The WBSSC 2nd SLST Notification 2025 for Teacher Recruitment has been issued on the official website to recruit Assistant Teachers for classes IX–X (Secondary) and XI–XII (Higher Secondary) in government-aided and sponsored schools throughout West Bengal. This recruitment process has been launched in compliance with the Supreme Court’s order to conduct a new selection, following the cancellation of the 2016 panel over reported irregularities.
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) সরকার অনুমোদিত ও স্পনসর্ড স্কুলগুলিতে নবম-দশম (মাধ্যমিক) এবং একাদশ-দ্বাদশ (উচ্চমাধ্যমিক) শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় রাজ্যস্তরীয় নির্বাচন পরীক্ষা (SLST) ২০২৫–এর বিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ৩০শে মে তারিখে । ২০১৬ সালের প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুনভাবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে, যাতে আগের অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করা যায়।
Overview of the Recruitment Drive (নিয়োগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত বিবরণ)
The 2nd SLST 2025 is a significant initiative by the West Bengal government to fill a substantial number of teaching vacancies in the state’s education system. The recruitment process is designed to be transparent and fair, incorporating several new measures to ensure integrity. (দ্বিতীয় SLST ২০২৫ পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার মাধ্যমে রাজ্যের শিক্ষাব্যবস্থায় বিপুল সংখ্যক শিক্ষক পদে শূন্যস্থান পূরণ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিরপেক্ষ করার লক্ষ্যে একাধিক নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে নিয়োগের যথার্থতা ও সঠিকতা নিশ্চিত করা যায়।)
Key Details: (মূল তথ্যগুলি:)
- Total Vacancies: 35,726 Assistant Teacher positions (মোট শূন্যপদ: ৩৫,৭২৬টি সহকারী শিক্ষক পদের জন্য নিয়োগ)
- 23,212 for Classes IX–X (Secondary) (২৩,২১২টি পদ নবম-দশম (মাধ্যমিক) শ্রেণির জন্য)
- 12,514 for Classes XI–XII (Higher Secondary) (১২,৫১৪টি পদ একাদশ-দ্বাদশ (উচ্চমাধ্যমিক) শ্রেণির জন্য)
- 23,212 for Classes IX–X (Secondary) (২৩,২১২টি পদ নবম-দশম (মাধ্যমিক) শ্রেণির জন্য)
- Application Period: June 16, 2025 (5 PM) to July 14, 2025 (5 PM) ( আবেদনসময়সীমা: ১৬ জুন ২০২৫ (বিকেল ৫টা) থেকে ১৪ জুলাই ২০২৫ (বিকেল ৫টা) পর্যন্ত)
- Application Mode: Online only via www.westbengalssc.com (আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইনে, অফিসিয়াল ওয়েবসাইটে: 🌐 www.westbengalssc.com)
- Tentative Written Exam Date: First week of September 2025 (সম্ভাব্য লিখিত পরীক্ষার তারিখ: ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে)
- Admit Card Availability: To be announced at least 7 days before the exam. (অ্যাডমিট কার্ড প্রকাশ: পরীক্ষার অন্তত ৭ দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করা হবে)

Important Dates in Short (গুরুত্বপূর্ণ তারিখগুলি এক নজরে)
Event (ইভেন্ট) | Date (তারিখ) |
Notification Release (বিজ্ঞপ্তি প্রকাশ) | May 30, 2025 (৩০ মে, ২০২৫) |
Online Application Start Date (অনলাইন আবেদন শুরু) | June 16, 2025 (5 PM) (১৬ জুন, ২০২৫ (বিকেল ৫টা)) |
Online Application End Date (অনলাইন আবেদন শেষ তারিখ) | July 14, 2025 (5 PM) (১৪ জুলাই, ২০২৫ (বিকেল ৫টা)) |
Last Date for Fee Payment (আবেদন ফি জমার শেষ তারিখ) | July 14, 2025 (11:59 PM) (১৪ জুলাই, ২০২৫ (রাত ১১:৫৯টা)) |
Tentative Written Exam Date (সম্ভাব্য লিখিত পরীক্ষার তারিখ) | First week of September 2025 (২০২৫ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ) |
Result Publication (ফলাফল প্রকাশ) | Fourth week of October 2025 (২০২৫ সালের অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহ) |
Interview Schedule (সাক্ষাৎকারের সময়সূচি) | First to Third week of November 2025 (২০২৫ সালের নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ) |
Panel Publication (প্যানেল প্রকাশ) | November 24, 2025 (২৪ নভেম্বর, ২০২৫) |
Counselling Commencement (কাউন্সেলিং শুরু) | November 29, 2025 (২৯ নভেম্বর, ২০২৫) |
Application Process (আবেদন প্রক্রিয়া)
Eligibility Criteria for Assistant Teachers (2nd SLST 2025) (সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা (২য় এসএলএসটি ২০২৫)
For Assistant Teachers (Classes IX & X): (সহকারী শিক্ষক (শ্রেণি IX & X))
- Educational Qualification: (শিক্ষাগত যোগ্যতা:)
- Graduate/Post Graduate with at least 50% marks in either Graduation or Post Graduation and B.Ed. from an NCTE recognized institution. (যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (কমপক্ষে ৫০% নম্বর) এবং এনসিটিই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বি.এড।)
OR (অথবা,)
- 4-year integrated B.A.Ed./B.Sc.Ed. from an NCTE recognized institution. (৪ বছরের ইন্টিগ্রেটেড B.A.Ed./B.Sc.Ed. (NCTE অনুমোদিত প্রতিষ্ঠান থেকে)।)
- Age Limit (as on 1st January 2025): (বয়সসীমা (১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী)🙂
- Minimum: 21 years (সর্বনিম্ন: ২১ বছর)
- Maximum: 40 years (সর্বোচ্চ: ৪০ বছর)
- Age relaxation: SC/ST – 5 years, OBC – 3 years, PH – 8 years. (বয়সে ছাড়: SC/ST: ৫ বছর, OBC: ৩ বছর, PH (প্রতিবন্ধী): ৮ বছর)
- Minimum: 21 years (সর্বনিম্ন: ২১ বছর)
- Application Fees
Category | Application Fee |
General & OBC Candidates | ₹500/- |
SC/ST/PH Candidates | ₹200/- |
Note: Bank or other payment-related charges may apply.
আবেদন ফি:
প্রার্থীর শ্রেণি | আবেদন ফি |
সাধারণ ও ওবিসি | ₹৫০০/- |
SC/ST/PH | ₹২০০/- |
বি.দ্র.: ব্যাংক বা পেমেন্টের অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।
For Assistant Teachers (Classes XI & XII): (সহকারী শিক্ষক (শ্রেণি XI & XII))
- Educational Qualification: (শিক্ষাগত যোগ্যতা:)
- Post Graduate with at least 50% marks and B.Ed. from an NCTE recognized institution. (স্নাতকোত্তর ডিগ্রি (কমপক্ষে ৫০% নম্বর) এবং এনসিটিই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বি.এড।)
- OR(অথবা,) Post Graduate with at least 50% marks and 4-year integrated B.A.Ed./B.Sc.Ed. from an NCTE recognized institution. (স্নাতকোত্তর ডিগ্রি (৫০%) এবং ৪ বছরের ইন্টিগ্রেটেড B.A.Ed./B.Sc.Ed. (NCTE অনুমোদিত প্রতিষ্ঠান থেকে)।)
- Post Graduate with at least 50% marks and B.Ed. from an NCTE recognized institution. (স্নাতকোত্তর ডিগ্রি (কমপক্ষে ৫০% নম্বর) এবং এনসিটিই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বি.এড।)
- Age Limit (as on 1st January 2025): (বয়সসীমা (১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী)🙂
- Minimum: 21 years (সর্বনিম্ন: ২১ বছর)
- Maximum: 40 years (সর্বোচ্চ: ৪০ বছর)
- Age relaxation: SC/ST – 5 years, OBC – 3 years, PH – 8 years (বয়সে ছাড়: SC/ST: ৫ বছর, OBC: ৩ বছর, PH (প্রতিবন্ধী): ৮ বছর)
- Minimum: 21 years (সর্বনিম্ন: ২১ বছর)
- Application Fees
Category | Application Fee |
General & OBC Candidates | ₹500/- |
SC/ST/PH Candidates | ₹200/- |
Note 1: Bank or other payment-related charges may apply.
আবেদন ফি:
🏷️ প্রার্থীর শ্রেণি | 💳 আবেদন ফি |
সাধারণ ও ওবিসি | ₹৫০০/- |
SC/ST/PH | ₹২০০/- |
🔖 বি.দ্র.: ব্যাংক বা পেমেন্টের অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।
Note 2:
- Relaxation of 5% marks in educational qualification will be allowed for reserved category candidates. (বি.দ্র. ২: সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতায় ৫% নম্বর ছাড় প্রযোজ্য।)
- Candidates must have acquired the required qualifications on or before the last date of online application. ( প্রার্থীদের অনলাইন আবেদনের শেষ তারিখের আগেই প্রয়োজনীয় যোগ্যতা অর্জন থাকতে হবে।)
Selection Process for the post of Assistant Teacher for Classes IX & X
Selection to the post of Assistant Teacher for Classes IX & X shall be made based on marks obtained in the written examination, educational qualification, prior teaching experience, oral interview, and lecture demonstration, determined by the Central Commission, in the following manner:
(1) Written Examination (OMR-based): | 60 marks – 1 hour (MCQ Based), 60 questions |
(2) Academic Educational Qualification: [Based on marks of Graduation or Post Graduation in the subject for which applied, whichever is higher, according to the following formula: | 60% and above: 10 marks Below 60% to 50%: 8 marks Below 50%: 6 marks [No rounding off of percentages is allowed] |
(3) Prior Teaching Experience: [At the secondary level in a government or government-aided or government-sponsored school, calculated based on 2 marks for each year of service in a substantive post (as permanent or on a contractual basis)] | 10 marks |
(4) Oral Interview: | 10 marks |
(5) Lecture demonstration: [Appearance before the Interview Board is compulsory] | 10 marks |
Total | 100 marks |
Selection to the post of Assistant Teacher for Classes XI & XII
Selection to the post of Assistant Teacher for Classes XI & XII shall be made on the basis of marks obtained in written examination, educational qualification, prior teaching experience, oral interview, and lecture demonstration, etermined by the Central Commission, in the following manner:
(1) Written Examination (OMR-based): | 60 marks – 1 hour (MCQ Based), 60 questions |
(2) Academic Educational Qualification: [Based on marks of Graduation or Post Graduation in the subject for which applied, whichever is higher, according to the following formula: | 60% and above: 10 marks Below 60% to 50%: 8 marks Below 50%: 6 marks [No rounding off of percentages is allowed] |
(3) Prior Teaching Experience: [At the secondary level in a government or government-aided or government-sponsored school, calculated based on 2 marks for each year of service in a substantive post (as permanent or on a contractual basis)] | 10 marks |
(4) Oral Interview: | 10 marks |
(5) Lecture demonstration: [Appearance before the Interview Board is compulsory] | 10 marks |
Total | 100 marks |
Important Instructions Before Applying (আবেদন করার পূর্বে গুরুত্বপূর্ণ নির্দেশিকা)
- Male candidates are not eligible for appointment in girls’ schools. পুরুষ প্রার্থীরা মেয়েদের স্কুলে নিয়োগের যোগ্য নন।)
- Ensure all information provided in the application is accurate. (আবেদনে প্রদত্ত সকল তথ্য সঠিক ও নির্ভুল হতে হবে।)
- Incomplete or incorrect applications are liable to be rejected. (অসম্পূর্ণ বা ভুল তথ্যপূর্ণ আবেদন বাতিল করা হতে পারে।)
- No TA/DA will be provided for attending the examination or interview. (পরীক্ষায় অংশগ্রহণ বা সাক্ষাৎকারে উপস্থিতির জন্য TA/DA (ভাতা) প্রদান করা হবে না।)
- Candidates must regularly check the official website for updates and notifications. (প্রার্থীদের সরকারি ওয়েবসাইট নিয়মিত দেখতে হবে নতুন বিজ্ঞপ্তি বা আপডেট জানার জন্য।)
Application Procedure (আবেদন প্রক্রিয়া)
- Visit the official WBSSC website: www.westbengalssc.com (WBSSC-র অফিসিয়াল ওয়েবসাইটে যান: www.westbengalssc.com)
- Click on the link for “2nd SLST, 2025” and register yourself. (2nd SLST, 2025” লিঙ্কে ক্লিক করে নিবন্ধন করুন।)
- Fill in the application form with accurate details. (নির্ভুল তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।)
- Upload the required documents and photographs. (প্রয়োজনীয় নথিপত্র ও ছবি আপলোড করুন।)
- Pay the application fee online. (নির্ধারিত আবেদন ফি অনলাইনে প্রদান করুন।)
- Submit the application and take a printout for future reference. (আবেদন জমা দিন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট কপি রাখুন।)
Examination Details (পরীক্ষা সম্পর্কিত তথ্য)
Selection Process (নির্বাচন প্রক্রিয়া )
The selection process comprises three stages: (নির্বাচন তিনটি ধাপে অনুষ্ঠিত হবে:)
- Written Examination (লিখিত পরীক্ষা)
- Evaluation of Academic and Professional Qualifications (শিক্ষাগত ও প্রশিক্ষণগত যোগ্যতার মূল্যায়ন)
- Oral Interview and Lecture Demonstration (মৌখিক সাক্ষাৎকার ও পাঠদান প্রদর্শন (Lecture Demonstration))
Examination Pattern (পরীক্ষার ধরন)
- Medium of Question Paper: (প্রশ্নপত্রের ভাষা: )
- English and Bengali (except for language papers). (বাংলা ও ইংরেজি (ভাষার বিষয় ছাড়া)।)
- For language subjects, the question paper will be in the respective language. (ভাষাবিষয়ে, সংশ্লিষ্ট ভাষাতেই প্রশ্ন থাকবে।)
- For Sanskrit, the question paper will be in Bengali.en.wikipedia.org (সংস্কৃত বিষয়ে, প্রশ্নপত্র থাকবে বাংলায়।)
- English and Bengali (except for language papers). (বাংলা ও ইংরেজি (ভাষার বিষয় ছাড়া)।)
- Question Type: (প্রশ্নের ধরন🙂
- Multiple Choice Questions (MCQs) with four options. (মাল্টিপল চয়েস প্রশ্ন (MCQ), প্রতিটিতে থাকবে ৪টি অপশন)
- Each question carries one mark. (প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর বরাদ্দ)
- Only one correct option per question. (প্রতিটি প্রশ্নের শুধুমাত্র একটি সঠিক উত্তর থাকবে)
- Multiple Choice Questions (MCQs) with four options. (মাল্টিপল চয়েস প্রশ্ন (MCQ), প্রতিটিতে থাকবে ৪টি অপশন)
Admit Card (অ্যাডমিট কার্ড)
- Admit cards will be available on the official website at least seven days before the examination date. (পরীক্ষার কমপক্ষে ৭ দিন আগে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে)
- Candidates must download and print the admit card for entry into the examination hall. (প্রার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড ও প্রিন্ট করতে হবে, এটি পরীক্ষা হলে প্রবেশের জন্য বাধ্যতামূলক)
Vacancy Details (শূন্যপদের বিবরণ )
The exact number of vacancies has been published on the official WBSSC website. Candidates are advised to regularly check www.westbengalssc.com for updates. (সঠিক শূন্যপদের সংখ্যা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, প্রার্থীদের www.westbengalssc.com সাইটটি নিয়মিত দেখতে পরামর্শ দেওয়া হচ্ছে)
- Assistant Teacher (Classes IX–X) – Click here to download the indicative vacancy list as received from WBBSE for the 2nd SLST 2025.

- Assistant Teacher (Classes XI–XII) – Click here to download the indicative vacancy list as received from WBBSE for the 2nd SLST 2025.

Note: Please regularly check the official WBSSC website for the latest updates and accurate vacancy details. (বি.দ্র. সর্বশেষ আপডেট এবং সঠিক তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করুন)
Merit List and Panel Preparation (মেধা তালিকা ও প্যানেল প্রস্তুতি)
- After evaluating the OMR sheets, the Commission will publish a list of candidates shortlisted for the interview based on preliminary merit scores. (OMR শিট মূল্যায়নের পরে প্রাথমিক মেধা অনুযায়ী সাক্ষাৎকারের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে)
- Final merit lists will be prepared considering marks obtained in the written test, academic qualifications, and interview performance. (চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত হবে: লিখিত পরীক্ষা + শিক্ষাগত যোগ্যতা + সাক্ষাৎকারের নম্বর মিলিয়ে)
- Separate merit lists will be prepared subject-wise, medium-wise, gender-wise, and category-wise. (তালিকা হবে বিষয়ভিত্তিক, মাধ্যমভিত্তিক, লিঙ্গভিত্তিক ও শ্রেণিভিত্তিক)
- A waiting list will also be published for candidates not included in the main panel. (মূল প্যানেলে না থাকা প্রার্থীদের জন্য ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে)
Validity of Panel and Waiting List (প্যানেল ও ওয়েটিং লিস্টের বৈধতা)
- The validity of the panel and waiting list is one year from the date of the first counselling. (প্যানেল ও ওয়েটিং লিস্ট প্রথম কাউন্সেলিং-এর তারিখ থেকে এক বছর পর্যন্ত বৈধ থাকবে)
- Candidates will be recommended only for the posts they have applied for and against notified vacancies.(প্রার্থী শুধুমাত্র সেই পদের জন্যই মনোনীত হবেন, যার জন্য আবেদন করেছিলেন)
- In case a candidate fails to join the recommended post due to vacancy issues, alternative arrangements may be considered. (দি কোনো কারণে প্রার্থী পদে যোগদান করতে না পারেন, তবে বিকল্প ব্যবস্থা নেওয়া যেতে পারে)
Medium of Instruction (পঠন মাধ্যম)
Candidates applying for Assistant Teacher positions must have studied the medium of instruction (Bengali, English, Hindi, Nepali, Oriya, Santhali, Telugu, or Urdu) at the appropriate level of examination, as specified in the Rules, 2025. (আবেদনকারীকে সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত পঠন মাধ্যম (বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু) স্তর অনুযায়ী পড়াশোনা করে থাকতে হবে – WBSSC Rules, 2025 অনুযায়ী)
Contact and Support: Official Website
For any queries or assistance, candidates can contact:
- Phone: +91-33-23214550
- Email: wbssccentral@gmail.com
- Address: Acharya Sadan, Bidhannagar, Sector – II, EE – 11 & 11/1, Kolkata – 700091, West Bengal WBSSC Help Desk
Disclaimer: This guide aims to provide all the essential information regarding the 2nd SLST, 2025, based on the official notification released by the West Bengal School Service Commission on 30th May 2025 on their official website (www.westbengalssc.com). Candidates are advised to read the official notification carefully and ensure they meet all eligibility criteria before applying. Stay updated with the official website for any further announcements or changes in the schedule.(এই গাইডটি WBSSC দ্বারা ৩০ মে ২০২৫ তারিখে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তির ভিত্তিতে তৈরি। আবেদন করার আগে প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিতে হবে এবং সমস্ত যোগ্যতা পূরণ হচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে। পরবর্তী যেকোনো ঘোষণা বা সময়সূচির পরিবর্তন সম্পর্কে জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি নিয়মিত পর্যবেক্ষণ করুন।)
For detailed information, updates, and to apply online, visit the official WBSSC website: www.westbengalssc.com
বিস্তারিত তথ্য, আপডেট ও আবেদন করার জন্য ভিজিট করুন: www.westbengalssc.com