্থলকে বোঝানো হয়েছে, যেখানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড একসময় সমৃদ্ধ ছিল। কবি সেখানে ভেড়ার চরার উল্লেখ করেছেন সভ্যতার পতনের প্রতীক হিসেবে। একসময়ের ক্ষমতা ও জাঁকজমকের প্রতীক ফোরাম পরবর্তীকালে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ভেড়ার চারণভূমি সেখানে অবহেলা, ধ্বংস আর মানুষের কীর্তির বিলুপ্তিকে বোঝায়। কবি এই ঐতিহাসিক উপমা ব্যবহার করে সতর্ক করেছেন—যদি আধুনিক সমাজ জলবায়ু পরিবর্তনকে উপেক্ষা করে এবং জনসাধারণের স্থাপনা রক্ষণাবেক্ষণ না করে, তবে তারাও রোমের মতো পতনের মুখে পড়বে। এটি বোঝায় যে বড় বড় সাম্রাজ্যও নাগরিকদের উদাসীনতায় ধ্বংস হয়ে যেতে পারে। তাই ফোরামে ভেড়ার চরার চিত্র মানবসভ্যতার পতনের এক শক্তিশালী রূপক হয়ে দাঁড়ায়।)

Long Answer Type Questions Set 6

16. What is Carthage in the poem? Why is it mentioned? (কবিতায় ‘Carthage’ বলতে কী বোঝানো হয়েছে? কেন তা উল্লেখ করা হয়েছে?) 

OR “So what if we have lost our high place to stronger Carthages” – What does the poet suggest here? (“তাহলে কী হয়েছে যদি আমরা শক্তিশালী কার্থেজদের কাছে আমাদের শ্রেষ্ঠ স্থান হারিয়ে ফেলি”— এখানে কবি কী বোঝাতে চেয়েছেন) 

OR What do the expressions ‘stronger Carthages’ signify? (‘stronger Carthages’ কথাটির অর্থ কী?)

Ans: In the poem, ‘Carthage’ refers to the ancient city of Carthage, which was once a powerful rival of Rome but was eventually defeated. The poet uses the term ‘stronger Carthages’ to symbolise rising new powers in the world, such as Korea or other nations, who may dominate global trade and politics in the future. By saying “we have lost our high place,” the poet suggests that America and other current powers may lose their supremacy due to climate change and economic decline. The mention of Carthage serves as a reminder that no empire lasts forever, and stronger rivals can always replace the old powers. It highlights the shift of power from declining nations to emerging ones. Thus, the reference to Carthage symbolises both historical change and the inevitable fall of civilisations that fail to adapt to new realities.

(কবিতায় ‘Carthage’ বলতে বোঝানো হয়েছে প্রাচীন কার্থেজ নগরীকে, যা একসময় রোমের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু পরে পরাজিত হয়। কবি ‘stronger Carthages’ শব্দবন্ধ ব্যবহার করেছেন নতুন উদীয়মান শক্তিগুলিকে বোঝাতে, যেমন কোরিয়া বা অন্যান্য দেশ, যারা ভবিষ্যতে বৈশ্বিক বাণিজ্য ও রাজনীতিতে আধিপত্য করবে। “আমরা যদি আমাদের শ্রেষ্ঠ স্থান হারিয়ে ফেলি” কথাটি দ্বারা কবি ইঙ্গিত করেছেন যে আমেরিকা ও অন্যান্য বর্তমান শক্তিশালী দেশগুলো জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক পতনের কারণে তাদের প্রভাব হারাতে পারে। কার্থেজের উল্লেখ স্মরণ করিয়ে দেয় যে কোনো সাম্রাজ্য চিরকাল টিকে থাকে না, এবং নতুন শক্তিগুলো সবসময় পুরনোদের প্রতিস্থাপন করতে পারে। তাই কার্থেজের প্রতীক ব্যবহার করে কবি বোঝাতে চেয়েছেন ক্ষমতার স্থানান্তর এবং সেই সভ্যতার পতন, যারা নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে ব্যর্থ হয়।)

17. What is meant by ‘Korean Armadas’? (‘Korean Armadas’ বলতে কী বোঝানো হয়েছে?)

OR What kind of merchandise will foreign fleets be loaded with? ( বিদেশি নৌবহরে কেমন পণ্য বোঝাই থাকবে?)

OR What will be loaded on the far-flung fleets? (দূরবর্তী নৌবহরে কী বোঝাই করা হবে?)

OR What will be the nature of the merchandise loaded with the Korean armadas? (কোরিয়ান আর্মাডাস-এ বোঝাই করা পণ্যের 

Ans: The phrase ‘Korean Armadas’ in the poem symbolises the rising dominance of Asian nations, particularly Korea, in global trade and naval power. These armadas or fleets will be loaded with merchandise that is cheaper and more affordable than what declining nations like America can produce. The poet imagines a future where these fleets will patrol the seas and control world commerce, while other countries can only watch from the shore. The merchandise represents industrial goods and trade products that will make Korea and similar nations economically stronger. This image also reflects the shifting balance of power, where Western powers lose their position of supremacy. Thus, the Korean armadas stand for the rise of new economic giants whose cheaper products will dominate international markets.

(কবিতার ‘Korean Armadas’ বলতে বোঝানো হয়েছে এশীয় দেশগুলির, বিশেষত কোরিয়ার, বৈশ্বিক বাণিজ্য ও নৌ-শক্তিতে ক্রমবর্ধমান আধিপত্যকে। এই আর্মাডাস বা নৌবহরগুলোতে এমনসব পণ্য বোঝাই থাকবে যা আমেরিকার মতো পতনশীল দেশগুলির তৈরি পণ্যের তুলনায় সস্তা ও সহজলভ্য। কবি এমন এক ভবিষ্যতের ছবি আঁকেন যেখানে এই বহরগুলো সমুদ্র টহল দেবে ও বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করবে, আর অন্যান্য দেশগুলো শুধু তীরে দাঁড়িয়ে তা দেখবে। এই পণ্যগুলো শিল্পজাত দ্রব্য ও বাণিজ্যসামগ্রীকে বোঝায়, যা কোরিয়া ও অনুরূপ দেশগুলোকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলবে। এই চিত্র আরও বোঝায় ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন, যেখানে পশ্চিমা দেশগুলো তাদের প্রভাব হারাচ্ছে। তাই কোরিয়ান আর্মাডাস নতুন অর্থনৈতিক শক্তিগুলির প্রতীক, যাদের সস্তা পণ্য আন্তর্জাতিক বাজারে আধিপত্য বিস্তার করবে।)

18. Why will the poet be glad to watch from the beach as the lights from the Korean Armadas pass? (কবি কেন কোরিয়ান আর্মাডাসের আলো তীর থেকে দেখতে খুশি হবেন?) 

OR What will people witness on the seashore during the rise of Korean armadas? (কোরিয়ান আর্মাডাসের উত্থানের সময় মানুষ সমুদ্রতীরে কী প্রত্যক্ষ করবে?)

OR “We’ll be glad to watch from the beach” – What does it mean? ( “আমরা খুশি হব সৈকত থেকে দেখতে”—এখানে কী বোঝানো হয়েছে?)

Ans: The poet says people will be glad to watch the lights of Korean armadas from the beach, which symbolises a passive acceptance of losing power and dominance. Instead of competing, citizens of declining nations will remain spectators, watching stronger countries take control of world trade. This image shows a mixture of resignation and irony, as people prefer entertainment and leisure over political struggle. They will accept the rise of others and comfort themselves by enjoying music and beach life. It also reflects human indifference towards serious global changes, as long as personal pleasures remain. The line suggests that instead of fighting to regain supremacy, people will distract themselves by admiring foreign power from a distance.

(কবি বলেন, মানুষ কোরিয়ান আর্মাডাসের আলো তীর থেকে দেখে খুশি হবে, যা ক্ষমতা ও আধিপত্য হারানোর প্রতি এক প্রকার নীরব মেনে নেওয়াকে প্রতীকীভাবে বোঝায়। প্রতিযোগিতা করার পরিবর্তে পতনশীল দেশের নাগরিকরা কেবল দর্শক হয়ে থাকবে, আর শক্তিশালী দেশগুলিকে বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রণ নিতে দেখবে। এই চিত্রে বিদ্রূপ ও আত্মসমর্পণ দুটোই মিশে আছে—মানুষ রাজনৈতিক সংগ্রামের পরিবর্তে বিনোদন ও আনন্দকেই বেশি গুরুত্ব দেবে। তারা অন্যদের উত্থান মেনে নেবে এবং সৈকতের সঙ্গীত ও আনন্দে নিজেদের সান্ত্বনা খুঁজবে। এটি আরও বোঝায় যে মানুষ যতদিন ব্যক্তিগত আনন্দে মগ্ন থাকে, ততদিন তারা বৈশ্বিক পরিবর্তনের গুরুতর বিষয়গুলোকে উপেক্ষা করে। এই লাইন দেখায় যে আধিপত্য পুনরুদ্ধারের চেষ্টা না করে মানুষ দূর থেকে বিদেশি শক্তিকে প্রশংসা করেই সন্তুষ্ট হবে।)

Long Answer Type Questions Set 7

19. What does the phrase “Let them have their little time in the sun” mean? (“তাদের সূর্যের নিচে সামান্য সময়টা কাটাতে দাও”—এই কথার মানে কী?)

OR Who will say this, about whom, and in what context? (কে এটি বলবে, কাদের সম্পর্কে, এবং কোন প্রসঙ্গে?)

Ans: The phrase “Let them have their little time in the sun” refers to the temporary rise of new powers like Korea and other nations who will dominate the future world. The poet imagines people of declining nations saying this to console themselves, acknowledging that every empire has its moment of glory before fading. It reflects a sense of detachment, as people accept that they can no longer lead but are willing to let others enjoy dominance. The phrase carries both irony and realism, as it suggests that today’s strong nations may tomorrow be forgotten. It emphasises the cycle of history, where power shifts from one civilisation to another. Thus, the poet presents the fall of current powers and the rise of new ones as natural and inevitable.

(“তাদের সূর্যের নিচে সামান্য সময়টা কাটাতে দাও” কথাটি বোঝায় নতুন শক্তিগুলির অস্থায়ী উত্থানকে—যেমন কোরিয়া ও অন্যান্য দেশ, যারা ভবিষ্যৎ পৃথিবীতে আধিপত্য করবে। কবি কল্পনা করেন পতনশীল দেশগুলির মানুষ এই কথাটি বলে নিজেদের সান্ত্বনা দেবে, স্বীকার করবে যে প্রতিটি সাম্রাজ্যের গৌরবের সময় থাকে, তারপর তা ম্লান হয়ে যায়। এটি এক ধরনের উদাসীনতাকে বোঝায়, কারণ মানুষ মেনে নেয় যে তারা আর নেতৃত্ব দিতে পারবে না, কিন্তু অন্যদের আধিপত্য ভোগ করতে দেবে। কথাটিতে বিদ্রূপ ও বাস্তবতা দুই-ই আছে, কারণ এটি ইঙ্গিত করে আজকের শক্তিশালী দেশগুলো কাল হয়তো বিস্মৃত হবে। এটি ইতিহাসের চক্রকেই তুলে ধরে, যেখানে ক্ষমতা এক সভ্যতা থেকে আরেক সভ্যতায় সরে যায়। তাই কবি বর্তমান শক্তির পতন ও নতুনদের উত্থানকে স্বাভাবিক ও অনিবার্য বলে দেখিয়েছেন।)

20. What is meant by ‘native beach band’? (native beach band’ বলতে কী বোঝানো হয়েছে?)

OR What music is mentioned in the poem and in what context? (কবিতায় কোন সঙ্গীতের উল্লেখ আছে এবং কোন প্রসঙ্গে?)

OR How will people enjoy their time in the future? ( ভবিষ্যতে মানুষ কীভাবে আনন্দ উপভোগ করবে?)

Ans: In the poem, the ‘native beach band’ refers to the local music groups that play near the beach, entertaining people. The poet imagines a future where, despite the loss of national power and economic decline, citizens will distract themselves with music and leisure. Instead of resisting or worrying about global changes, people will sway to the tunes of their beach band, enjoying simple pleasures. This shows human tendency to ignore serious problems by turning to entertainment. The reference also carries irony, as while the world undergoes major shifts in power and climate, people will escape reality through music. Thus, the ‘native beach band’ symbolises both cultural continuity and human escapism, showing how society might choose distraction over responsibility in times of crisis.

(কবিতায় ‘native beach band’ বলতে বোঝানো হয়েছে স্থানীয় সংগীতদলকে, যারা সমুদ্রতীরে গান বাজিয়ে মানুষকে আনন্দ দেয়। কবি এমন এক ভবিষ্যতের কথা কল্পনা করেছেন, যেখানে জাতীয় শক্তি ও অর্থনৈতিক প্রভাব হারালেও নাগরিকরা সংগীত ও বিনোদনের মধ্যে ডুবে নিজেদের সান্ত্বনা খুঁজবে। বৈশ্বিক পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ করার পরিবর্তে তারা সৈকতের গানের তালে দুলে সহজ আনন্দ উপভোগ করবে। এটি মানুষের সেই প্রবণতাকেই দেখায়, যেখানে তারা গুরুতর সমস্যাকে উপেক্ষা করে বিনোদনে মেতে ওঠে। এখানে বিদ্রূপও রয়েছে, কারণ যখন পৃথিবীতে ক্ষমতা ও জলবায়ুর বড় পরিবর্তন ঘটবে, তখন মানুষ সংগীতের মাধ্যমে বাস্তবতা থেকে পালাতে চাইবে। তাই ‘native beach band’ প্রতীক হয়ে দাঁড়ায় সাংস্কৃতিক ধারাবাহিকতা ও মানবিক পলায়নবৃত্তির, যা দেখায় যে সংকটকালে সমাজ দায়িত্বের পরিবর্তে আনন্দকেই বেছে নিতে পারে।)

21.What does the final image of “Ignoring the hits from the Arctic on the radio” signify? (“Ignoring the hits from the Arctic on the radio” চূড়ান্ত চিত্রের অর্থ কী?)

OR What are ‘hits from the Arctic on the radio’? (‘hits from the Arctic on the radio’ বলতে কী বোঝানো হয়েছে?)

OR Why does the poet describe people ignoring ‘hits from the Arctic’? (কবি কেন মানুষকে Arctic-এর খবর উপেক্ষা করতে দেখিয়েছেন?)

Ans: The phrase “Ignoring the hits from the Arctic on the radio” refers to people overlooking warnings about climate change. The ‘hits from the Arctic’ symbolize severe environmental events, such as melting ice, extreme cold waves, or reports of ecological imbalance from polar regions. The poet describes people ignoring these warnings to highlight human indifference and denial regarding the effects of climate change. Even though serious environmental changes occur, people continue their daily lives, distracted by entertainment and leisure. This image reinforces the theme of negligence, showing how society may ignore crucial warnings until it is too late. The poet uses this final image to stress that ignoring scientific and environmental alerts can have disastrous consequences for humanity and the planet.

(“Ignoring the hits from the Arctic on the radio” অর্থ মানুষ জলবায়ু পরিবর্তনের সতর্কবার্তা উপেক্ষা করছে। ‘hits from the Arctic’ প্রান্তিক অঞ্চলের মারাত্মক পরিবেশগত ঘটনার প্রতীক, যেমন বরফ গলন, চরম ঠাণ্ডা, বা পরিবেশগত ভারসাম্যহীনতার খবর। কবি মানুষকে এই সতর্কবার্তা উপেক্ষা করতে দেখিয়েছেন মানব অবহেলা ও অস্বীকারকে ফুটিয়ে তুলতে। গুরুতর পরিবেশ পরিবর্তন ঘটলেও মানুষ তাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত থাকে, বিনোদন ও আনন্দে মনোযোগ দেয়। এই চিত্রটি অবহেলার থিমকে জোরদার করে, দেখায় সমাজ গুরুত্বপূর্ণ সতর্কবার্তা উপেক্ষা করতে পারে যতক্ষণ না খুব দেরি হয়ে যায়। কবি এই চূড়ান্ত চিত্র ব্যবহার করে সতর্ক করেছেন যে বৈজ্ঞানিক এবং পরিবেশগত সতর্কতা উপেক্ষা করলে মানবজাতি এবং পৃথিবীর জন্য বিপর্যয় ঘটতে পারে।)

Long Answer Type Questions Set 8

22. How does the poem depict the impact of climate change on agriculture? (কবিতায় জলবায়ু পরিবর্তনের কৃষি ক্ষেত্রে প্রভাব কিভাবে দেখানো হয়েছে?)

OR How does the poem represent the future of work? (কবিতায় ভবিষ্যতের শ্রম বা কাজের চিত্র কেমন দেখানো হয়েছে?)

Ans: The poem shows that climate change will severely affect agriculture. Grain belts will slide toward the poles, and fertile lands will turn into dust bowls. This means food production will decline, causing poverty and scarcity. Cities will become overcrowded as suburbs revert to farms, showing that humans will need to adapt their lifestyles. People will walk to work or use trolleys instead of cars, and practical planting like nut trees and vegetables will line the streets and lawns. Work will become more community-oriented, as citizens will need to maintain public buildings like libraries and city halls themselves. The poet emphasizes that humans must adjust their activities and take responsibility for environmental damage to continue productive work and sustain life in the future.

(কবিতায় দেখানো হয়েছে যে জলবায়ু পরিবর্তন কৃষির উপর মারাত্মক প্রভাব ফেলবে। শস্য উৎপাদন অঞ্চলগুলো মেরুর দিকে সরে যাবে, আর উর্বর জমি ধূলিধূসর মরুভূমিতে পরিণত হবে। এর ফলে খাদ্য উৎপাদন কমে যাবে, যা দারিদ্র্য এবং অভাব সৃষ্টি করবে। শহরগুলো জনাকীর্ণ হয়ে উঠবে, শহরতলির জায়গায় চাষের জমি গড়ে উঠবে, যা দেখায় মানুষকে তাদের জীবনধারায় পরিবর্তন আনতে হবে। মানুষ গাড়ি না ব্যবহার করে হেঁটে বা ট্রলিতে কাজের জায়গায় যাবে, আর রাস্তায় ও লনের পাশে পুষ্টিকর চাষ যেমন বাদাম, সবজি দেখা যাবে। কাজ আরও সম্প্রদায়ভিত্তিক হবে, কারণ নাগরিকদেরই লাইব্রেরি, সিটি হলের মতো সরকারি ভবন রক্ষণাবেক্ষণ করতে হবে। কবি জোর দিয়েছেন যে মানুষকে তাদের কর্মকাণ্ড সামঞ্জস্য করতে হবে এবং পরিবেশের ক্ষতির জন্য দায়িত্ব নিতে হবে, যাতে ভবিষ্যতে উৎপাদনশীল কাজ এবং জীবন বজায় রাখা যায়।)

23. What does the poem predict about economic recessions in the future? (কবিতায় ভবিষ্যতের অর্থনৈতিক মন্দা বা মন্দার চিত্র কীভাবে দেখানো হয়েছে?)

OR What is the picture of international relations in the future world? (ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্কের চিত্র কী?)

Ans: The poem predicts that economic recessions will affect many countries, leaving people poorer than before. Aid from other nations may not be enough to improve the situation. The poet imagines a world where economic imbalance and climate change reduce wealth and productivity. In international relations, stronger countries, like Korea, will dominate trade with cheaper goods, while declining nations lose influence. The poem shows a future world with unequal powers, economic struggles, and dependence on emerging economies. People in affected regions will struggle for resources, live more simply, and engage in community labour to maintain essential public services. This reflects a world where economic and environmental challenges force nations and individuals to adjust and survive.

(কবিতায় ভবিষ্যতে অর্থনৈতিক মন্দার প্রভাব অনেক দেশে পড়বে এবং মানুষ আগের চেয়ে দরিদ্র হয়ে যাবে। অন্যান্য দেশের সাহায্য পরিস্থিতি উন্নত করতে যথেষ্ট হবে না। কবি এমন একটি পৃথিবীর কল্পনা করেছেন যেখানে অর্থনৈতিক ভারসাম্যহীনতা এবং জলবায়ু পরিবর্তন ধনসম্পদ ও উৎপাদনশীলতা কমিয়ে দেবে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিশালী দেশ, যেমন কোরিয়া, সস্তা পণ্যের মাধ্যমে বাণিজ্যে আধিপত্য করবে, আর পতনশীল দেশগুলোর প্রভাব কমে যাবে। কবিতা দেখায় এমন ভবিষ্যতের পৃথিবী যেখানে ক্ষমতার অমিত, অর্থনৈতিক সমস্যা এবং উদীয়মান অর্থনীতির উপর নির্ভরশীলতা দেখা যাবে। প্রভাবিত অঞ্চলের মানুষ সম্পদ সংগ্রহে সংগ্রাম করবে, সরলভাবে জীবনযাপন করবে, এবং প্রয়োজনীয় সরকারি পরিষেবাগুলো বজায় রাখতে সম্প্রদায়ভিত্তিক শ্রম করবে। এটি দেখায় যে অর্থনৈতিক ও পরিবেশগত চ্যালেঞ্জগুলো মানুষ ও রাষ্ট্রকে অভিযোজন করতে বাধ্য করবে।)

24.What is the role of nature in the projected future? (projected বা ভবিষ্যৎ চিত্রে প্রকৃতির ভূমিকা কী?)

Ans: Nature in the poem is both a victim and a guide. Climate change caused by human negligence alters landscapes, agriculture, and resources. Forests, fertile lands, and public spaces are affected, requiring humans to adapt their living and working patterns. Trees, vegetables, and practical planting along streets and lawns represent humans trying to work with nature to sustain life. Nature also acts as a warning system: melting ice, shifting grain belts, and extreme weather show consequences if humans ignore their responsibilities. The poem shows that humans cannot dominate or exploit nature indefinitely without consequences. Future life will depend on acknowledging nature’s limits, cooperating with it, and finding sustainable ways to live. The poet emphasizes that survival requires respect for natural cycles, careful management of resources, and proactive measures to prevent environmental disaster.

(কবিতায় প্রকৃতি একই সাথে শিকারী এবং পথপ্রদর্শক। মানুষের অবহেলার কারণে জলবায়ু পরিবর্তন ভূদৃশ্য, কৃষি ও সম্পদকে প্রভাবিত করে। বন, উর্বর জমি এবং জনসমাগমের স্থান ক্ষতিগ্রস্ত হয়, ফলে মানুষকে জীবনধারা এবং কাজের ধরণ পরিবর্তন করতে হবে। রাস্তা এবং লনের পাশে গাছ, সবজি এবং প্রয়োজনমতো চাষ মানুষকে প্রকৃতির সঙ্গে কাজ করে জীবন বজায় রাখার প্রচেষ্টার প্রতীক। প্রকৃতিও সতর্কবার্তা হিসেবে কাজ করে: বরফ গলন, শস্য উৎপাদন অঞ্চল পরিবর্তন, চরম আবহাওয়া—সবই মানুষের দায়িত্ব উপেক্ষার পরিণতি দেখায়। কবিতা দেখায় যে মানুষ অনির্দিষ্টকাল প্রকৃতিকে শাসন বা শোষণ করতে পারবে না। ভবিষ্যতের জীবন নির্ভর করবে প্রকৃতির সীমা স্বীকার, তার সঙ্গে সমন্বয়, এবং টেকসই জীবনযাত্রার পন্থা খুঁজে বের করার উপর। কবি জোর দেন যে টিকে থাকার জন্য প্রাকৃতিক চক্রের প্রতি শ্রদ্ধা, সম্পদের সচেতন ব্যবস্থাপনা এবং পরিবেশগত বিপর্যয় প্রতিরোধে পদক্ষেপ নেওয়া আবশ্যক।)

Long Answer Type Questions Set 9

25. What does the poet express regarding wealth and power? (ধন-সম্পদ এবং ক্ষমতা সম্পর্কে কবি কী প্রকাশ করেছেন?

Ans: The poet expresses that wealth and power are temporary and fragile. Nations that are strong today may lose their supremacy due to climate change, economic decline, or environmental negligence. Even great empires like Rome fell when they failed to maintain infrastructure and resources. Similarly, modern nations may see the rise of others, like Korea, with cheaper goods and stronger influence. The poem shows that material wealth and political power alone cannot protect a nation from ecological or social decline. True security and survival depend on understanding nature, responsible governance, and sustainable practices. By highlighting the shifting balance of global power, the poet reminds readers that wealth and dominance are not permanent and human civilization must adapt to changing conditions to remain prosperous.

(কবি প্রকাশ করেছেন যে ধন-সম্পদ এবং ক্ষমতা অস্থায়ী এবং ভঙ্গুর। আজকের শক্তিশালী দেশগুলো জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক পতন বা পরিবেশগত অবহেলার কারণে তাদের আধিপত্য হারাতে পারে। রোমের মতো মহান সাম্রাজ্যও অবকাঠামো এবং সম্পদ রক্ষণাবেক্ষণে ব্যর্থ হলে পতিত হয়েছিল। অনুরূপভাবে, আধুনিক দেশগুলো অন্যদের, যেমন কোরিয়ার, উত্থান দেখবে, যাদের পণ্য সস্তা এবং প্রভাব শক্তিশালী। কবিতা দেখায় যে কেবল ভৌত সম্পদ ও রাজনৈতিক ক্ষমতা একটি দেশকে পরিবেশগত বা সামাজিক পতন থেকে রক্ষা করতে পারে না। প্রকৃতিকে বোঝা, দায়িত্বশীল শাসন এবং টেকসই চর্চা সত্যিকারের নিরাপত্তা ও টিকে থাকার উপায়। বিশ্ব ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের মাধ্যমে কবি মনে করিয়ে দেন যে ধন ও আধিপত্য স্থায়ী নয় এবং মানবসভ্যতাকে সমৃদ্ধ থাকতে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হবে।)

26. What is the poet’s attitude regarding the fall of America? (আমেরিকার পতন সম্পর্কে কবির মনোভাব কী?)

OR What does the poem indicate about globalisation? (কবিতা বৈশ্বিকীকরণের বিষয়ে কী নির্দেশ করে?)

Ans: The poet suggests that even strong nations like America may lose their dominance due to climate change, economic challenges, and environmental neglect. He emphasizes that no country can remain permanently powerful if it ignores natural limits and global responsibilities. The poem also reflects on globalisation, showing that other nations, like Korea, may rise in trade and influence, selling goods cheaper and more efficiently. Human civilization must adapt, cooperate, and acknowledge global interdependence. The poet maintains a neutral and realistic attitude, neither celebrating America’s decline nor condemning it, but using it as a warning to all nations. The focus is on learning from environmental and economic changes and preparing for a balanced future.

(কবি প্রকাশ করেছেন যে আমেরিকার মতো শক্তিশালী দেশও জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং পরিবেশগত অবহেলার কারণে তাদের আধিপত্য হারাতে পারে। তিনি জোর দেন যে কোন দেশই স্থায়ীভাবে শক্তিশালী থাকতে পারবে না যদি তা প্রাকৃতিক সীমা ও বৈশ্বিক দায়িত্ব উপেক্ষা করে। কবিতায় বৈশ্বিকীকরণের প্রতিফলনও দেখা যায়, যেখানে অন্য দেশ যেমন কোরিয়া বাণিজ্য ও প্রভাব বৃদ্ধি করবে, পণ্য সস্তা ও কার্যকরভাবে বিক্রি করবে। মানবসভ্যতাকে অভিযোজন করতে হবে, সহযোগিতা করতে হবে এবং বৈশ্বিক আন্তঃনির্ভরতা স্বীকার করতে হবে। কবি নিরপেক্ষ ও বাস্তবধর্মী মনোভাব রাখছেন, আমেরিকার পতনকে উদযাপন বা নিন্দা করছেন না, বরং এটিকে সতর্কবার্তা হিসেবে দেখিয়েছেন। মূল লক্ষ্য হলো পরিবেশগত ও অর্থনৈতিক পরিবর্তন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া।)

27. How does the poem relate to the current scientific understanding of climate change? (কবিতা কীভাবে বর্তমান বৈজ্ঞানিক ধারণার সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক স্থাপন করে?)

OR Is The Greenhouse Effect a scientific treatise? (The Greenhouse Effect কি একটি বৈজ্ঞানিক প্রবন্ধ?)

Ans: The poem is not a scientific treatise, but it reflects scientific understanding of climate change through imaginative projection. Carl Dennis presents consequences of global warming, such as shifting grain belts, barren lands, rising sea levels, and extreme weather. These ideas are consistent with scientific predictions about climate change impacts on agriculture, ecosystems, and human societies. By using metaphor, visual imagery, and narrative, the poet communicates complex scientific concepts in an accessible and emotional way. The poem raises awareness, urging humans to take responsibility and adopt sustainable practices. While not technical or data-driven, it aligns with scientific consensus and effectively bridges art and science to inspire reflection and action.

(কবিতা একটি বৈজ্ঞানিক প্রবন্ধ নয়, তবে তা বৈজ্ঞানিক ধারণার সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক প্রদর্শন করে কল্পনাপ্রসূত চিত্রের মাধ্যমে। কার্ল ডেনিস বৈশ্বিক উষ্ণায়নের ফলাফল দেখিয়েছেন, যেমন শস্য উৎপাদন অঞ্চলের সরে যাওয়া, মরুভূমি, সমুদ্রস্তরের বৃদ্ধি এবং চরম আবহাওয়া। এই ধারণাগুলো বৈজ্ঞানিক পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা কৃষি, বাস্তুতন্ত্র এবং মানব সমাজের ওপর প্রভাব দেখায়। কবি রূপক, চিত্রকল্প এবং বর্ণনার মাধ্যমে জটিল বৈজ্ঞানিক বিষয়গুলো সহজ ও আবেগময়ভাবে উপস্থাপন করেছেন। কবিতা সচেতনতা বাড়ায় এবং মানুষকে দায়িত্ব গ্রহণ এবং টেকসই চর্চা অবলম্বনের জন্য উদ্বুদ্ধ করে। যদিও এটি প্রযুক্তিগত বা তথ্য-ভিত্তিক নয়, এটি বৈজ্ঞানিক সমঝোতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং শিল্প ও বিজ্ঞানকে সংযুক্ত করে চিন্তা ও পদক্ষেপের আহ্বান জানায়।)

Long Answer Type Questions Set 10

28. In what ways does The Greenhouse Effect critique modern consumerism? (The Greenhouse Effect কীভাবে আধুনিক ভোগবাদ/উপভোক্তা সংস্কৃতিকে সমালোচনা করে?)

Ans: The poem critiques modern consumerism by showing how excessive focus on material wealth contributes to environmental degradation. People prioritize cars, city comforts, and luxury over sustainable living, ignoring the consequences of global warming. Suburbs, farmlands, and resources are transformed due to human exploitation. Even public buildings deteriorate because citizens depend on others and fail to maintain communal infrastructure. Dennis illustrates a future where consumer habits collapse under environmental pressures, forcing humans to adopt simpler, cooperative, and resource-conscious lifestyles. The poem emphasizes that unchecked consumption not only harms the environment but also undermines social cohesion, equity, and the ability to respond to ecological crises.

(কবিতায় আধুনিক ভোগবাদ সমালোচিত হয়েছে, কারণ অতিরিক্ত ধন-সম্পদ ও ভোগের প্রতি মানুষ মনোযোগ দেয় এবং পরিবেশের ক্ষতি ঘটায়। মানুষ গাড়ি, শহরের সুবিধা এবং বিলাসিতা প্রাধান্য দেয়, কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলাফল উপেক্ষা করে। শহরতলি, চাষের জমি এবং সম্পদ মানব শোষণের কারণে পরিবর্তিত হয়। এমনকি সরকারি ভবনগুলোও নষ্ট হয়ে যায়, কারণ নাগরিকরা অন্যদের উপর নির্ভরশীল এবং সামষ্টিক অবকাঠামো রক্ষণাবেক্ষণে ব্যর্থ। ডেনিস এমন একটি ভবিষ্যত দেখিয়েছেন যেখানে ভোগের অভ্যাস পরিবেশগত চাপের নিচে ভেঙে পড়ে, মানুষকে সহজ, সহযোগী এবং সম্পদ সচেতন জীবনধারা গ্রহণ করতে বাধ্য করে। কবিতা জোর দেয় যে নিয়ন্ত্রিত না হওয়া ভোগ না শুধু পরিবেশকে ক্ষতি করে, সামাজিক সংহতি ও সমতা এবং পরিবেশগত সংকট মোকাবেলার সক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করে।)

29. How does the poem blend political and personal reflections? (কবিতা কীভাবে রাজনৈতিক এবং ব্যক্তিগত প্রতিফলনকে একত্রিত করেছে?)

Ans: The poem blends political and personal reflections by showing how global environmental issues affect individual lives and national policies. Politically, it discusses shifting global power, economic decline, and resource scarcity. Personally, it illustrates the changes in daily life, such as walking to work, maintaining public buildings, and growing vegetables in front lawns. By combining these perspectives, the poet shows the interconnectedness of societal governance, environmental responsibility, and individual adaptation. The poem suggests that personal action, like community labor, is necessary to address political and environmental challenges. This approach makes the consequences of climate change tangible and relatable, demonstrating that politics, ecology, and personal life are inseparably linked.

(কবিতায় রাজনৈতিক এবং ব্যক্তিগত প্রতিফলন একত্রিত হয়েছে, কারণ বৈশ্বিক পরিবেশগত সমস্যাগুলি কিভাবে ব্যক্তিগত জীবন এবং জাতীয় নীতি প্রভাবিত করে তা দেখানো হয়েছে। রাজনৈতিকভাবে, এটি বিশ্ব ক্ষমতার স্থানান্তর, অর্থনৈতিক পতন এবং সম্পদের অভাব নিয়ে আলোচনা করে। ব্যক্তিগতভাবে, দৈনন্দিন জীবনের পরিবর্তন দেখানো হয়েছে, যেমন হেঁটে কাজে যাওয়া, সরকারি ভবন রক্ষণাবেক্ষণ করা এবং লনের সামনে সবজি চাষ। এই দৃষ্টিভঙ্গি একত্রিত করে কবি দেখান যে সামাজিক শাসন, পরিবেশগত দায়িত্ব এবং ব্যক্তিগত অভিযোজন অঙ্গাঙ্গীভাবে সংযুক্ত। কবিতা প্রস্তাব করে যে ব্যক্তিগত পদক্ষেপ, যেমন সম্প্রদায়ভিত্তিক শ্রম, রাজনৈতিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন। এটি জলবায়ু পরিবর্তনের প্রভাবকে স্পষ্ট ও সম্পর্কযোগ্য করে তোলে, দেখায় যে রাজনীতি, পরিবেশ ও ব্যক্তিগত জীবন অবিচ্ছেদ্যভাবে যুক্ত।)

30. What emotions does Carl Dennis express through the poem? (কার্ল ডেনিস কবিতার মাধ্যমে কোন অনুভূতি প্রকাশ করেছেন?)

Ans: Carl Dennis expresses concern, warning, and reflective sadness through the poem. He worries about the consequences of climate change and human negligence on society and the planet. The poem conveys caution, urging people to take responsibility for environmental degradation. Dennis also expresses reflective sadness, imagining the collapse of cities, public infrastructure, and traditional ways of life. Despite these warnings, he shows resilience and hope that small efforts, awareness, and adaptation can help sustain human civilization. The overall emotional tone combines anxiety about the future with a sense of moral responsibility and the possibility of positive action.

(কার্ল ডেনিস কবিতার মাধ্যমে উদ্বেগ, সতর্কতা এবং চিন্তাশীল দুঃখ প্রকাশ করেছেন। তিনি সমাজ ও পৃথিবীর ওপর জলবায়ু পরিবর্তন এবং মানুষের অবহেলার পরিণতি নিয়ে উদ্বিগ্ন। কবিতায় সতর্কবার্তা রয়েছে, মানুষকে পরিবেশগত ক্ষতির জন্য দায়িত্ব নিতে প্ররোচিত করা হয়েছে। ডেনিস চিন্তাশীল দুঃখও প্রকাশ করেছেন, শহর, সরকারি অবকাঠামো এবং জীবনযাত্রার ঐতিহ্য পতনের কল্পনা করে। এই সতর্কতার মধ্যেও তিনি দৃঢ়তা ও আশা দেখিয়েছেন যে ছোট প্রচেষ্টা, সচেতনতা এবং অভিযোজন মানবসভ্যতা বজায় রাখতে সাহায্য করতে পারে। মোটামুটি আবেগের সুর হলো ভবিষ্যতের জন্য উদ্বেগ, নৈতিক দায়িত্ববোধ এবং ইতিবাচক পদক্ষেপের সম্ভাবনা।)

Long Answer Type Questions Set 11

31. What does the poem suggest about humanity’s relationship with nature? (কবিতা মানবজাতির প্রকৃতির সঙ্গে সম্পর্ক সম্পর্কে কী নির্দেশ করে?)

OR How does it address the tension between human desire and environmental limits? (এটি কীভাবে মানব ইচ্ছা এবং পরিবেশগত সীমার মধ্যে টানাপোড়েন দেখায়?)

Ans: The poem emphasizes that humanity cannot exploit nature without consequences. Human desire for wealth, comfort, and power often conflicts with environmental limits, causing degradation and disasters. Dennis suggests that unless humans acknowledge these limits, adapt their lifestyles, and take responsibility, civilization will suffer. Nature acts as both a warning and a framework for survival, indicating that humans must cooperate with ecological cycles. By showing how daily life and global systems are affected by environmental neglect, the poem highlights the tension between desire and sustainability. It advocates balance, respect for natural limits, and conscious action to maintain harmony between human ambition and ecological stability.

(কবিতা জোর দিয়ে দেখায় যে মানুষ প্রকৃতিকে শোষণ করতে পারবে না বিনা ফলাফলের। ধন, স্বাচ্ছন্দ্য এবং ক্ষমতার প্রতি মানুষের ইচ্ছা প্রায়শই পরিবেশগত সীমার সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে, যা ক্ষয় ও বিপর্যয় ঘটায়। ডেনিস জানান যে যদি মানুষ এই সীমা স্বীকার না করে, জীবনধারায় পরিবর্তন না আনে এবং দায়িত্ব না নেয়, তাহলে সভ্যতা ক্ষতিগ্রস্ত হবে। প্রকৃতি সতর্কবার্তা এবং টিকে থাকার নির্দেশিকা হিসেবে কাজ করে, দেখায় যে মানুষকে বাস্তুতন্ত্রের চক্রের সঙ্গে সহযোগিতা করতে হবে। দৈনন্দিন জীবন ও বৈশ্বিক ব্যবস্থার ওপর পরিবেশগত অবহেলার প্রভাব দেখিয়ে কবিতা ইচ্ছা এবং টেকসইতার মধ্যে টানাপোড়েন তুলে ধরে। এটি সমতা, প্রকৃতির সীমার প্রতি শ্রদ্ধা এবং সচেতন পদক্ষেপের আহ্বান জানায়।)

32.What social implications have been hinted at in the poem? (কবিতায় কোন সামাজিক প্রভাব/পরিণতি ইঙ্গিত করা হয়েছে?)

Ans: The poem hints at social consequences like poverty, inequality, and community labor. As climate change affects agriculture and resources, people become poorer, and traditional economic structures may collapse. Suburbs may turn into farms, and citizens will need to maintain public buildings themselves. Urban areas become crowded, and reliance on cars decreases, changing daily life. The poem suggests that environmental neglect forces communities to adapt, cooperate, and share responsibilities. Social cohesion, equity, and survival will depend on collective efforts, practical skills, and sustainable practices. The poet implies that environmental crises have profound social impacts, affecting lifestyles, governance, and the distribution of wealth and resources.

(কবিতায় দারিদ্র্য, অসমতা এবং সম্প্রদায়ভিত্তিক শ্রমের মতো সামাজিক প্রভাব ইঙ্গিত করা হয়েছে। জলবায়ু পরিবর্তন কৃষি ও সম্পদকে প্রভাবিত করলে মানুষ দারিদ্র্যাপন্ন হবে, এবং প্রচলিত অর্থনৈতিক কাঠামো ধ্বংসের পথে যাবে। শহরতলি চাষের জমিতে পরিণত হবে, এবং নাগরিকদের নিজেদেরই সরকারি ভবন রক্ষণাবেক্ষণ করতে হবে। শহরগুলো জনাকীর্ণ হয়ে উঠবে, এবং গাড়ির উপর নির্ভর কমবে, যা দৈনন্দিন জীবন পরিবর্তন করবে। কবিতা দেখায় যে পরিবেশগত অবহেলা সম্প্রদায়কে অভিযোজন, সহযোগিতা এবং দায়িত্ব ভাগাভাগি করতে বাধ্য করবে। সামাজিক সংহতি, সমতা এবং টিকে থাকা সংগ্রামী প্রচেষ্টা, ব্যবহারিক দক্ষতা এবং টেকসই চর্চার উপর নির্ভর করবে। কবি ইঙ্গিত দেন যে পরিবেশগত সংকটের গভীর সামাজিক প্রভাব রয়েছে, যা জীবনধারা, শাসনব্যবস্থা এবং সম্পদ বণ্টনকে প্রভাবিত করে।)

33. Write a short note on the language of the poem. (কবিতার ভাষা নিয়ে সংক্ষিপ্ত মন্তব্য লিখুন।

Ans: The language of The Greenhouse Effect is simple, clear, and vivid. Carl Dennis uses accessible words to describe complex issues like climate change, global warming, and social adaptation. Visual imagery, metaphors, and concrete details, such as nut trees, vegetables, public buildings, and city streets, make the poem relatable and easy to visualize. The tone is reflective, cautionary, and sometimes ironic, which engages readers emotionally. By blending narrative, description, and metaphor, the poet communicates scientific and social concerns in a way that is understandable to a broad audience, including students. The straightforward language ensures that important messages about responsibility, sustainability, and adaptation are conveyed effectively.

(The Greenhouse Effect কবিতার ভাষা সহজ, পরিষ্কার এবং জীবন্ত। কার্ল ডেনিস জটিল বিষয়, যেমন জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন এবং সামাজিক অভিযোজন, বর্ণনা করতে সহজ শব্দ ব্যবহার করেছেন। বাদাম গাছ, সবজি, সরকারি ভবন এবং শহরের রাস্তার মতো দৃশ্যমান চিত্র, রূপক এবং সুনির্দিষ্ট বিবরণ কবিতাটিকে সম্পর্কযোগ্য ও চাক্ষুষ করে। সুরটি চিন্তাশীল, সতর্কতা প্রদর্শক এবং কখনও কখনও ব্যঙ্গাত্মক, যা পাঠকের আবেগকে আকৃষ্ট করে। বর্ণনা, রূপক এবং কাহিনীর সমন্বয়ে কবি বৈজ্ঞানিক ও সামাজিক সমস্যাগুলি বোঝার মতোভাবে তুলে ধরেছেন। সরল ভাষা নিশ্চিত করে যে দায়িত্ব, টেকসইতা এবং অভিযোজনের গুরুত্বপূর্ণ বার্তা কার্যকরভাবে পৌঁছে যায়।)

Long Answer Type Questions Set 12

34. What figures of speech are used in the poem? (কবিতায় কোন কোন অলংকার বা রূপক ব্যবহার করা হয়েছে?)

Ans: The poem uses several figures of speech to convey its message. Metaphor is central, as ‘greenhouse’ represents the warming Earth and human-induced climate change. Visual imagery describes landscapes, urban and suburban spaces, gardens, and daily life to make abstract issues tangible. Irony appears when humans ignore environmental warnings while enjoying leisure. Personification is also used, giving life to cities, buildings, and nature, showing how they react to human negligence. Symbolism is evident in references like dust bowls, nut trees, and Arctic hits, representing broader environmental and social challenges. These figures of speech enhance comprehension, engagement, and the emotional impact of the poem.

(কবিতায় বিভিন্ন অলংকার ব্যবহৃত হয়েছে। রূপক মূল, যেমন ‘greenhouse’ পৃথিবীর উষ্ণতা এবং মানুষের সৃষ্টি করা জলবায়ু পরিবর্তনের প্রতীক। দৃশ্যমান চিত্রকল্পের মাধ্যমে ভূদৃশ্য, শহর ও শহরতলি, উদ্যান এবং দৈনন্দিন জীবন বর্ণনা করা হয়েছে, যা বিমূর্ত বিষয়কে স্পষ্ট করে। ব্যঙ্গাত্মক রূপ দেখা যায়, যখন মানুষ বিনোদন গ্রহণের সময় পরিবেশগত সতর্কতা উপেক্ষা করে। প্রাণীকরণ ব্যবহৃত হয়েছে, শহর, ভবন এবং প্রকৃতিকে জীবনধারার মতো দেখানো হয়েছে যা মানুষের অবহেলার প্রভাবে প্রতিক্রিয়া দেখায়। প্রতীকী রূপ রয়েছে ধূলিধূসর মরুভূমি, বাদাম গাছ, Arctic-এর সতর্কবার্তার মতো, যা বৃহত্তর পরিবেশ ও সামাজিক চ্যালেঞ্জ নির্দেশ করে। এই অলংকারগুলো কবিতার বোঝাপড়া, আকর্ষণ এবং আবেগময় প্রভাব বৃদ্ধি করে।)

35. What is the tone of the poem? (কবিতার সুর বা টোন কী?)

Ans: The tone of the poem is cautionary, reflective, and sometimes ironic. Carl Dennis warns readers about the consequences of human negligence, climate change, and environmental degradation. He reflects on the possible decline of civilizations and the adaptation required for survival. At the same time, irony appears when people ignore serious warnings while enjoying leisure activities. The tone also contains hope and resilience, suggesting that awareness, collective action, and responsible behavior can mitigate future crises. Overall, the tone balances concern, critique, and subtle optimism, making the message emotionally engaging and thought-provoking for readers.

(কবিতার সুর সতর্ক, চিন্তাশীল এবং কখনও কখনও ব্যঙ্গাত্মক। কার্ল ডেনিস পাঠকদের মানব অবহেলা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের ক্ষতির পরিণতি সম্পর্কে সতর্ক করেন। তিনি সম্ভাব্য সভ্যতার পতন এবং টিকে থাকার জন্য প্রয়োজনীয় অভিযোজন নিয়ে চিন্তা করেন। একই সঙ্গে, ব্যঙ্গাত্মক সুর দেখা যায়, যখন মানুষ বিনোদনে মগ্ন থেকে গুরুতর সতর্কবার্তা উপেক্ষা করে। সুরে আশা ও দৃঢ়তাও রয়েছে, যা দেখায় সচেতনতা, সম্মিলিত পদক্ষেপ এবং দায়িত্বশীল আচরণ ভবিষ্যতের সংকট হ্রাস করতে পারে। মোটামুটি, সুর উদ্বেগ, সমালোচনা এবং সূক্ষ্ম আশার মধ্যে ভারসাম্য রাখে, যা পাঠকের জন্য আবেগময় এবং চিন্তাশীল বার্তা প্রদান করে।)

36. What is the general message of the poem? (কবিতার মূল বার্তা কী?)

Ans: The general message of The Greenhouse Effect is that human negligence and overconsumption threaten the environment, society, and future civilization. Climate change, economic shifts, and ecological degradation are consequences of ignoring natural limits. The poem urges humans to take responsibility, adapt lifestyles, and cooperate to maintain resources and public infrastructure. It emphasizes sustainability, awareness, and practical action as keys to survival. Dennis conveys that the survival of humanity depends on respecting nature, balancing desires with ecological limits, and acting collectively. The poem blends political, personal, and environmental perspectives to deliver a warning, inspire reflection, and motivate change for a sustainable future.

(The Greenhouse Effect-এর মূল বার্তা হলো মানুষজনের অবহেলা ও অতিভোগ পরিবেশ, সমাজ এবং ভবিষ্যত সভ্যতাকে হুমকির মুখে ফেলে। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন এবং পরিবেশের ক্ষতি হল প্রাকৃতিক সীমা উপেক্ষার ফল। কবিতা মানুষকে দায়িত্ব নিতে, জীবনধারা অভিযোজিত করতে এবং সম্পদ ও সরকারি অবকাঠামো রক্ষায় সহযোগিতা করতে উৎসাহিত করে। টেকসইতা, সচেতনতা এবং ব্যবহারিক পদক্ষেপকে টিকে থাকার মূল চাবিকাঠি হিসেবে গুরুত্ব দেয়। ডেনিস দেখান যে মানবজাতির টিকে থাকা প্রকৃতিকে সম্মান করা, ইচ্ছা ও পরিবেশগত সীমার মধ্যে ভারসাম্য রাখা এবং সম্মিলিতভাবে কাজ করার ওপর নির্ভর করে। কবিতা রাজনৈতিক, ব্যক্তিগত এবং পরিবেশগত দৃষ্টিকোণ একত্রিত করে সতর্কবার্তা, চিন্তাশীলতা এবং টেকসই ভবিষ্যতের জন্য প্রেরণা প্রদান করে।)

Need Help