7 Pronouns Definition Types Examples Exercises in Bengali

Explore the 7 types of Pronouns with definitions, examples, and exercises in Bengali. It is a perfect resource for children to learn and practice pronouns effectively in Bengali.

বাংলা ভাষায় ৭ ধরনের সর্বনাম নিয়ে জানুন, সংজ্ঞা, উদাহরণ ও অনুশীলনের মাধ্যমে। এটি শিশুদের সহজে সর্বনাম শিখতে এবং চর্চা করতে সহায়ক একটি উপায়।

What is The Pronoun (সর্বনাম)? | Pronoun (সর্বনাম) কাকে বলে?

1. কোন Noun-এর পুনঃপুনঃ উল্লেখ না করিয়া তাহার পরিবর্তে যে word ব্যবহার করা হয়, তাহাকে Pronoun বলে। যদি বলি, Ram is a good boy; Ram loves his sisters; Ram does not quarrel with others; Ram obeys his parents. এখানে প্রত্যেকবার ‘রাম’ এই word-টি ব্যবহার করার শুনিতে ভাল হইল না। এইজন্য প্রথমে একবার মাত্র ‘Ram’ বলিয়া পরে যতবার ‘Ram’ এই word-টি উল্লেখ করিবার প্রয়োজন হইবে ততবার ‘Ram’-এর পরিবর্তে ‘he’ ব্যবহার করিতে হয়। “He’ এই word ‘Ram’ এই Noun-এর পরিবর্তে ৰসিল বলিয়া ইহা Pronoun.

2. যে Noun-এর পরিবর্তে Pronoun বসে, সেই Noun-এর যে number, gender বা person থাকে, pronoun-এরও সেই number, gender বা person হইবে । যেমন, Gopal is a

good boy; he always minds his lessons. এখানে he Gopal-এর পরিবর্তে বসিয়াছে, এবং Gopal Singular, Masculine gender ও Third person, সুতরাং he-ও  Singular, Masculine gender e Third person.

How many Types of Pronouns are there? | কত প্রকারের Pronoun (সর্বনাম) আছে?

3. Pronoun সাত প্রকার :-

(1) Personal ;

(2) Demonstrative ;

(3) Reflexive ;

(4) Relative ;

(5) Interrogative ;

(6) Indefinite :

(7) Distributive.

I. Personal Pronouns

I ও Thou এই দুইটি Personal Pronouns. ইহারা Masculine ও Feminine দুই-ই হইতে পারে। Number ও Case ভেদে ইহাদের যেরূপ রূপান্তর হয়, তাহা নিম্নে দেখান যাইতেছে :—

Singular ( একবচন)Plural (বহুবচন) 
1st PersonNominative – I (আমি)Objective – Me (আমাকে )Possessive – My, mine (আমার)We ( আমরা )Us ( আমাদিগকে )Our, ours (আমাদিগের )
2nd personNominative – Thou, you (তুমি)Objective – Thee, you (তোমাকে)Possessive –  Thy, thine, your,  yours (তোমাদের )Ye, you (তোমরা )
You ( তোমাদিগকে )Your, yours (তোমাদিগের )

II. Demonstrative Pronouns.

1. He, She, It, This That — এই পাঁচটি Demonstrative Pronouns. ইহাদের মধ্যে he, Masculine gender ; she, Feminine gender at it, this e that Neuter gender. ইহাদের সকলগুলিই Third person Number ও Case ভেদে he, she ও it-এর যেরূপ রূপান্তর হয়, তাহা নিয়ে দেখান যাইতেছে :—

SingularPlural
MasculineNom. He ( তিনি বা সে )Poss. His (তাহার )Obj. Him (তাহাকে )They ( তাহারা )Their, theirs ( তাহাদিগের )Them ( তাহাদিগকে )
SingularPlural
FeminineNom. She (তনি বা সে )Poss. Her, hers ( তাহার )Obj. Her  (তাহাকে )They ( তাহারা )Their, theirs ( তাহাদিগের )Them ( তাহাদিগকে )
SingularPlural
NeuterNom. It )Poss. Its Obj. It (ইহাকে )Them ( ইহারা )Their, theirs ( তাহাদিগের )Them ( তাহাদিগকে )

2. This ও that- এর plural these ও  those. যেমন,  Tihs is a good book; Ram’s book is better than that of Hari; these are good books; Ram’s books are better than those of Hari. At this, that, these এবং those, Demonstrative Pronouns.

3. My, thy, our, your, her (তাহার) ও  heir- এর পর  একটি noun বসিবেই বসিবে। এইজন্য এগুলিকে Personal Adjective বা Pronominal Adjective বলে। 

যথা: My book, thy son, our house, your pen, her name, their caps.

কিন্তু   Mine, thine, ours, yours, hers theirs- এর পর কোন noun বসিবে না। যথা, That book is mine, this pen is yours; this picture of hers is very good. His-এর পর noun বসিতে পারে বা নাও বসিতে পারে। This is his book; this book is his.

4. Hers, its, ours, yourse ও theirs লিখিতে  apostrophe দিতে হইবে না । Yours এর স্থানে your’s, এবং hers  এর স্থানে her’s প্রভৃতি লিখিলে ভুল হইবে ।

5. So ও  Such কখনো কখনো  Demonstrative Pronoun হয়। তখন ইহাদের অর্থ this বা these-এর হ্যায় হয়। যেমন, I told you so; such are my views.

III. Reflexive Pronoun

1. যখন কোন Verb-এর Nominative ও Objective একই ব্যক্তি বা বস্তু হয়, তখন যে Pronoun দ্বারা সেই Objective-টি প্রকাশিত হয়, তাহাকে Reflexive Pronoun কহে। I feed myself; he threw himself down.

2. Personal pronoun এর Possessive case-এ  এবং he, she e it – এই তিনটি Demonstrative Pronoun- এর  Objective case- self যোগ করিলে  Reflexive Pronoun হয়। যেমন,  Myself, ourselves; thyself, yourself, yourselves; himself, themselves; herself, themselves, itself, themselves. কিন্তু, Mineself, thineself yourself, এইরূপ পদ হইবে না। 

IV. Relative Pronouns

1. Who, Which ও  That যখন পূর্ববর্তী  word এর পরিবর্তে বসে তখন তাহাদিগকে Relative Pronoun কহে। এবং যাহাদিগের পরিবর্তে ইহারা ব্যবহৃত হয়, তাহাদিগকে ইহাদের Antecedent কহে ; 1, I met the boy who told me this; you gave me the book which I wanted; I like the coat that you have.  এখানে Who, which ও  that হল Relative Pronouns এবং  toy, book ও  coat যথাক্রমে ইহাদের  Antecedent.

2. Who, which ও  that, Singular ও Plural – এই উভয় number-এ  ব্যবহৃত হয় । যথা, Look at the boy who stands there; look at the boys who stand there এখানে প্রথম who, Singular এবং দ্বিতীয়  who Plural.

3. Who কেবল ব্যক্তির পরিবর্তে বসে। ইহ। Masculine ও Feminine উভয় Gender এই ব্যবহৃত হয়। যথা, There stands the boy who looks up; there stands the girl who looks up.

4. Which ইতর প্রাণী ও বস্তুর পরিবর্তে বসে। ইহা Masculine, Feminine ও  Neuter – এই তিন  Gender- এ ব্যাবহৃত  হয়। I have seen the horse (or mare) which you have bought; this is the look which I lost.

5: That ব্যক্তি, ইতর প্রাণী ও বস্তুর পরিবর্তে বসে। অতএব ইহাকে who  বা which-এর স্থানে বসান যাইতে পারে, সুতরা ইহার  Masculine, Feminine এবং  Neuter gender হইতে পারে। 

যথা, The man that are wise are respected; I have seen the ccw that you have bought, that is the book that I lost.

6., What, that ও which এই দুইটি pronoun- এর সংযোগে গঠিত হইয়াছে বলিয়া ইহাকে Compound Relative বলে। ইহার Neuter gender হয়। যথা, You gave me what (that which) I wanted.

7. That what-এর কারক ভেদে কোন রূপান্তর হয় না। কেবল who ও which এরই কারক ভেদে রূপান্তর হইয়া থাকে

যথা—

Singular & PluralSingular & Plural
Nom. WhoNom. Which
Poss. WhosePoss. Whose
Obj WhomObj. Which

8. As কখন কখন Relative Pronoun হইয়া থাকে। বিশেষতঃ ইহার আগে same বা such থাকিলে ইহা Relative Pronoun হইবেই। যথা, This is not true as ( যাহা = যে বিষয়ে ) I said before ; gave me such books as I wanted.

9. But-এর অর্থ যখন that not ( যে না, বা যাহা না ) হয়  তখন ইহা Relative Pronoun. যথা, There is none but ( that not) wishes to be happy = এমন কেহই নাই যে, সে সুখী হইতে ইচ্ছা করে না ৷

10. Who, which ও what-এর সহিত ever ও soever যোগ করিলে Compound Relative হয়। যেমন, whoever, ( যে কেহু সে ); whichever ( যে কোন তাহা ) whatever whatsoever ( যে কিছু তাহা ) । সেইরূপ ‘whomsoever পদটিও হয়।

V. Interrogative Pronouns

1.. কোন প্রশ্ন জিজ্ঞাসাকালে যে Who, Which বা What ব্যবহার করা যায়, সেগুলি Interrogative Pronouns. ইহারা Singular ও Plural দুই number-এই ব্যবহৃত হয়। Who has done this? What are your views?

2. Who কেবল ব্যক্তির সম্বন্ধেই বসে । যেমন,- Who has taken my book?

3. Which ব্যক্তি, ইতর প্রাণী ও বস্তুর সম্বন্ধে বসে । যেমন, Which of the boy (or Girls) has done this ? Which of the dogs do you like Which is the way?

4. What কেবল বস্তুর সম্বন্ধেই বসে। যেমন, What do you want?

5. Relative Pronoun-এর ম্যায় Interrogative who Masculine Feminine; which Masculine, Feminine বা Neuter ; এবং what কেবল Neuter gender-এই ব্যবহৃত হয়। কারক ভেদে Who which – এর Relative Pronoun- -এর ন্যায়  রূপান্তর হইয়া থাকে ॥

VI. Indefinite Pronouns

যে সকল Pronoun-এ নিশ্চয় করিয়া কাহাকেও বুঝায় না, তাহাদিগকে Indefinite Pronouns কহে। One, They, Some, None Other, Another, Few, Many, Both Any. ইহারা Indefinite Pronoun. যেমন, One cannot be sure of that — কেহই সেই বিষয়ে নিশ্চিত হইতে পারে না। They say that he is guilty – লোকে বলে যে তিনি দোষী; Both of them are right — তাহাদের উভয়ই নির্ভুল ; Any of these men will do — ইহাদের যে কেহ হইলেই চলিবে ।

VII. Distributive Pronouns

Each, Either ও Neither, এই তিনটি Distributive Pronouns. যেমন, Euch should do it; I shall take either of the books.

পূর্বে — every-কেও Distributive Pronoun বলা হইত; কিন্তু ইহার পরে সর্বদাই Noun বসে বলিয়া এক্ষণে ইহাকে কেবল Adjective বলা হয়। Each other one another of Reflexive pronoun নামে অভিহিত। প্রথমটি দুইটি এবং দ্বিতীয়টি অনেকগুলি noun সম্বন্ধে ব্যবহৃত হয়। They love each other = তাহারা দুইজনে পরস্পরকে ভালবাসে । We should love one another = আমাদের সকলের পরম্পরকে ভালবাস উচিত।

Exercises

1. Pronoun কাহাকে কহে ? Pronoun বয় প্রকার ?

2. Pronoun-এর Gender, Number ও Person কিরূপে স্থির করিতে হয় ?

3. Personal Pronoun কয়টি ? তাহাদের রূপ কর।

4. Demonstrative pronouns গুলির নাম কর ।

5. He, she ও it-এর রূপ কর।

6. This ও That এর ব্যবহার উদাহরণ দ্বারা বুঝাইয়া দাও ।

7. Reflexive Pronoun কাহাকে কহে ও তাহারা কিরূপে গঠিত হয়।

8. My ও mine-এর ব্যবহারের প্রভেদ কি ?

9. Relative Pronoun কয়টি ? তাহাদের নাম কর ।

10. Antecedent কাহাকে কছে ?

11. What-কে Compound Relative কেন কছে ?

12. Who e which-এর রংপ কর।

13. Who, which ও what-এর ব্যবহার স্পষ্ট করিয়া বঝাইয়া দাও :

14. Interrogative Pronoun-গলির নাম কর ৷

15. What কখনই বা Relative, আর কখনই বা Interrogative Pronoun হয়। তাহাদের নাম কর ।

16. নিম্নলিখিত Sentence-গলিতে যে যে Pronoun আছে, তাহা বাহির কর ও তাদের কোনটি কোন Pronoun বল :-

That is the book that I want. 

Whom shall we meet there?

There was no child but shook with fear. 

The man is as you know, a thief. 

Which of the toys do you like ? 

They say that he is wise man. 

This is what I want. 

I myself went there.

Any of these servants will do.

17. নিম্নলিখিত Sentence-e যদি কোন ভুল থাকে, তবে তাহা সংশোধন কর :-

It was the man which did the work. 

This is the book whom I want. 

All the men, which were there helped me. 

Hari has lost her book. 

He praised the boy for which he had done. 

Every heart knows his own sorrows. 

I himself saw him. Is this your’s book ?

18. নিম্নলিখিত Sentence-গলিতে যে বন্ধনী ( ) আছে তাহার স্থানে যে Pronoun বসিবে, তাহা ঠিক করিয়া বসাও :-

He knows () own work. 

Take this letter and post ( ) 

A tree is known by ( ) fruit. 

( ) pen is this? 

They love one ( ). 

He is there; tell ( ) to come in. 

I saw this with () own yes. 

You should not take my book; it is () not ( ).